Trab test কি এবং কেন করা হয়? Trab টেস্ট নিয়ে বিস্তারিত জেনে নিন।

কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করবো trab test নিয়ে । এই টেস্ট কেন করা হয়,দাম কত,টেস্ট এর প্রস্তুতি কি, রিপোর্ট ডেলিভারি সময় সহ ,সকল কিছু এক পোস্ট এ।

trab test কি ?

থাইরোট্রপিন রিসেপ্টর অ্যান্টিবডি(Thyrotropin receptor antibodies (TRAb) হল থাইরয়েড কোষের পৃষ্ঠে অবস্থিত থাইরোট্রপিন (বা থাইরয়েড-উত্তেজক হরমোন, টিএসএইচ) রিসেপ্টরের বিরুদ্ধে পরিচালিত অটো অ্যান্টিবডি। অ্যান্টিবডিগুলি অটোইমিউন থাইরয়েড রোগ, বিশেষ করে গ্রেভস রোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

TRAB test কেন করা হয়?

TRAB test কেন করা হয়
TRAB test কেন করা হয়
  • গ্রেভস ডিজিজ (Graves’ Disease): উদ্দীপক TRAb, গ্রেভস রোগের একটি বৈশিষ্ট্য। এগুলি এই অবস্থা নির্ণয় এবং পরিচালনায় ব্যবহৃত করা হয়।
  • রোগ নির্ণয়( Diagnosis): high লেভেল TRAb গ্রেভস রোগ নির্ণয় নিশ্চিত করতে সাহায্য করে।
  • মনিটরিং( Monitoring): চিকিৎসার কার্যকারিতা নির্ণয় করতে এবং রোগের গতিপথের পূর্বাভাস পেতে TRAb টেস্ট করা যেতে পারে।
  • গর্ভাবস্থা(Pregnancy): গ্রেভস রোগের history সহ গর্ভবতী মহিলাদের মধ্যে, নবজাতকের থাইরয়েড কর্মহীনতার ঝুঁকির পূর্বাভাস পেতে TRAb লেভেল পরীক্ষা করা যেতে পারে।

trab test price in bangladesh:

Trab টেস্ট টি মূলত গ্রাম অঞ্চল এ কম হয়ে থাকে। তুলনমূলকভাবে কম হওয়ায় এই টেস্ট গ্রাম এর ল্যাব গুলিতে হয় না । আমরা ধারণা পেতে শহর অঞ্চল এর ডায়াগনস্টিক সেন্টারের টেস্ট এর দাম উল্লেখ্য করছি।

Trab টেস্ট এর দাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে

TSH receptor antibodies (TRAb) 3000 BDT

সময় এর সাথে সাথে টেস্ট এর দাম কম বেশি হতে পারে।

তাই সেই বিষয় টি অবশ্যই খেয়াল রাখবেন ।

Last update ০৮/০৭/২০২৪।

আরও পড়ুনঃTSH পরীক্ষা কেন ও কোথায় করবেন? নরমাল রেঞ্জ ও খরচ কত?

টেস্ট প্রস্তুতি :

এই টেস্টের কোন স্পেশাল প্রিপারেশন নেই।তবে ডাক্তার এর পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Sample সংগ্রহ :

এই টেস্ট টি করবার জন্য অবশ্যই রেড টিউব নিতে হবে।

টেস্ট করবার জন্য serum লাগবে। Sample সংগ্রহ করবার পরে সেটিকে ক্লোট হবার জন্যে সময় দিতে হবে তার পরে ৩০ মিনিট পরে সেন্ট্রিফিউজ করে ল্যাব এ পাঠাতে হবে।

রিপোর্ট ডেলিভারি সময়:

এই টেস্ট টি কম হবার কারণে অধিকাংশ ল্যাব গুলিতে হয় না। ছোট ল্যাব গুলি ভালো ডায়াগনস্টিক থেকে করিয়ে অনে সেই জন্য টেস্ট এর ডেলিভারি সময় বেশি হয়ে থাকে ।

  • রিপোর্ট ডেলিভারি সময় : ১-২ দিন মিনিমাম।

তার পরেও একটি ডায়াগনস্টিক এবং হাসপাতাল এর টেস্ট ডেলিভারি সময় তাদের সময় বিধি অনুযায়ী হয়ে থাকে।

আরও পড়ুনঃ ft4 test কি এবং Ft4 test কেন করা হয়?নরমাল কত,খরচ কত?ft4 বেশি বা কম হবার কারণ?

trab test normal range :

ল্যাব এর মেশিন এবং রিপোর্টিং ইউনিট এর উপরে ভিত্তি করে টেস্টের নরমাল রেঞ্জ ভিন্ন হতে পারে।

আমরা একটি সাধারণ নরমাল ভ্যালু দিচ্ছি।

  • Negative or Normal TRAb Levels: Typically less than 1.0 IU/L (International Units per Liter).
  • Borderline or Indeterminate TRAb Levels: Approximately 1.0 to 1.5 IU/L.
  • Positive TRAb Levels: Greater than 1.5 IU/L.

উপসংহার:

আজকের পোস্ট এই পর্যন্তই। পোস্ট এর বিষয় ভালো লাগলে এবং যাতে অন্যর উপকারে আসে তার জন্যে শেয়ার করুন। সবাইকে জানার সুযোগ করে দিন। পোস্ট ভালো বা খারাপ লাগলে আপনার মূল্যবান মতামত দিন।

আর নিয়মিত পোস্ট এর আপডেট পেতে oviggobd এর ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন ধন্যবাদ আপনাকে সময় নিয়ে পোস্ট পড়বার জন্য।

Leave a Comment