Sgpt test কি?
SGPT এর অর্থ হল Serum Glutamic Pyruvic Transaminase, যা একটি এনজাইম যা প্রাথমিকভাবে লিভার কোষে পাওয়া যায়। এটি অ্যালানাইন ট্রান্সমিনেজ (ALT) নামেও পরিচিত।
ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহল সেবন, নির্দিষ্ট ওষুধ বা অন্যান্য লিভারের রোগের মতো বিভিন্ন কারণে লিভারের কোষগুলি ক্ষতিগ্রস্ত বা স্ফীত হলে, SGPT রক্তে নির্গত হয় এবং রক্তে SGPT-এর মাত্রা বৃদ্ধি পায়।
অতএব, রক্তে লিভারের কার্যকারিতা মূল্যায়ন করতে এবং লিভারের রোগ নির্ণয় করতে SGPT এর LEVEL পরিমাপ করা একটি সাধারণ পরীক্ষা ।
High SGPT লেভেল লিভারের ক্ষতির কারণ ইঙ্গিত করতে পারে, তবে high লেভেল নির্দিষ্ট কারণ নির্ধারণের জন্য আরও পরীক্ষার করতে হবে ।
তবে এটা মনে রাখা জরুরি SGPT লিভারের রোগ নির্ণয়ের জন্য এটিই একমাত্র পরীক্ষা নয়, এবং অন্যান্য আরও লিভার ফাংশন পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ ফলাফল পাওয়া যায়।
Table of Contents
sgpt test কেন করা হয়?
হেপাটাইটিস, ক্যান্সার, সিরোসিস, অ্যালকোহলিক হেপাটাইটিস এবং অতিরিক্ত ওষুধ সেবনের মতো বিভিন্ন কারণে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে,লিভার ক্ষতির এই সব কারণ সনাক্ত করার জন্যে এই পরীক্ষা করা হয়।
একজন ডাক্তার যদি তার রোগীর লিভারের সমস্যা সন্দেহ করে এবং লিভারের অগ্রগতি এবং অবস্থা মূল্যায়ন করতে চায় তাহলে SGPT পরীক্ষার করার জন্য পরামর্শ দিতে পারে ।
SGPT পরীক্ষার মাধ্যমে, ডাক্তার লিভারে উপস্থিত একটি এনজাইম যেটি রক্তেও কত পরিমাণে উপস্থিত রয়েছে তার লেভেল পরীক্ষা করতে পারেন ।
রক্তে এই এনজাইমের মাত্রা পরিমাপ করে ডাক্তার লিভারের সমস্যা নির্ণয় করতে পারেন।
sgpt test price in bangladesh – sgpt test এর দাম কত?
sgpt test price in bangladesh : সরকারি ভাবে ৩২০ টাকা নির্ধারণ করা আছে sgpt টেস্ট এর দাম। সারা বাংলাদেশ এই sgpt test করতে পারবেন । তবে অঞ্চল ভেদে দাম এর তারতম্য লক্ষ করা যায় ।
popular diagnostic center Sgpt test price : 400 BDT
ibn sina sgpt test price : 400 BDT
Sgpt test করতে কি স্যাম্পল লাগে:
Sgpt টেস্ট করতে সিরাম লাগে। রক্ত জমাট বাঁধার পরে তার থেকে সেন্ট্রিফিউজ এর মাধ্যমে সিরাম আলাদা করা হয়।
আরও পরুন :
CBC test কি?CBC testএর দাম কত? CBC test কেন করা হয়? CBC test এর সকল কিছু একই পোস্টে।
TSH পরীক্ষা কেন ও কোথায় করবেন? নরমাল রেঞ্জ ও খরচ কত?
Sgpt নরমাল কত – sgpt test normal range:
For men: 10-40 units per liter (U/L)
For women: 7-35 U/L
sgpt কেন বাড়ে ?
sgpt লেভেল বেশি হবার অনেকগুলি কারণ রয়েছে, যার মধ্যে রয়েছঃ
১. ভাইরাল হেপাটাইটিস (যেমন হেপাটাইটিস বি বা সি)
২. অ্যালকোহল অপব্যবহার
৩. নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি)
৪. ওষুধ (যেমন অ্যাসিটামিনোফেন)
৫. অটোইমিউন লিভার ডিজিজ (যেমন অটোইমিউন হেপাটাইটিস)
৬. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত লিভারের রোগ (যেমন হিমোক্রোমাটোসিস বা উইলসন ডিজিজ)
যদি SGPT লেভেল বেড়ে যায় তার জন্য একজন ডাক্তার এর পরামর্শ নেয়া দরকার কারণ তারা অন্তর্নিহিত কারণ সনাক্ত করতে এবং উপযুক্ত চিকিত্সা প্রদান করতে সহায়তা করতে পারে।
আমাদের সাথে FACEBOOK এ যোগ হতে ঘুরে আসুন।
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।
আমার বাচ্চার বয়স ৯ বছর,বমি বমি ভাব হওয়ায় টেস্ট করাই তাতে ALT(SGPT) পাওয়া যায় 32.0 U/L নর্মাল রেঞ্জ 63U/L.
সমস্যা কি জানাবেন
এখানে তো alt নরমাল আছে।
ভাই আমার sgpt 93.4-bilirubin 3.1 আমি ঠিক ১০ থেকে ১২ দিন পর আবার টেস্ট করেছিলাম তখন sgpt 73.3 -1.90 এটা কি ভাল লক্ষণ নাকি খারাপ লক্ষণ
হ্যা আপনার টেস্ট এর ফলাফল নরমাল এর দিকে যাচ্ছে।
সার আমার SGPT 208 এখন কি সমস্যা
আপনি ডাক্তার এর পরামর্শ নিন। আপনার sgpt বেশি আছে
আমার SGPT হচ্ছে :৬৭।বয়স ৩৯ বছর। ঠিক আছে কিনা বলেন? কি ওষুধ খাব একটু বলেন?
নরমাল থেকে বেশি আছে তবে চিন্তার কোন কারণ নেই, আর ওষুধ এর পরমার্শ একমাত্র ডাক্তার থেকে নেয়া উচিৎ। আপাতত শাক সবজি খান বেশি করে ঠিক হয়ে যাবে।
Sgpt 947u/l
অনেক বেশি নরমাল থেকে
Vai amr age 26 ..ami goto 19 tarik a sgpt test koriyeci alt sgpt asce 121ul..abr 21 tarik sgpt teat koreyece automatic asce 16ul…sgpt komanor kono osud khai nai…kmne komlo vai…kivhabe somvhob..jodi aktu bolten?
২ দিনে এমন কমার কথা না ওষুধ না খেলে আপনি ভালো diagnostic সেন্টার টেস্ট রিপিট করতে পারেন।
প্রথমে আমার সালাম নিবেন। আমার Report SGPT (ALT) 117.4 এখন আমার কি করা উচিত।
আপনার sgpt এর ফলাফল নরমাল থেকে বেশি আছে তবে এটি বিভিন্ন কারণে বাড়তে পারে। এটি নিয়ে চিন্তার কারণ নেই। মাঝে মধ্যে বেশি হয় আবার ঠিক হয়ে যায়। আপনি যদি ডাক্তার দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তার হয়তো আপনার লক্ষণ বা অন্যান্য কারণগুলি বিবেচনা করে ঔষধ দিতে পারেন। আশা করছি সব ঠিক হয় যাবে।
প্রথমে আমার সালাম নিবেন। আমার Report SGPT (ALT) 216 এখন আমার কি করা উচিত।
সালাম নিবেন
আমার ছেলের বয়স ৫ বছর। তার sgpt and sgot test report 42 &41
এবাপারে কিছু জানালে চিকিৎচা করতে সুবিধা হবে
ধন্যবাদ মন্তব্য করবার জন্য। এখানে যেই রিপোর্ট ফলাফল দিয়েছেন তার নরমাল রেঞ্জ কত দেয়া আছে রিপোর্ট এ। আমাদের যেই নরমাল রেঞ্জ আছে সেই ইউনিট অনুযায়ী এটি নরমাল রিপোর্ট। এটা নিয়ে চিন্তার কোন কারণ নাই।
প্রথমে আমার সালাম নিবেন। আমার বয়স ২৮ বছর। আমার Report SGPT (ALT) 216 এখন আমার কি করা উচিত।
আপনার কি এর আগে কোন টেস্ট করিয়েছেন।নরমাল লেভেল থেকে বেশি আছে ।ডাক্তার কোন মেডিসিন দিয়েছি কি?
Sgpt Report 1.81 After One Month Date 2.8.23 Report 81 akon ki korbo Dr dakabo na kabar control korbo
আপনার আগের রিপোর্ট এত কম হবার কথা নয়। আপনি একটু ভালো করে দেখুন ১.৮১ ছিল কিনা আগের ।
ভাইয়া আমার বয়স ২৪ বছর. আজকে আমার SGPT রিপোর্ট ২২ U/L আসছে..
এটা কি আমার জন্য নরমাল?
For Female
হ্যাঁ আপনার নরমাল আছে
আমার বয়স-৫৭ বৎসর, আমার ৪৫ দিন আগে sgpt ছিল- ৫৩… খাওয়া দাওয়া কন্ট্রোল করাতে ও নিয়মিত ৪০/৫০ মিনিট হাঁটার পর এখন sgpt-22..কিন্তু bilirubin-.60mg/dl…
Sgpt নরমাল হয়ে গেছে । বিলিরুবিন যদি ০.৬০ হয় তাহলে সেটিও নরমাল এর মধ্যেই পরে।
আমার ছোট ভাই এর এখন Sgpt 90 আছে, এটা কি নরমাল নাকি হাই,
Normal থেকে বেশি আছে।
আসসালামু আলাইকুম স্যার আমার SGPT গত মাসে ৫১ ছিলো এই মাসে ৫৯ হয়ে গেছে এটা কি বেশি খারাফ, এবং এ ব্যাপারে করনীয় কি জানাবেন প্লিজ
ধন্যবাদ মন্তব্য করবার জন্য। অনেক সময় sgpt পরিবর্তন হয় তবে। এটি নরমাল এর থেকে একটু বেশি ।তবে চিন্তার কারণ নেই খাবার ঠিক থাকলে সাভাবিক হয়ে যাবে।
আসসালামু আলাইকুম স্যার আমার SGPT গত মাসে ৫১ ছিলো এই মাসে ৫৯ হয়ে গেছে এটা কি বেশি খারাফ, এবং এ ব্যাপারে করনীয় কি জানাবেন প্লিজ
আসসালামু আলাইকুম স্যার।
স্যার আমার 07.09.2023 তারিখে S.SGPT টেষ্ট করে দেখি 105 এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক এখন আমার করনিয় কি প্লিজ জানাবেন
নরমাল থেকে বেশি আছে ।কোন হেপাটোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন
আমার ছেলের বয়স ১২ বছর তার sgpt.৪৯এটা কি মারাত্মক কিছু নি? কিভাবে এটা কমানো যায়?
নরমাল থেকে সামান্য বেশি ।চিন্তার কারন নেই ,খাবার এর প্রতি যত্ন নিন ঠিক হয়ে যাবে।
আমার বয়স ৩৩ sgpt ৫১, পুরুষ
নরমাল থেকে একটু বেশি কিন্তু তেমন সমস্যার কিছু নাই
আমার বয়স ১৭। আমার sgpt 750। আমার কি করা প্রয়োজন।আর sgpt এতো বাড়ার কারন কি??
এটাকে কি লিভারের সমস্যা বলা হয়???
sgpt নরমাল হতে কত সময় লাগতে পারে???
আমার বয়স ১৭। আমার sgpt 750। আমার কি করা প্রয়োজন।আর sgpt এতো বাড়ার কারন কি??
এটাকে কি লিভারের সমস্যা বলা হয়???
sgpt নরমাল হতে কত সময় লাগতে পারে???
অনেকেরই বেশি হয় । আবার ঠিক হয়ে যায়। আপনি ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন ।
আমার একজন রোগীর sgpt 1915, বয়স ৫৫, মহিলা, ডেঙ্গু হইছিল,এখন লিভার এর চিকিৎসা চলে,আস্তে কমতে শুরু করছে, আমার রোগী এখন সারাদিন ঘুমায়,এখন কি করলে আমার রোগী স্বাভাবিক sgpt আসবে?
আমরা আসলে কোন ট্রিটমেন্ট বা ওষুধ সেবন এর পরামর্শ দেই না। কারন এই বিষয়গুলি খুবই জটিল রোগীর হিস্টোরি নেয়া,তার কি কি ওষুধ চলছে সেগুলি পর্যালোচনা করা আরও অনেক কিছু বিষয় থাকে। এর জন্য ভালো ডাক্তার দেখান । আশা করছি ভাল হয়ে যাবে।
আমার এসজিপিটি প্রথমে ৬৩ হয়। পটে ঔষধ খেয়ে ৩৬ আসে।ঔষধ বাদ দিলে ২ মাস পরে পেট ব্যাথা শুরু হয়।তখন পরীক্ষা করলে এর মাএা ১০৬ হয়।আমি আবার পুর্বের ঔষধ শুরু করেছি। আমি কি খাবো না আবার ডাক্তারের কাছে জাবো
আপনি ডাক্তার এর কাছে আবার বিষয়টি জানান। আর ওষুধ কত দিন খেতে হবে সেটিও জেনে নিন।
আমার ছেলের বয়স ৯ বছর ওর ৩১৪৯ U/L S.ALT (SGPT) আছে এবং S.Bilirubin ৪.১০ আছে
এইগুলো কি অনেক বেশি
বেশি আছি,ভালো ডাক্তার দেখান আশা করছি ভালো হয়ে যাবে।।