tpha test কি এবং কেন করা হয় ? Tpha টেস্ট সম্পর্কে সকল কিছু জেনে নিন?

সবাই কেমন আছেন ? আজকে অনেক দিন পরে পোস্ট করতে বসলাম।আশা করছি সবাই ভালোই আছেন আজকে আমরা আলোচনা করবো TPHA টেস্ট নিয়ে।

এই টেস্ট কেন করা হয়, কোথায় করা ভালো হবে, স্যাম্পল সংগ্রহ, প্রস্তুতি সকল কিছু একই পোস্ট থাকে জেনে নিতে পারবেন।

TPHA TEST কি ??

TPHA (Treponema pallidum hemagglutination assay) পরীক্ষা হল একটি রক্ত ​​পরীক্ষা যা ট্রেপোনেমা প্যালিডাম ব্যাকটেরিয়ামের বিরুদ্ধে অ্যান্টিবডি সনাক্ত করতে করা হয়ে থাকে, যা সিফিলিস সৃষ্টির জন্য দায়ী। এটি প্রায়ই VDRL – ভিডিআরএল (ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি -Venereal Disease Research Laboratory)বা আরপিআর (Rapid Plasma Reagin) পরীক্ষার মতো অন্য স্ক্রীনিং পরীক্ষার পজিটিভ ফলাফলের পরে ,সিফিলিসের নিশ্চিতকরণ পরীক্ষা হিসাবে ব্যবহৃত হয়।

 tpha test কেন করা হয়??

ডাক্তাররা বিভিন্ন কারণে TPHA টেস্ট এর পরামর্শ দিতে পারেন:

tpha test কেন করা হয়
tpha test কেন করা হয়

  1. সিফিলিস নিশ্চিতকরণ: যদি সিফিলিসের জন্য প্রাথমিক স্ক্রীনিং পরীক্ষা গুলিতে একজন রোগীর পরীক্ষা পজিটিভ আসে , যেমন VDRL বা RPR, তখন TPHA পরীক্ষার প্রায়ই এডভাইস করা হয় ট্রেপোনেমা প্যালিডামের বিরুদ্ধে অ্যান্টিবডির উপস্থিতি নিশ্চিত করার জন্য।
  2. পর্যায় নির্ধারণ: TPHA টেস্ট সিফিলিসের বিভিন্ন পর্যায় নির্ধারণে সাহায্য করে থাকে, কারণ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অ্যান্টিবডি প্রোফাইল থাকতে পারে।
  3. চিকিৎসা পর্যবেক্ষণ: এটি সময়ের সাথে অ্যান্টিবডি এর মান পরিবর্তন পর্যবেক্ষণ করে সিফিলিস চিকিৎসার কার্যকারিতা নিরীক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে।
  4. পূর্বের সংক্রমণ নিশ্চিতকরণ: কিছু ক্ষেত্রে, টিপিএইচএ পরীক্ষার পরামর্শ দেওয়া যেতে পারে পূর্বের সিফিলিস সংক্রমণ নিশ্চিত করার জন্য, এমনকি সংক্রমণের চিকিৎসা করা হলেও।
  5. গর্ভাবস্থার স্ক্রীনিং: গর্ভবতী মহিলারা সিফিলিস পরীক্ষা করার জন্য tpha পরীক্ষা করতে পারেন, কারণ সংক্রমণ আগে থেকে হয়ে থাকলে ,অনাগত শিশুর মধ্যে সংক্রমণ হতে পারে। যার ফলে জন্মগত সিফিলিস হতে পারে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় , TPHA পরীক্ষাটি সিফিলিসের জন্য নির্দিষ্ট, এবং রোগীর চিকিৎসা ইতিহাস, উপসর্গ এবং অন্যান্য সিফিলিস স্ক্রীনিং পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে।

আরও পড়ুনঃ টেস্টোস্টেরন হরমোন কি ? টেস্টোস্টেরন পরীক্ষা কেন করা হয়? খরচ কত? টেস্টোস্টেরন বৃদ্ধির উপায় কি?

tpha test price in bangladesh:

Tpha test এর মূল্য সময় স্থান ও হাসপাতাল ভেদে কম বেশি হতে পারে। তাই অঞ্চল ভেদে দাম এর উঠানামা দেখতে পাওয়া যায়।

তবে আমরা ধারণা পেতে শহর অঞ্চল এর tpha টেস্ট এর দাম দিচ্ছি।

Tpha টেস্ট এর দাম পপুলার ধানমন্ডি হেড অফিস অনুযায়ী

  • CSF FOR TPHA 500 BDT
  • ICT for TPHA 800 BDT
  • TPHA (Qty) 800 BDT

Last update: 10/12/2023

সময় এর সাথে দাম এর কম বেশি হতে পারে।

সরকার হসপিটাল এর দাম অনুযায়ী tpha টেস্ট এর দাম ৩০০ টাকা
২০২০ এর দাম অনুযায়ী।

নমুনা সংগ্রহ:

Tpha রক্ত থেকে যেই টেস্ট করা হয় । সেটিতে স্যাম্পল হিসাবে রক্ত সংগ্রহ করা হয় পরে সেটি থেকে সিরাম দিয়ে পরীক্ষা করা হয়।
Sample রেড টিউব(red tube) এ সংগ্রহ করা হয় এবং পরে সেন্ট্রিফিউজ করে সিরাম (serum)আলাদা করা হয়।

প্রস্তুতি:

Tpha টেস্ট এর জন্য আলাদা কোন স্পেশাল প্রিপারেশন নাই। তাই এটি যেকোন সময় করা যেতে পারে।

রিপোর্ট ডেলিভারি সময়:

রিপোর্ট ডেলিভারি সময় নির্ভর করে যেই ডায়াগনস্টিক সেন্টার থেকে বা হাসপাতাল থেকে টেস্ট করছেন তাদের উপরে নির্ভর করে।
তবে সময় নির্ভর করে তারা কোন মেথড অনুযায়ী টেস্ট করছেন ।

TPHA এর জন্য ভালো মেথড হল মাইক্রোঅয়েল মেথড (Treponema pallidum particle agglutination assay )এটিতে নরমাল বা quantetive এবং qualititive দুটিই বের হয়ে আসে ফলাফল।
এছাড়াও অনেক ল্যাব এ ELISA মেথড এও করে থাকে।
ELISA তে আরও ভালো ফলাফল আসে ভ্যালু সহ।

তবে ছোট ল্যাব গুলিতে ICT ডিভাইস দিয়ে করে থাকে ।
সেই ক্ষেত্রে সময় কম লেগে থেকে ।
তবে ICT মেথড এ FALSE পজিটিভ বা ভুল ফলাফল আশার সম্ভবনা থেকে যায়।

তাই এই টেস্ট করবার জন্য ভালো ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করা উচিৎ।

Tpha টেস্ট এর জন্য সময় বেশি লেগে থাকে এবং এই টেস্ট আর্জেন্ট ও হয় না। তবে ict ডিভাইস দিয়ে করলে আর্জেন্ট দেয়া যায়।

  • নরমাল রিপোর্ট ডেলিভারি সময় : ৮-১০ ঘণ্টা।
  • মাঝে মধ্যে ১-২ দিন ও লেগে থেকে দুর্গম এলাকাতে।।

tpha টেস্ট এর ফলাফল :

Ict মেথড এ নেগেটিভ অথবা পজিটিভ রিপোর্ট আসে ।
নেগেটিভ হলে ‘ না ‘বোধক। পজিটিভ হলে উপস্থিত আছে।

Treponema pallidum particle agglutination assay
মেথড এ নেগেটিভ পজিটিভ এর সাথে titre দেয়া থাকে।

রিপোর্ট হিসাবে একটি ছবি দেয়া হল।

Treponema pallidum particle agglutination assay report

Elisa মেথড এ আমরা cut off rate সহ ফলাফল পাই।

এছাড়াও সিফিলিস রোগের লক্ষণ জেনে আসতে পারবেন পূর্বের এই পোস্ট থেকে।

উপসংহার:

আজকের পোস্ট এই পর্যন্তই।আমাদের পোস্ট ভালো লেগে থাকলে বা আপনার উপকার এ আসলে সামাজিক মাধ্যমে share করে অন্যদেরও উপকার করতে সাহায্য করুন।
পোস্টটি সময় নিয়ে পড়বার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের পরবর্তী পোস্ট এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ oviggobd তে লাইক দিয়া একটিভ থাকুন। সবাইকে ধন্যবাদ।

Leave a Comment