Procalcitonin Test কি এবং কেন করা হয়?নরমাল কত,খরচ কত, স্যাম্পল কালেকশন, প্রিপারেশন, ডেলিভারি সময় জেনে নিন। | Procalcitonin Test details in bangla.

আজকের আলোচ্য বিষয় Procalcitonin Test নিয়ে। এই টেস্ট কেন ডাক্তার এডভাইস করেন এবং কেন এই টেস্ট করা হয়। এই টেস্ট করতে কত টাকা খরচ হয়ে থাকে।কত হলে নরমাল ধরা হয়। স্যাম্পল কালেকশন করা হয় কোন টিউব এ ।টেস্ট করবার কত সময় পরে রিপোর্ট ডেলিভারি পেতে পারি। সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে।
তো চলুন আগে যেন নেই Procalcitonin Test কি?

Procalcitonin Test কি?

প্রোক্যালসিটোনিন (Procalcitonin বা PCT) পরীক্ষা হল একটি মেডিকেল ডায়াগনস্টিক পরীক্ষা যা রক্তে প্রোক্যালসিটোনিনের মাত্রা নির্ণয় করতে ব্যবহৃত হয়। প্রোক্যালসিটোনিন হল ক্যালসিটোনিন হরমোনের একটি প্রোটিন এবং শরীরের নির্দিষ্ট কোষ থেকে উৎপাদিত হয়, প্রাথমিকভাবে থাইরয়েড গ্রন্থি এবং ফুসফুস।

Procalcitonin Test কেন করা হয়?

এখানে কয়েকটি কারণ দেয়া হল যার কারণে একজন ডাক্তার প্রোক্যালসিটোনিন পরীক্ষার এডভাইস করতে পারেন:

Procalcitonin Test sample tube
Procalcitonin Test sample tube
  1. ব্যাকটেরিয়া সংক্রমণ: যদি কোন রোগীর ব্যাকটেরিয়া সংক্রমণের উপসর্গ দেখা দেয় , যেমন উচ্চ জ্বর, ঠান্ডা লাগা, দ্রুত শ্বাস নেওয়া এবং উচ্চমাত্রার শ্বেত রক্তকণিকা, তাহলে ডাক্তার ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করার জন্য Procalcitonin Test দিতে পারেন। পরীক্ষাটি ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণের মধ্যে পার্থক্য তৈরি করতে সাহায্য করতে পারে কারণ ভাইরাল সংক্রমণে প্রোকালসিটোনিনের(Procalcitonin) মাত্রা সাধারণত কম থাকে।
  2. সেপসিস (Sepsis)নির্ণয়: সেপসিসে প্রোক্যালসিটোনিনের ফলাফল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। Pct মাত্রা পরিমাপ সেপসিস নির্ণয় সাহায্য করতে পারে। ডাক্তারকে রোগের তীব্রতা নির্ণয় করতে এবং চিকিৎসার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে সাহায্য করতে পারে।
  3. অ্যান্টিবায়োটিক চিকিৎসা নির্দেশিকা: Procalcitonin পরীক্ষা অ্যান্টিবায়োটিক থেরাপি গাইড করতে ব্যবহার করা যেতে পারে। যেহেতু ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে প্রোক্যালসিটোনিনের মাত্রা বেড়ে যায়, তাই সময়ের সাথে সাথে পিসিটি মাত্রা পর্যবেক্ষণ করে অ্যান্টিবায়োটিক চিকিৎসার কার্যকারিতা নির্ধারণে সাহায্য করতে পারে। যদি PCT-এর ফলাফল কমে যায়, তাহলে এটি বোঝায় যে অ্যান্টিবায়োটিক ভালোভাবে কাজে দিচ্ছে। অন্যদিকে, ক্রমাগত অধিক PCT মাত্রা একটি চলমান ব্যাকটেরিয়া সংক্রমণের ইঙ্গিত দিতে পারে যার জন্য আরও চিকিৎসার প্রয়োজন।
  4. পোস্টোপারেটিভ ইনফেকশন(Postoperative infections): অস্ত্রোপচারের পর, প্রোক্যালসিটোনিনের মাত্রা নির্ণয় করা পোস্টঅপারেটিভ ইনফেকশন, বিশেষ করে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ সনাক্ত করতে সাহায্য করতে পারে। ক্রমবর্ধমান বা ক্রমাগতভাবে অধিক PCT ফলাফল সার্জিক্যাল সাইটে সংক্রমণ বা সিস্টেমিক সংক্রমণ নির্দেশ করতে পারে।

এখন আমরা Procalcitonin Test এর দাম সম্পর্কে জানবো।

Procalcitonin Test price in Bangladesh:

Procalcitonin Test এর দাম অঞ্চল ভেদে কিছু কম বেশি হতে পারে। শহর অঞ্চল এ এই টেস্ট বেশি হয়ে থাকে । তবে আমরা ধারণা পাবার জন্যে শহর অঞ্চল এর Procalcitonin Test এর দাম দিচ্ছি ।

আরও পড়ুনঃ d-dimer test কি এবং কেন করা হয় ?d-dimer test এর সকল কিছু জেনে নিন ।খরচ কত, স্যাম্পল কালেকশন, প্রিপারেশন, ডেলিভারি সময় কত?

আমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হেড অফিস এর pct test এর দাম দিচ্ছি।

Serum Procalcitonin এর দাম ২০০০ টাকা ২০২৩ এর দাম অনুযায়ী।

২০২০ এর সরকারি হসপিটাল এর দাম অনুযায়ী pct test এর ১৭৫০ টাকা।
ডায়াগনস্টিক ভেদে দাম এর কিছু কম বেশি হতে পারে ।সেই ক্ষেত্রে যাচাই করে নিতে হবে । তবে টেস্ট এর দাম এর থেকে খুব বেশি হবে না।

Procalcitonin Test প্রিপারেশন:

এই টেস্ট এর জন্য স্পেশাল কোন প্রিপারেশন নাই। তবে ডাক্তার যদি কোন প্রকার পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শ অনুযায়ী টেস্ট করতে হবে।

Procalcitonin Test স্যাম্পল সংগ্রহ:

এই টেস্ট করতে রেড টিউব (red tube) লাগবে । টেস্ট করবার জন্য স্যাম্পল হিসাবে সিরাম (serum) লাগবে।

Procalcitonin Test এর রিপোর্ট ডেলিভারি সময় :

এই টেস্ট সাধারণত বড় ল্যাব গুলোতে হয়ে থাকে । গ্রাম অঞ্চল এর হসপিটাল গুলিতে কম হয় থাকে। তবে এখন জেলা শহর এর ল্যাব গুলোতেও এই টেস্ট হয়ে থাকে।

Procalcitonin Test report


কারণ Gp getin মেসিন ছোট হওয়াতে এই টেস্ট এখন অনেক ল্যাব , নিজেরাই করে থাকে।
টেস্ট যদি ল্যাব নিজের মেশিন এই করে থাকে তাহলে এই টেস্ট এর স্ট্যান্ডার্ড রিপোর্ট ডেলিভারি সময় হওয়া উচিৎ।

  • আর্জেন্ট রিপোর্ট ডেলিভারি সময় ২-৩ ঘণ্টা।
  • নরমাল ডেলিভরি সময় ৮-১০ ঘণ্টা বা কোন ক্ষেত্রে ১ দিন।

তবে রিপোর্ট ডেলিভারি দেয়ার সময় সম্পূর্ণ নির্ভর করে ল্যাব বা হাসপাতালে এর নিয়ম অনুযায়ী।
তাই সেই ক্ষেত্রে ল্যাব ভেদে ডেলিভারি সময় কম বেশি হতে পারে।

Procalcitonin Test এর নরমাল লেভেল:

  • <0.05: Healthy Individual
  • >0.05 to <0.5: Systemic
    infection(Sepsis) is not likely.
    Local bacterial infection is
    possible.
  • >0.5 to 2: Moderate risk for
    progression to severe systemic
    infection(Severe sepsis).
  • >2 to <10: High risk for
    progression to severe systemic
    infection(Severe sepsis).
  • >10: High likelihood of severe
    Sepsis or septic shock.

রিপোর্টিং ইউনিট ng/mL.

রিপোর্ট এর নরমাল লেভেল দেখার সময় অবশ্যই রিপোর্টিং ইউনিট দেখে নিবেন। ল্যাব ভেদে রিপোর্ট এর নরমাল লেভেল অন্যরকম হতেও পরে।

আরও পড়ুনঃCRP test কি? CRP test কেন করা হয়? খরচ কত? CRP বেশি হলে কি হয়?

উপসংহার:

Procalcitonin Test এর ফলাফল যাই হোক না কেন। ভালো ডাক্তার এর চিকিৎসা নিন এবং ভালো ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করবেন । আমাদের পোষ্ট করবার মূল উদ্দেশ্য টেস্ট সম্পর্কিত ধারণা দেয়া।

আমাদের পোস্ট যদি আপনার উপকার এসে থাকে তাহলে আপনিও আমাদের পোস্ট শেয়ার করে অন্য দের উপকার করতে পারবেন।
আমাদের পরবর্তী পোষ্ট এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ oviggobd তে ফলো দিয়ে রাখুন। সময় নিয়ে পোস্ট পড়বার জন্য ধন্যবাদ।

Leave a Comment