ogtt test এর নরমাল কত ? প্রি -ডায়াবেটিকস এর লক্ষণ কি কি?

ogtt test সম্পর্কে আমরা এর আগে পোস্ট করেছিলাম । ogtt test কেন করা হয় সেই বিষয় এ আলোচনা করেছি, আজকে আমরা ogtt test এর নরমাল লেভেল এবং প্রি -ডায়াবেটিকস এর লক্ষণ নিয়ে আলোচনা করবো।

ogtt test এর নরমাল লেভেল:

ogtt test এর রিপোর্ট এ ৩ টি স্যাম্পল থাকে । এই ৩ টি স্যাম্পল এর মধ্যে fasting blood glucose এর নরমাল ভ্যালু থাকবে । সাধারণত fasting এ ব্লাড গ্লুকোজ লেভেল শরীরে কম থাকে ।তার পরে যখন গ্লুকোজ খাওয়ানো হয় তার পরে ১ ঘন্টার স্যাম্পল টিতে গ্লুকোজ লেভেল বেড়ে যায়।

ogtt test report
ogtt test report

 

আবার ২ ঘন্টার স্যাম্পল এ ব্লাড গ্লুকোজ হালকা কমে আসে। ডাক্তার মূলত শরীরে গ্লুকোজ এর  এই পার্থক্য টি দেখতে এই টেস্ট দিয়ে থাকে। আজকে আমার ogtt এর fasting blood glucose  Sample এরই স্ট্যান্ডার্ড নরমাল ভ্যালু দিব। তবে রিপোর্ট এর ইউনিট অনুযায়ী রিপোর্ট এর নরমাল ভ্যালু কম বেশি হয়ে থাকে ।

ogtt test normal value:

  • ogtt 1st sample বা fasting sample: 3.33-6.11 mmol

ogtt test report unit: mmol/L

অনেক ল্যাব বা হসপিটাল এ mg/dl এও নরমাল ভ্যালু দিয়ে থাকে সেক্ষেত্রে সেটি অন্য রকম হবে। সেই ফলাফল এ ১৮ দিয়ে ভাগ দিলে mmol এর ফলাফল পাওয়া যাবে।

rbs test কি এবং কেন করা হয়? rbs টেস্ট নরমাল কত ? rbs বেড়ে গেলে কি হয়?rbs test খরচ কত?

এখন আমরা প্রি -ডায়াবেটিকস এর কিছু লক্ষণ নিয়ে আলোচনা করবো।

প্রি -ডায়াবেটিকস এর লক্ষণ কি কি?

এখানে প্রি-ডায়াবেটিসের কিছু সাধারণ লক্ষণ ও উপসর্গ দেয়া হল:

ogtt test sample tube

 

  1. তৃষ্ণা বৃদ্ধি: রোগীর অতিরিক্ত তৃষ্ণা অনুভব করতে পারে এবং যার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি তরল পান করতে ইচ্ছে হয়।
  2. ঘন ঘন প্রস্রাব: আপনি ঘন ঘন প্রস্রাবের চাপ বৃদ্ধি লক্ষ্য করতে পারেন, বিশেষ করে রাতে।
  3. ক্লান্তি: পর্যাপ্ত বিশ্রাম নেয়ার পরেও ক্লান্তি বা অবসাদ বোধ হতে পারে যা  প্রি-ডায়াবেটিসের একটি সাধারণ লক্ষণ।
  4. ক্ষুধা বেড়ে যাওয়া: খাবার খাওয়ার পরপরই আপনার  নিজেকে আরও ক্ষুধার্ত মনে হতে পারে।
  5. অব্যক্ত ওজন হ্রাস বা বৃদ্ধি: প্রি-ডায়াবেটিসে আক্রান্ত কিছু ব্যক্তি হুট করেই ওজন হ্রাস বা বৃদ্ধি অনুভব করতে পারে।
  6. ক্ষতের ধীর শুকনো: কাটা, ক্ষত বা ঘা স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে ঠিক হতে ।
  7. ঝাপসা দৃষ্টি: প্রি-ডায়াবেটিসের কারণে দৃষ্টিশক্তির সাময়িক পরিবর্তন হয়ে থাকে, যার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে।
  8. কাঁপুনি বা অসাড়তা: আপনি হাত বা পায়ে শিহরণ বা অসাড়তা অনুভব করে থাকবেন, যেটি পেরিফেরাল নিউরোপ্যাথি নামেও পরিচিত।
  9. সংক্রমণ: প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন রোগ এর সংক্রমণের হার বেশি  হতে পারে, যেমন মূত্রনালীর সংক্রমণ বা ত্বকের সংক্রমণ।

প্রি ডায়বেটিস এর মত রোগ যেন না ধরতে পারে তার জন্যে নিয়মিত ডায়েট অনুসরণ করা , ব্যায়াম করা,অতিরিক্ত টেনশন না করা ,রাত বেশি না জাগা, এই বিষয় গুলি অবশ্যই লক্ষ রাখতে হবে।

উপসংহার:

ogtt টেস্ট এর ফলাফল যাই আসুক না কেন ,ভালো ডাক্তার এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। অতিরিক্ত টেনশন এর কারণে সুগার লেভেল বেড়ে যায় তাই শান্ত থাকুন। আর টেস্ট করবার সময় অবশ্যই রক্ত দেবার সময় এর প্রতি গুরুত্ব দিবেন ,যেন ফলাফল খারাপ না আসে।

আজকের পোস্ট এই পর্যন্তই ,আগের পোস্ট টি দেখে আসতে পারেন । যেখানে ogtt টেস্ট কেন করা হয় ,কোন বিষয় এ সতর্কতা অবলম্বন করতে হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।

ogtt test কেন করা হয়? ogtt test করার উপযুক্ত সময় কোনটি? রিপোর্ট ডেলিভারি সময় ও খরচ কত?

আমাদের পোস্ট ভালো লাগল এবং পরবর্তী পোস্ট এর আপডেট পেতে অবশ্যই আমাদের পেজ oviggobd তে ফলো করতে পারেন । ধন্যবাদ সময় নিয়ে পোস্ট পড়বার জন্যে।

২ thoughts on “ogtt test এর নরমাল কত ? প্রি -ডায়াবেটিকস এর লক্ষণ কি কি?”

Leave a Comment