prolactin test কেন করা হয়?Prolactin test কিভাবে করা হয় ? prolactin test খরচ কত?

আজকের আলোচ্য বিষয় হচ্ছে prolactin test। আমরা prolactin test কেন করা হয় বা ডাক্তার কেন prolactin test করতে দেয় । ল্যাব এ কিভাবে প্রোল্যাকটিন টেস্ট করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো।

prolactin test কি :

prolactin test, যা সিরাম প্রোল্যাকটিন পরীক্ষা নামেও পরিচিত, রক্তে প্রোল্যাকটিন হরমোনের মাত্রা নির্ণয় করতে করা হয়। প্রোল্যাক্টিন হল মস্তিষ্কের গোড়ায় অবস্থিত একটি ছোট পিটুইটারি গ্রন্থি দ্বারা উৎপাদিত হরমোন । এটি শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে প্রজনন এবং স্তন্যদানের ক্ষেত্রে।

prolactin test কেন করা হয় :

প্রোল্যাক্টিন পরীক্ষা সাধারণত prolactin লেভেল নির্ণয় করতে ব্যবহৃত হয়। এই পরীক্ষা করার জন্য কিছু সাধারণ কারণ অন্তর্ভুক্ত:

prolactin test sample tube
prolactin test sample tube

 

  1. ফার্টিলিটি সমস্যাগুলি সনাক্ত করা : prolactin লেভেল পুরুষ এবং মহিলা উভয়ের অবস্থা প্রভাবিত করতে পারে। Prolactin উচ্চ ফলাফল, হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া(hyperprolactinemia) নামক একটি অবস্থা, মহিলাদের ডিম্বস্ফোটনে বাঁধা সৃষ্টি করতে পারে বা পুরুষদের মধ্যে শুক্রাণু উৎপাদন কমিয়ে ফেলতে পারে।
  2. অনিয়মিত মাসিক নির্ণয় : উচ্চ প্রোল্যাক্টিন মাত্রার কারণে মহিলাদের মধ্যে অনিয়মিত মাসিক হতে পারে। এই পরীক্ষা হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া(hyperprolactinemia) মূল কারণ কিনা তা নির্ধারণ করতে সাহায্য করে।
  3. পিটুইটারি ডিজ-অর্ডার নির্ণয় : অত্যধিক প্রোল্যাক্টিন উৎপাদনের কারণে পিটুইটারি গ্রন্থির প্রোল্যাকটিন-নিঃসরণকারী টিউমার হতে পরে, যা প্রোল্যাক্টিনোমাস(prolactinomas) নামে পরিচিত। পরীক্ষাটি এই টিউমারগুলি নির্ণয় এবং পর্যবেক্ষণে এবং চিকিত্সার কার্যকারিতা যাচাই করতে সাহায্য করে।
  4. গ্যালাক্টোরিয়া নির্ণয় ( Assessing galactorrhea): গ্যালাক্টোরিয়া হল এমন একটি অবস্থা যেখানে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ান না এমন মেয়েদের মধ্যে বুকের দুধের অস্বাভাবিক বৃদ্ধি পরিলক্ষিত হয় ।এটি উচ্চ প্রোল্যাকটিন লেভেলের কারণে কিনা তা নির্ধারণ করতে সাহায্য করে।

prolactin test এর ধারণা পাওয়ার জন্যে শিক্ষামূলক এই পোস্ট করা।
এছাড়াও prolactin test এডভাইস করার অন্যান্য কারণ থাকতে পারে । তাই ডাক্তার আরও বিভিন্ন লক্ষণ ও উপসর্গ বিবেচনা করে এই টেস্ট দিতে পারে।

prolactin test price in bangladesh || প্রোল্যাকটিন টেস্ট এর দাম কত?

এটি একটি হরমোনাল টেস্ট । এই টেস্ট গুলির দাম মেশিন এবং রিয়েজেন্ট ভেদে কম বেশি হয়ে থাকে ।

আবার গ্রাম বা শহর ভেদে কম বেশি হতে পারে।
আমরা ধারণা পাবার জন্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট প্রাইস দিচ্ছি।

আরও পড়ুনঃ TSH পরীক্ষা কেন ও কোথায় করবেন? নরমাল রেঞ্জ ও খরচ কত?

পপুলার ডায়াগনস্টিক সেন্টারে prolactin test এর দাম 1200 টাকা ।
২০২৩ এর আপডেট দাম।

সরকারি হসপিটাল এর দাম ২৫০ টাকা ২০২০ এর লিস্ট অনুযায়ী।

prolactin test preparetion বা এর প্রস্তুতি:

prolactin test এর স্পেশাল প্রিপারেশন নাই । তবে ডাক্তার এর পরামর্শ অনুযায়ী যদি কোন স্পেশাল প্রিপারেশন থাকে সেটি অনুসরন করতে হবে। আর ব্লাড দেবার জন্যে অবশ্যই ঢিলেঢালা পোশাক পরতে হবে।

অতিরিক্ত দুশ্চিন্তা এরিয়া চলুন এবং শান্ত থাকার চেষ্টা করতে হবে।

prolactin test এর সতর্কতা:

স্তনবৃন্তের উদ্দীপনার কারণে prolactin লেভেল বাড়তে পারে, তাই পরীক্ষার কয়েক ঘণ্টা আগে যৌন কার্যকলাপ, বুকের দুধ খাওয়ানো বা ব্রেস্ট পাম্প স্তনকে উদ্দীপিত করতে পারে ।

এমন বিষয় গুলি এড়িয়ে চলতে হবে ।

আরও পড়ুনঃ anti ds dna test কি এবং কেন করা হয়? নরমাল কত, খরচ কত? || anti ds dna test details in bangla.

prolactin test স্যাম্পল কালেকশন:

prolactin test করতে রেড টিউব (red tube) লাগে । এবং স্যাম্পল হিসাবে সিরাম (serum) লাগে ।

prolactin test রিপোর্ট ডেলিভারি সময় :

prolactin test একটি হরমোনাল টেস্ট । আর হরমোনাল বা ইমুন্যলজিকাল টেস্ট গুলি সময় সাপেক্ষ হয়ে থাকে ।

prolactin test report

 

ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবহৃত মেশিন এর উপরে নির্ভর করে টেস্ট এর সময় কম বেশি হয়ে থাকে ।
আবার অনেক ল্যাব এই টেস্ট নিজেরা করে না ।

তাই vitros eciq, vitros 5600 , alinity, architect, cobas 601, backman coulter access 2, advia এই সকল মেশিন গুলোতে
এই টেস্ট করতে ৩৫ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লেগে থাকে ।
এছাড়াও ছোট ল্যাব গুলিতে ম্যানুয়াল পদ্ধতিতে করা হয়।

তাই ল্যাব যদি নিজেরা টেস্ট করে থাকে সেই ক্ষেত্রে

  • আর্জেন্ট রিপোর্ট ডেলিভারি সময় ৩-৪ ঘণ্টা।
  • নরমাল ডেলিভারি সময় ৭-৯ ঘণ্টা বা ১ দিন।

তবে ভালো ফলাফল এর জন্যে অবশ্যই সময় নিয়ে টেস্ট করা উচিৎ।

আজকের পোষ্ট টি এই পর্যন্তই এই টেস্ট এর পার্ট ২ এ আমরা prolactin test এর নরমাল রেঞ্জ ,বেড়ে গেলে কি হয় সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব।

প্রোল্যাকটিন হরমোন কেন বাড়ে? প্রোলাক্টিন হরমোন নরমাল রেঞ্জ কত?

আমদের পোস্ট এর আপডেট পেতে oviggobd ফেসবুক পেজ টি অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ।

২ thoughts on “prolactin test কেন করা হয়?Prolactin test কিভাবে করা হয় ? prolactin test খরচ কত?”

Leave a Comment