ppbs blood test কি এবং কেন করা হয়? সতর্কতা,প্রস্তুতি ও খরচ কত? | PPBS Full form.

আজকের আলোচ্য বিষয়বলি ppbs blood test।

আজকে আমরা ppbs blood test সম্পর্কিত যেসকল বিষয় জানা দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করবো। যেমন ppbs blood test কি ,কেন করা হয়, খরচ কত। এছাড়াও এই টেস্ট করতে গেলে যে সকল বিষয় এ সতর্কতা অবলম্বন করতে হয়। সেই বিষয় নিয়ে আলোচনা করবো।

ppbs blood test কি | PPBS Full form.

পোস্টপ্র্যান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ (Postprandial Plasma Glucose) সংক্ষেপে PPBS টেস্ট, যা খাবারের পরে রোগীর রক্তে গ্লুকোজ এর মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত একটি মেডিক্যাল টেস্ট।

ppbs blood test  এ নির্দিষ্ট সময়ের ব্যবধানে রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করা হয়, সাধারণত খাবার বা গ্লুকোজ দ্রবণ গ্রহণের 2 ঘন্টা পরে। এটি খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ  করার জন্য আপনার শরীরের ক্ষমতা নির্ণয় করতে সাহায্য করে।

ppbs blood test কেন করা হয়?

ডাক্তার  ppbs blood test এডভাইস করবার জন্যে কিছু কারণ নিম্নে দেয়া হল :

ppbs blood test sample tube
ppbs blood test sample tube

 

  1. ডায়াবেটিস নির্ণয়: PPBS প্রায়ই ডায়াবেটিস রোগ নির্ণয়ের  অংশ হিসেবে করা হয়। যদি একজন ব্যক্তির খালিপেটে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক মাত্রার মধ্যে থাকে। কিন্তু তারপরও ডায়াবেটিসের সন্দেহ থাকে, তাহলে পিপিবিএস পরীক্ষা তাদের রক্তে শর্করার মাত্রা খাওয়ার পরে ভালভাবে নিয়ন্ত্রিত করছে কিনা তা যাচাই করতে সাহায্য করতে পারে।
  2. ডায়াবেটিস চিকিত্সা পর্যবেক্ষণ: ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য, তাদের শরীর কীভাবে ডায়াবেটিস চিকিত্সা এর  প্রতি সাড়া দিচ্ছে তার ফলাফল প্রদান করতে পারে এবং তাদের ডায়াবেটিস ব্যবস্থাপনা পরিকল্পনার কার্যকারিতা যাচাই করতে সাহায্য করতে পারে। এটি খাবারের পরে রক্তে শর্করার মাত্রা কতটা ভালভাবে নিয়ন্ত্রিত হয় তা নির্ণয় করতে এবং প্রয়োজনে ওষুধ বা জীবনধারার শারীরিক কার্যক্রম সামঞ্জস্য করতে সহায়তা করে।
  3. গর্ভকালীন ডায়াবেটিস: মহিলাদের অনেক সময় গর্ভকালীন অবস্থাতে ডায়াবেটিস হতে পারে, এটি একটি অস্থায়ী রূপ যা গর্ভাবস্থায় ঘটে। PPBS গর্ভবতী মহিলাদের রক্তে গ্লুকোজ মাত্রা নির্ণয় করতে এবং খাবারের পরে তাদের শরীরে গ্লুকোজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা মূল্যায়ন করতে সাহায্য করতে পারে।
  4. হাইপোগ্লাইসেমিয়া তদন্ত: যদি একজন ব্যক্তি খাওয়ার পরে রক্তে নিম্ন শর্করার (হাইপোগ্লাইসেমিয়া) অবস্থা অনুভব করেন। তাহলে  তাদের শরীর খাদ্যের প্রতি সাড়া দেয় কিনা  এবং রক্তে শর্করার নিয়ন্ত্রণে কোনো অস্বাভাবিকতা সনাক্ত করতে  পিপিবিএস পরীক্ষা করা যেতে পারে ।
  5. সামগ্রিক গ্লুকোজ নিয়ন্ত্রণ: PPBS টেস্ট খাওয়ার পরে একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তির রক্তে শর্করার মাত্রার একটি স্ন্যাপশট প্রদান করতে পারে। এই স্তরগুলি নির্ণয় করে, ডাক্তার রোগীর সামগ্রিক গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য সম্ভাব্য নিদর্শন বা অস্বাভাবিকতাগুলি সনাক্ত করতে পারেন এবং চিকিত্সার সামঞ্জস্যের জন্য উপযুক্ত ওষুধ প্রদান করতে পারেন।

সুতরাং ppbs অন্যান্য ডায়বেটিস নির্ণয় পরিক্ষার মতোই একটি পরীক্ষা। তবে একটি নির্দিষ্ট সময় এ সুনির্দিষ্ট মান নির্ণয় করার জন্যেই মূলত এই টেস্ট টি করা হয়ে থাকে।
এখন আমরা এই টেস্ট টির দাম সম্পর্কে জানবো।

আরও পড়ুনঃ rbs test কি এবং কেন করা হয়? rbs টেস্ট নরমাল কত ? rbs বেড়ে গেলে কি হয়?rbs test খরচ কত?

ppbs blood test price in Bangladesh :

এই টেস্ট টি বিভিন্ন জায়গায় অঞ্চল ভেদে দাম এর সামান্য কম বেশি হতে পারে তবে আমরা ধারণা পাবার জন্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দাম টি উল্লেখ করছি।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ppbs blood test এর দাম-

  • 1 hour postprandial Plasma glucose ২০০ টাকা
  • 1.5 hrs postprandial Plasma glucose ২০০ টাকা
  • 2 hrs postprandial Plasma glucose ২০০ টাকা
  • Corresponding Urine sugar with 2 hrs post  prandial plasma glucose ৫০ টাকা
  • Postprandial Plasma glucose ২০০ টাকা

২০২৩ সালের আপডেট দাম।

তবে অন্যান্য জায়গায় দাম এর সামান্য কম বেশি হতে পারে।

ppbs blood test এর প্রিপারেশন:

এই টেস্ট টি মূলত খাবার পরে করতে হয়।  তবে ডাক্তার রোগীকে নির্দিষ্ট সময় অনুসারে করতে বলবে সেই সময় অনুযায়ী টেস্ট টি করতে হবে । উপরে কিছু ppbs পরীক্ষার সময় দেখতে পেয়েছেন নিশ্চয়ই ১ ঘণ্টা ,দের ঘন্টা অথবা ২ ঘণ্টাও হতে পারে।
সকালে খাবার অথবা গ্লুকোজ খাবার পরে prescription অনুযায়ী নির্দিষ্ট সময় পরে রক্ত দিতে হবে।

ppbs blood test এর সতর্কতা:

এই টেস্ট করবার সময় অতিরিক্ত পরিশ্রম বা কাজ করা যাবে না । কারণ কাজ করলে গ্লুকোজ শরীরে ক্ষয় হবে তাই ফলাফল ভালো আসবে না।
আবার অনেকেই সময় না মেনে রক্ত দিতে চলে আসে ,কিন্তু নির্দিষ্ট সময় অনুসরণ না করলে টেস্ট এর ফলাফল ভালো আশে না ।

তাই সেই ক্ষেত্রে ডাক্তার এর পক্ষে সঠীক ঔষুধ প্রেসক্রাইব করা সম্ভব হয় না।
আর নাস্তা করবার পরে নির্দিষ্ট সময় (ডাক্তার বা প্রেসক্রিপশন অনুযায়ী)পর্যন্ত  খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
রক্ত অবশ্যই সুগার টিউব এ সংগ্রহ করতে হবে।

ppbs blood test এর sample কালেকশন:

ppbs blood test করতে সুগার টিউব লাগে ।

sugar or gray tube for ppbs sample collection

 


সোডিয়াম ফ্লোরাইড এবং পটাসিয়াম অক্সালেট সহ টিউবগুলিতে একটি গ্লুকোজ স্টেবিলাইজার থাকে, যেটি গ্লাইকলাইসিস প্রক্রিয়া কে অবরুদ্ধ করে।
তাই রক্ত সংগ্রহ করবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে।

আরও পড়ুনঃ ogtt test এর নরমাল কত ? প্রি -ডায়াবেটিকস এর লক্ষণ কি কি?

ppbs blood test এর রিপোর্ট ডেলিভারি সময়:

এই টেস্ট টি সম্পন্ন করতেই অনেক সময় লেগে যায় । কারণ ১ ঘণ্টা অথবা ২ ঘণ্টা পরে স্যাম্পল দিতে হয়। তবে রোগীর সব গুলি স্যাম্পল দেয়া সম্পূর্ণ হলে ল্যাব এ তার পরে থেকে ডেলিভারি সময় ধরা হয়।

বায়োকেমিক্যাল টেস্ট গুলি মেশিন এ বেশি সময় লাগে না তবে এর সাথে urine sugar পরীক্ষাও থাকে সেইখানে ম্যানুয়াল বেনেডিক টেস্ট করতে কিছু সময় লেগে যায়।

হসপিটাল বা ল্যাব এ রোগীর চাপ কম থাকলে আর্জেন্ট এই টেস্ট টি স্যাম্পল সম্পূর্ণ করবার পরে ২-৩ ঘণ্টার মধ্যে দেয়া সম্ভব।

তবে নরমাল রিপোর্ট ডেলিভারি সময় ৭-৮ ঘণ্টা বা কোন ক্ষেত্রে ১-২ দিন।

ppbs blood test normal range :

ল্যাব বা হসপিটাল এর নরমাল রেঞ্জ এর ইউনিট এর উপরে নির্ভর করে সামান্য কম বেশি হতে পারে।
তবে আমরা একটি স্ট্যান্ডার্ড রেঞ্জ এখানে দিচ্ছি যা international ভাবে গ্রহণযোগ্য।

ppbs blood test report

 

ppbs normal in-

Report unit : mmol/ L

 

২ ঘন্টা পর পর পিপি করতে হয় কেন

ppbs blood test  এ নির্দিষ্ট সময়ের ব্যবধানে রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করা হয়, সাধারণত খাবার বা গ্লুকোজ দ্রবণ গ্রহণের 2 ঘন্টা পরে।

প্লাজমা গ্লুকোজ টেস্ট কি

সুগার টিউব এ রক্ত কালেকশন করবার ৩০ মিনিট পরে সেন্ট্রিফিউজ করলে সেটি থেকে প্লাজমা বের হয় । এই প্লাজমা দিয়ে যেঁই গ্লুকোজ টেস্ট করা হয় তাকে প্লাজমা গ্লুকোজ টেস্ট বলে।

উপসংহার :

শরীরের বিভিন্ন সময় বিভিন্ন লক্ষণ এর উপরে নির্ভর করে রক্তে ব্লাড সুগার কম বেশি হয়ে থাকে। তাই ফলাফল যাই হক না কেন অবশ্যই ডাক্তার এর পরামর্শ নিন। অনেক সময় গর্ভাবস্থায় সুগার লেভেল বেড়ে যেতে পারে। রক্তে সুগার বেড়ে যাবার আরও অনেক কারণ থাকতে পারে তবে যাই হোক না কেন নিয়মিত খাদ্যাভ্যাস মেনে চলা বা ব্যায়াম করলে ডায়াবেটিকস কন্ট্রোল করা যায়।

আজকের পোস্ট টি এই পর্যন্তই । যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ।
আর আমদের পোস্টগুলি উপকারী মনে হলে শেয়ার করতে ভুলবেন না।

পরবর্তী পোস্ট এর আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ oviggobd তে ফলো করতে পারেন । ধর্য্য নিয়ে পোস্ট টি পড়বার জন্যে ধন্যবাদ।

Leave a Comment