ns1 dengue test কেন এবং কখন করা উচিৎ ?ডেঙ্গু টেস্ট কি কি,ডেঙ্গু টেস্ট কখন করতে হয়,খরচ কত? – ns1 dengue test details in bangla.

আজকে আমরা ns1 dengue test এর বিষয় নিয়ে আলোচনা করবো । ডেঙ্গু জ্বরের কোন সময় এই টেস্ট করা উচিৎ। রিপোর্ট বুঝার নিয়ম এবং কি কি পদক্ষেপ নেয়া উচিৎ সবকিছু এক পোস্টে। এছাড়াও পোষ্টের শেষে ডেঙ্গু থেকে অতিদ্রুত সুস্থ হবার আমার নিজের বাস্তব ঘটনা শেয়ার করবো।

ডেঙ্গু টেস্ট কি কি :

একজন রোগীর ডেঙ্গু লক্ষণ দেখা দিলে কি কি টেস্ট দিতে পারে ডাক্তার সেটি নিম্নে দেয়া হল-

ডেঙ্গু টেস্ট কখন করতে হয়:

লক্ষণ অনুযায়ী কখন কোন টেস্ট করতে হয় সেটি নিম্নে দেয়া হল-

  • ns1 dengue test – ডেঙ্গু জ্বর আসার লক্ষণ অনুযায়ী ১ থেকে ৭ দিনের মধ্যে ডেঙ্গু এর সংক্রমণ সনাক্ত করতে পরে । কিন্তু এর পড়ে এই টেস্ট আর কার্যকরী হয় না।
  • ICT for Dengue Antibodies (IgG & IgM) -ডেঙ্গু জ্বর আসার ৪-৫ দিন পরে থেকে ICT for Dengue Antibody IgM পজিটিভ হয়। আর রোগী যদি এর আগেও কখনো ডেঙ্গু তে আক্রান্ত হয়ে থাকে তাহলে ICT for Dengue Antibodies IgG & IgM দুটিই পজিটিভ হবে।
  • cbc,esr : ডেঙ্গু হলে এই টেস্ট ১ দিন পর পর ই করা উচিৎ কারণ প্লাটিলেট এর কম বেশি এবং wbc বা সেত-রক্তকণিকা কমতে দেখলেও ডেঙ্গু এর আভাস বুঝা যায়। রোগীর ডেঙ্গু থেকে উন্নতি হচ্ছে কিনা এই টেস্ট করে বুঝা যায় ।

ns1 dengue test কি?

NS1 antigen test (ননস্ট্রাকচারাল প্রোটিন 1) ডেঙ্গুর জন্য একটি পরীক্ষা, যেটা ডেঙ্গু জ্বর হবার প্রথম দিনই ডেঙ্গু সংক্রমণ সনাক্ত করতে সহায়তা করে। এডিস মশার কামড়ের ডেঙ্গু হয়ে থাকে।

NS1 antigen test ২০০৬ সালে প্রথম যোগ হয় চিকিৎসা বিজ্ঞান এ।

ns1 dengue test কেন করা হয়?

ডেঙ্গু জ্বর খুবই মারাত্মক জ্বর । এই জ্বর হলে রোগীর অবস্থা আশঙ্কাজনক হারে অবস্থার অবনতি হতে থাকে।

ns1 dengue test tube
ns1 dengue test tube

তাই ns1 dengue test সাধারণত ডেঙ্গু জ্বর আসার পরে ১ থেকে ৭ দিনের মধ্যে ডেঙ্গু এর সংক্রমণ সনাক্ত করতে পরে ।

যেটা নরমাল ict for dengue antibody টেস্ট এই ডেঙ্গু সংক্রমণ সনাক্ত করতে বেশি দিন সময় লেগে যায়।

আমরা গ্রামে সাধারণত জ্বর হলে সেটাকে সাভাবিক বলেই নিজে থেকেই ওষুধ খেতে শুরু করি।

কিন্তু যখন ডেঙ্গু এর উপদ্রব বেড়ে যায় তখন হালকা জ্বর আসলেই ns1 dengue test করলে অধিকাংশই ক্ষেত্রেই ডেঙ্গু জ্বর এর সংক্রমণ সনাক্ত করা যায়।

যার ফলে রোগীর সুস্থ হবার জন্যে অনেক আগে থেকেই সঠিক চিকিৎসা নেয়া যায়।

তবে জ্বর হবার ৭ দিন পরে ns1 dengue test করলে সেটাতে কোনো ফলাফল পাওয়া যায় না ।

তখন আমরা ict for dengue antibody IgG and IgM টেস্ট করে থাকি ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিনা তা জানার জন্য।

ns1 dengue test এর দাম কত – ns1 dengue test price in bangladesh:

ns1 dengue and ict for dengue antibodies test reagent box

এই টেস্ট সব ল্যাব নাও করতে পারে । তবে শহর অঞ্চলে প্রায় সব ডায়াগনস্টক সেন্টার এই করে থাকে। ডায়াগনস্টিক ভেদে দামের হালকা কম বেশি হতে পারে।
আমরা নিম্নে কিছু ডায়গনস্টিক সেন্টার এর ns1 dengue test এর দাম দিচ্ছি:

পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ ns1 dengue test এর দাম ৩০০ টাকা ২০২৩ সাল আপডেট দাম।

সরকারি ভাবে ns1 dengue test এর দাম ১০০ টাকা এবং প্রাইভেট হসপিটাল বা ডায়গনস্টিক সেন্টার সর্বোচ্চ ৩০০ টাকা তে টেস্ট করতে পারবে।

আরও পড়ুনঃ widal test কি এবং কেন করা হয়?- How much widal test price in bangladesh?widal test details in bangla.

ns1 dengue test করতে কি স্যাম্পল লাগে ?

ns1 dengue test করতে red tubeসিরাম (serum) লাগে।

ns1 dengue test প্রিপারেশন:

এই টেস্ট অবশ্যই জ্বর থাকা অবস্থা তে ২-৭ দিনের মধ্যে করলে ডেঙ্গু আক্রান্ত সনাক্ত করা যায়। কিন্তু বেশি দেরি হয়ে গেলে তখন আর ধরা পড়ে না তখন ict for dengue antibody IgG and IgM করা হয়।

ns1 dengue test রিপোর্ট ডেলিভারি :

রক্ত সংগ্রহ করার পরে এবং সেন্ট্রিফুঁজ করার পরে , আইসিটি ডিভাইস এ ns1 dengue test করতে ১৫ মিনিট এ প্রথম ফলাফল এবং ৩০ মিনিট পরে দ্বিতীয় বার ফলাফল দেখা হয়।

তাই আমরা স্ট্যান্ডার্ড আর্জেন্ট রিপোর্ট ১ থেকে ২ ঘন্টার মধ্যে পেতে পারি
নরমাল ডেলভারি ৬-৭ ঘণ্টা হতে পরে।

তবে ল্যাব এর কাজের উপরে নির্ভর করে ডেলিভারি এর সময় কম বেশি হতে পারে।

ns1 dengue test রিপোর্ট বুঝার নিয়ম:

ns1 dengue test আইসিটি ডিভাইস এ দুইটা ঘর থাকে ছবির মত।

ns1 dengue test device
  1. এর মধ্যে ড্রপের অথবা পিপেট দিয়ে সিরাম দেবার কিছুক্ষনের মধ্যেই কন্ট্রোল বা C এর ঘরে এ একটা দাগ আসবে।
  2. তার পরে সিরাম দেবার ১৫ মিনিট এর মধ্যে টেস্ট বা T এর ঘরে দাগ আসতেও পারে আবার নাও পারে ।
  3. তবে আমরা আবার ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবো ফাইনাল রেজাল্ট এর জন্য।
  4. এখনে টেস্ট বা T এর ঘরে যদি স্পষ্ট দাগ দেখা যায় তাহলে ns1 dengue test পজিটিভ ।
  5. আর যদি ৩০ মিনিট এর মধ্যে কোন দাগ দেখা না যায় তাহলে ns1 dengue test নেগেটিভ।

তবে জ্বর বেশি দিন হয়ে গেল ict for dengue antibody IgG and IgM টেস্ট করতে হবে। এটাতেও রিপোর্ট বুঝার নিয়ম একই থাকে। তবে টেস্ট ডিভাইস এর উপরে নির্ভর করে টেস্ট করার নিয়ম পরিবর্তন হতে পারে।

আরও পড়ুনঃ vdrl test কি?vdrl test কেন করা হয়? vdrl test পজিটিভ মানে কি?vdrl test price in bangladesh?

সতর্কতা:

তবে কন্ট্রোল বা C এর ঘর এ অবশ্যই একটা দাগ আসতে হবে । যদি C এর ঘর এ দাগ না আসে তবে বুঝতে হবে টেস্ট ডিভাইস invalid বা নষ্ট।

আমার ডেঙ্গু জ্বর থেকে দ্রুত প্রতিকার পাবার বাস্তব অভিজ্ঞতা:

আমি নীল পেশায় বিএসসি মেডিক্যাল টেকনোলজিস্ট।১০ বছর এই পেশায় কর্মরত আছি। আমি চট্টগ্রাম থেকে ঢাকা আশি ২০২২ এর অক্টোবর এ এবং আশার পরেই ডেঙ্গু তে আক্রান্ত হই।

আমার ডেঙ্গু জ্বর হবার লক্ষণ যেটা আমি উপলব্ধি করেছি:

আমরা সচারচর জ্বর এ আক্রান্ত হই। আমিও প্রথমে হালকা সর্দিজ্বর ভেবেই তেমন গুরত্ব দেইনাই।

তবে এই জ্বরটা সাধারণ জ্বর এর তুলনায় একটু আলাদা হয় এবং আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে এটা নরমাল জ্বর না।

  1. জ্বর হবার সাথেই সাথেই শরীর দুর্বল হতে শুরু করল কারণ অনুচক্রিকা (platelets) রক্তে দ্রুত হারে হ্রাস পেতে থাকে।
  2. ডিহাইড্রেশন (পানি সল্পতা)হচ্ছিল প্রচুর তাই স্যালাইন খাচ্ছিলাম অনেক।
  3. রাত্রে ঘুমাতে পারছিলাম না মধ্য রাত্রে গলা শুকায় যাচ্ছিল।
  4. খাবার হজম বা জিহ্বা তে সালাইভা গ্রন্থি কম হতে থাকায় খাবার ঠিক মত হজম হয় না পেট খারাপ হওয়া শুরু হল । তেমন খেতেও পারছিলাম না ।
  5. চোখে কেমন যেন কম দেখছিলাম মনে হচ্ছিল।

এই ৪ দিনের জ্বর এই আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল একবার সেন্সলেস ও হয়ে গেলাম।

তারপরে ns1 dengue test টেস্ট করলাম ।

ফলাফল পজিটিভ আসলো। cbc রিপোর্ট এ দেখলাম অনুচক্রিকা (platelets) প্রায় ১,৩৬,০০০ এর মত। যেখানে নরমাল ১,৫০,০০০-৪,৫০,০০০ পার/মাইক্রোলিটার। ভীষন ভয় পেলাম কারন অনেক শুনেছি ডেঙ্গু জ্বর এর কথা এবং প্রথম বার আমার হলো তাই।

আরও পড়ুনঃ CRP test কি? CRP test কেন করা হয়? খরচ কত? CRP বেশি হলে কি হয়?

ডেঙ্গু থেকে দ্রুত প্রতিকার পেলাম যেভাবে:

তারপরে আমি ডাক্তার দেখলাম এবং স্যার আমকে কিছু মেডিসিন দিল এবং কোর্স অনুযায়ী ৭ দিনের ওষুধ কিনে নিলাম আর কিছু ১৫ দিনের ছিল।

গ্রামের বাড়িতে রওনা দিলাম ভাত খেতে না পারায় প্রচুর ফলমূল খাওয়া শুরু করলাম।

তার পরে অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করে + সবার সাথে আলোচনা করে জানতে পারলাম যে পেঁপে খেলে অনুচক্রিকা (platelets) দ্রুত বাড়ে।
এই রোগের সব থেকে বেশি ফোকাস দিতে হবে কিভাবে অনুচক্রিকা (platelets) বাড়ানো যায় তাতে আপনি দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন।

তাই আরও জানলাম পেঁপে গাছের পাতা রস করে খেলে নাকি দ্রুত অনুচক্রিকা (platelets) বাড়ে এবং সব থেকে এটি শরীরে ভালো কাজ করে ।

তাই কোন কিছু না চিন্তা করে দিনে দুই – তিন বার করে খওয়া শুরু করলাম ।
জ্বর এর ৬-৭ দিনের দিন টেস্ট করলাম দেখলাম অনুচক্রিকা (platelets) ৭৬,০০০ এ নেমে এসেছে।

তারপরে আবার ২ দিন পরে টেস্ট করলাম দেখলাম  অনুচক্রিকা (platelets) ১,৩০,০০০ আসছে পরে বুঝতে পারলাম উন্নতি হচ্ছে শরীর এর তাই আর টেস্ট করলাম না এবং পেঁপে পাতার রস খেতে থাকলাম সাথে ওষুধ এর কোর্স সম্পূর্ণ করলাম।
তার পরে সুস্থ মনে হওয়াতে কাজে যোগ দিলাম ঢাকায় ।
টেস্ট করলাম আবার দেখলাম ২,৫০,০০০ হয়ে গেছে অনুচক্রিকা (platelets)।

এইছিল আমার বাস্তব অভিজ্ঞতা এবং দ্রুত প্রতিকার পাওয়ার ঘটনা।

টেস্ট সম্পর্কিত সকল বিষয় এ আপডেট পেতে oviggobd পেজ টি ফলো করতে পারেন।

২ thoughts on “ns1 dengue test কেন এবং কখন করা উচিৎ ?ডেঙ্গু টেস্ট কি কি,ডেঙ্গু টেস্ট কখন করতে হয়,খরচ কত? – ns1 dengue test details in bangla.”

  1. আমার প্লেটলেট এক লাখ চবি্বশ হাজার।ভাইয়া আমার এন এস 1 নেগেটিভ আসছে।অন‍্য সব ব্লাড রিপোর্ট ভালো আল্লাহর রহমতে।এখন কি করা যায়।ডাক্তার আমাকে হসপিটালে ভর্তি হতে বলেছিল।কিন্তু ছোট বাচ্চা রেখে সেটা সম্ভব না।

    Reply
    • আপনার জর কত দিনের?? অনেক সময় দেরি করে ns1 dengue টেস্ট করলে নেগেটিভ হয় কিন্তু আশঙ্কা থেকেই যায়,আপনার প্লাটিলেট নরমাল এর থেকে কম আছে ।আপনি যদি দুর্বল অনুভব করেন তাহলে আপনার প্লাটিলেট যেন বাড়ে সেই সকল খাবার ক্ষেতে হবে। এবং কিছু দিন পরে আবার টেস্ট করতে হবে।

      Reply

Leave a Comment