ra test কি এবং কেন করা হয় ? নরমাল কত,খরচ কত? ra test details in bangla.

কেন ডাক্তার ra test করতে দেয় এবং এই টেস্ট সম্পর্কে যে সকল বিষয় আপনার জানা দরকার । তার সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো।

ra test কি?

“serum RA test” একটি রক্ত পরীক্ষা যাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA) পরীক্ষা বা রিউমাটয়েড ফ্যাক্টর (RF) পরীক্ষাও বলা হয়।

রিউমাটয়েড আর্থ্রাইটিস হল একটি অটোইমিউন রোগ এটি সাধারণত জয়েন্ট এ আক্রমণ করে, যার ফলে প্রদাহ, ব্যথা এবং শক্ত হয়ে যায়।

ra test কেন করা হয়?

একজন ডাক্তার বিভিন্ন কারণে সিরাম RA পরীক্ষা দিতে পারেন:

ra test sample tube
ra test sample tube
  1. ডায়গনিস্টিক উদ্দেশ্য: সিরাম ra test হল একটি ডায়াগনস্টিক পরীক্ষা যা রিউমাটয়েড আর্থ্রাইটিস নির্ণয় করতে সাহায্য করে।
  2. রোগের অগ্রগতি পর্যবেক্ষণ করা: ইতিমধ্যেই রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীদের জন্য, সিরাম ra test রোগের অগ্রগতি যাচাই করতে এবং সময়ের সাথে সাথে এর অগ্রগতি সম্পর্কে জানতে এই টেস্ট ব্যবহার করা যেতে পারে। রিউমাটয়েড ফ্যাক্টর অবস্থার পরিবর্তন সম্পর্কে ফলাফল প্রদান করতে পারে এবং ডাক্তারকে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিতে সহায়তা করতে পারে।
  3. আর্থ্রাইটিসের প্রকারভেদ বা পার্থক্য করা: সিরাম আরএ পরীক্ষা অন্য ধরনের আর্থ্রাইটিস থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিসকে আলাদা করতে করা হয়। যদিও রিউমাটয়েড ফ্যাক্টর রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের জন্য নির্দিষ্ট নয় এবং অন্যান্য সমস্যার ক্ষেত্রেও পাওয়া যেতে পারে।রিউমাটয়েড আর্থ্রাইটিস নির্ণয় এ একটি পজিটিভ ফলাফল সাহায্য করতে পারে এবং এটিকে অন্য ধরনের আর্থ্রাইটিস থেকে আলাদা করতে সাহায্য করে।
  4. গবেষণার উদ্দেশ্যে: একজন ডাক্তার গবেষণা বা ক্লিনিকাল ট্রায়ালের অংশ হিসাবে ডেটা সংগ্রহ করতে এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে জানার জন্য সিরাম RA পরীক্ষার করতে দিতে পারেন।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ রাখতে হবে যে, ডাক্তার একটি ra test দেবার সিদ্ধান্তটি একজন ব্যক্তির বা রোগীর নির্দিষ্ট লক্ষণ এবং রোগীর ক্লিনিকাল অবস্হা এর উপর নির্ভর করে। আরো তথ্য পেতে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

আরএ টেস্ট খরচ কত – ra test price in bangladesh:

ra test এর দাম অঞ্চল ভেদে কম বেশি হয়ে থাকে। তবে আমরা শহর অঞ্চল এর দাম দিচ্ছি যাতে আপনারা এই টেস্ট এর দাম সম্পর্কে ধারণা পান। সময় এর সাথে সাথে দাম কম বেশি হয়ে থাকে।

আরও পড়ুনঃ anti ccp test কি এবং কেন করা হয়? নরমাল কত, খরচ কত? || anti ccp test details in bangla.

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের R. A. Test (Titre) এর দাম ৮০০ টাকা। ২০২৩ আপডেট price।

ra test এর প্রস্তুতি :

এই টেস্ট এর তেমন কোন নির্দিষ্ট প্রস্তুতি নাই। তবে রক্ত দেবার জন্য ঢিলেঢালা পোশাক এবং শরীর কে শান্ত রাখতে হবে। ডাক্তার যদি স্পেশ্যাল কোন প্রস্তুতি দেয় তাহলে সেটা সেইভাবে মেনে চলতে হবে।

ra test এর জন্য কি স্যাম্পল লাগবে?

ra test সাধারণত সিরাম (serum) দিয়ে করা হয়। এর ব্লাড কালেকশন রেড টিউব (red tube) এ করা হয়।

ra test এর রিপোর্ট ডেলিভারি সময়:

ra test ম্যানুয়াল অথবা মেশিনে করা হয়ে থাকে ।

এটা সেরোলজি টেস্ট ম্যানুয়াল করতে serum দিয়ে ল্যাটেক্স কে রটেটর দিয়ে ২ মিনিট ঘুড়িয়ে রেজাল্ট দেখা হয়।
নেগেটিভ ফলাফল একবার করলেই পাওয়া যায়। কিন্তু পজিটিভ আসলে সেটাকে নরমাল স্যালাইন দিয়ে ডাইলিউশন দিয়ে ফলাফল এর titre বের করা হয়।

তবে মেশিন এ টেস্ট টি করলে অটোমেটিক নির্দিষ্ট ফলাফল প্রদান করে।

তাই ra test এর

  • আর্জেন্ট রিপোর্ট ডেলিভারি সময় : ১-২ ঘণ্টা।
  • নরমাল ডেলভারি ৮-৯ ঘণ্টা অথবা ১-২ দিন।

গ্রামে একটু বেশি সময় লেগে থাকে ,কারণ তারা শহরের ল্যাব থেকে টেস্ট করে আনে। তবে এখন অনেক ল্যাব নিজেরাই এই টেস্ট করে থাকেন।

ra test নরমাল লেভেল :

ra test এর নরমাল কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে বলবো এখন।

ra test report

সাধারণত ra test প্রায় সব ল্যাব বা হসপিটাল এই একই নরমাল লেভেল অনুসরণ করে থাকে।

  • ra test নরমাল : < 10.00 IU/ml
  • এখানে ফলাফল যদি ১০ এর নিচে হয় তাহলে নেগেটিভ।
  • আর যদি ১০ এর উপরে হয় তাহলে পজিটিভ ফলাফল।
  • আবার অনেক সময় হালকা পজিটিভ বা ১০ এর থাকে উপরে কম ফলাফল হলেও সেটা কোন কোন ব্যাক্তির ক্ষেত্রে সাভাবিক অবস্থায় থাকতে পারে।

তবে এই ফলাফল যাই হোক না কেন নিজে থেকে কোন ট্রিটমেন্ট নিতে যাবেন না । শুধু ra test দাড়াই সম্পূর্ণ ফলাফল বুঝা যাবে না। এর সাথে আরও অন্য পরীক্ষাও থাকতে পারে, যেটা অবশ্যই একজন ভালো ডাক্তার এর পরামর্শ মত চিকিত্সা নিতে হবে।

আরও পরুনঃ ana test কি এবং কেন করা হয়? নরমাল কত, খরচ কত?

ra test বেড়ে গেলে কি হয়:

ra test দ্বারা পরিমাপ করার পরে, যখন রিউমাটয়েড ফ্যাক্টর (RF),শরীরে বৃদ্ধি পায়, তখন এটি বিভিন্ন সম্ভাবনা নির্দেশ করতে পারে:

  1. রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA): RA মাত্রায় উল্লেখযোগ্য বৃদ্ধি সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে যুক্ত। এটি একটি অটোইমিউন রোগ যা প্রাথমিকভাবে জয়েন্টগুলিকে আক্রমন করে।তবে একটি বিষয় মনে রাখাতে হবে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত সকল ব্যক্তির RF মাত্রা বৃদ্ধি পায় না ।
  2. অন্যান্য অটোইমিউন অবস্থা: RA মাত্রা বৃদ্ধি অন্যান্য অটোইমিউন রোগেও পাওয়া যায়, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস (SLE), Sjögren’s syndrome ।
  3. সংক্রমণ: নির্দিষ্ট সংক্রমণের সময় RF লেভেল ক্ষণস্থায়ীভাবে বৃদ্ধি পেতে পারে, যেমন হেপাটাইটিস সি-এর মতো ভাইরাল সংক্রমণ এবং যক্ষ্মা রোগের মতো দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া সংক্রমণ। সংক্রমণের পরে ভালো চিকিৎসা করলে পরে এই ra মাত্রা সাধারণত কম হয়ে যায়।
  4. স্বাভাবিক পরিবর্তন: অনেক সময় কিছু ব্যক্তির বা রোগীর কোনো অন্তর্নিহিত রোগ ছাড়াই কম ফলাফল RF পজিটিভ হতে পারে। এটিকে “সেরোপজিটিভ রিউমাটয়েড ফ্যাক্টর” বা “সেরোপসিটিভিটি” হিসাবে উল্লেখ করা হয় ।এই ব্যক্তিদের অগত্যা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনও রোগের সম্ভবনাও থাকে না অনেক সময়।

আজকের পোস্ট এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমদের পেজটি oviggobd ফলো করতে ভুলবেন না।
সবাইকে ধন্যবাদ।

Leave a Comment