মুক্তপাঠ কি?
OviggoBD থেকে মুক্ত পাঠ সম্পর্কে,প্রোফাইল ১০০% ,কুইজ সম্পন্ন, সার্টিফিকেট উত্তলন সম্পূর্ণ প্রসেস জেনে নিন একই পোষ্ট থেকে।
Muktopaath gov bd Registration পদ্ধতি জানার আগে আমরা মুক্ত পাঠ সম্পর্কে জেনে নেই।
উত্তর ঃ মুক্ত পাঠ হচ্ছে অনলাইন ই-লার্নিং মুক্ত প্লাটফর্ম । যেখানে যে কেউ অনলাইন এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বাস্তব সম্মত কোর্স ফ্রি শিখতে পারবে ও কোর্স শেষ করে ফ্রি সার্টিফিকেট এবং বৃত্তি এর সুবিধা পাবে সরকারি ভাবে অনলাইন থেকে।
বাংলাদেশ এর শিক্ষা বাবস্থা কে আরেক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অনলাইন এর মাধ্যমে ভিডিও চিত্র ধারণ করে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে কোর্স ও সার্টিফিকেট প্রদান ।
website : https://muktopaath.gov.bd/
Table of Contents
মুক্ত পাঠ এ কি কি কোর্স আছে?
মুক্ত পাঠ এ এখন অব্দি ১১ টি বিভাগে কোর্স এর বাবস্থা রয়েছে।
বিভাগ গুলি নিম্নরূপ ঃ
- তথ্য প্রযুক্তি (১৩ টি)
- শিক্ষা (৪৮ টি)
- দক্ষতা উন্নয়ন (২৪ টি)
- স্বাস্থ্য (১৮ টি)
- ফ্রিল্যান্সিং (০ টি)
- আত্মকর্ম সংস্থান (১২ টি)
- বাক্তিগত উন্নয়ন (১৩ টি)
- প্রশিক্ষণ ( ৮ টি)
- সাংবাদিকতা (০ টি)
- বৈদেশিক কর্মসংস্থান (২ টি)
- সিভিক এডুকেশন (০ টি)
সর্বমোট ১৩৮ টি কোর্স আছে
মুক্ত পাঠ কে বা কারা করতে পারবে?
মুক্ত পাঠ সকল শ্রেণির মানুষ এর জন্য উন্মুক্ত করা আছে । আপনি মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে ইমেইল বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে বিভিন্ন কোর্স এ অংশগ্রহন করতে পারবেন ।
মুক্ত পাঠ এ কেন কোর্স করব?
মুক্ত পাঠ এ এই পোষ্ট লিখা অব্দি ২০৭১৪২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছেন । ভবিষ্যৎ এ আর নতুন কোর্স নিয়ে আশবে । এখানে থেকে কোর্স করে শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ, কর্মজীবী ব্যক্তিবর্গ, বিদেশগামী কর্মী, প্রবাসী কর্মী কিংবা গৃহিণী সবাই উপকৃত হতে পারবে। বর্তমান শিক্ষক দের এখানে বাদ্ধতামুলক রেজিস্টার করতে বলা হয়েছে এবং নির্দিষ্ট সময় এর মধ্যে তা সম্পন্ন করতে বলা হইয়াছে।
সরকারি, বেসরকারি, এবতেদাই মাদ্রাসার সকল শিক্ষক দের ই-লার্নিং মুক্ত প্লাটফর্ম এ যুক্ত হয়ে অনলাইন প্রশিক্ষণ টি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে।
মুক্ত পাঠ অনলাইন রেজিষ্ট্রেশন বা muktopaath gov bd register পদ্ধতিঃ
আমরা আজকে শিক্ষক দের মুক্ত পাঠ এ কিভাবে অনলাইন এর মাধ্যমে মোবাইল বা কম্পিউটার দিয়ে রেজিস্টার করব সেই বিষয় নিয়ে আলোচনা করব।
মুক্ত পাঠ এ অন্যদের রেজিস্ট্রেশান ও একই ভাবে করতে পারবেন। আমরা আজকে শিক্ষকদের টা দেখাব।
আমরা এখানে SST Tech BD ইউটিউব চ্যানেল এর সহযোগিতা নিয়ে পোস্টটি করছি আর ইউটিউব ভিডিও লিংক আপনারা পোষ্ট এর শেষে পেয়ে যাবেন ।
মুক্ত পাঠ রেজিস্টার করতে আপনার ব্রাউজার দিয়ে https://dpe.muktopaath.gov.bd ওয়েবসাইট এ প্রবেশ করুন। তার পরে রেজিস্টার বাটন এ ক্লিক করুন
এখানে আপনার নাম বাংলাতে দিবেন। (IPEMIS এ যেভাবে আছে সেভাবে বসাবেন)
পেশা দিবেন ।
পেষা তে শিক্ষক হলে শিক্ষক এ ক্লিক করতে হবে।
শিক্ষক তথ্য যাচাই নামে একটি পোপ আপ আসবে
শিক্ষার স্তর সাধারণ থেকে প্রাথমিক করে দিবেন । পিন নম্বর দিবেন ( IPEMIS এ প্রোফাইল এর বামে যে ১৩ সংখ্যার নম্বর আছে তা ইংলিশ এ দিতে হবে।) তার পরে জন্ম তারিখ দিবেন। তার পরে ভেরিফাই বাটন এ ক্লীক করবেন।
আপনার সামনে একটি মেসেজ আসবে অভিনন্দন আপনি পিন নম্বর ও জন্ম তারিখ ভেরিফাই সম্পন্ন করেছেন। আপনি আপনার নাম সঠিক আছে কিনা যাচাই করে নিবেন। তার পরে সামনে এগিয়ে যান এই বাটন এ ক্লীক করুন।
তার পরে জেন্ডার নির্বাচন করুন। পুরুষ অথবা নারী দিন ।
আপনার মোবাইল নাম্বার দিন (IPEMIS এ প্রফাইল অনুযায়ী)। তার পরে ৮ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন ।
আবার একই পাসওয়ার্ড দিবেন
প্রতিবন্ধকতা এর ধরণ যদি না থাকে তাহলে নাই দিন ।
তারপরে রেজিস্টার এ ক্লিক করুন
আপনার দেয়া মোবাইল অথবা ইমেইল এ ভেরিফাই কোড যাবে সেটা সাবমিট করুন।
মুক্ত পাঠ প্রফাইল ১০০% ঃ
তার পরে প্রোফাইল এ ক্লিক করুন মুক্ত পাঠ প্রোফাইল পিক সেট করুন।
তার পরে পিক সিলেক্ট করুন।
আপনার সুবিধা মতন পিক সেট করে শেভ করুন।
প্রোফাইল সম্পন্ন হল এরকম আসবে।
আমরা এবার ব্রাউজার টিকে ডেক্সটপ মোডে করে নিবো।
তার পর প্রফাইল থেকে পিতার নাম ,মাতার নাম,জন্ম তারিখ । এনআইডি নাম্বার দিবেন ও আপনার সম্পর্কে কিছু লিখবেন।
তাহলে প্রোফাইল ১০০% হবে ।
মুক্ত পাঠ কুইজ সম্পন্ন ঃ
এবার আপনি কোর্স করতে যেকোনো একটি কোর্স ক্লিক করবেন । আমরা শিক্ষা তে সিলেক্ট করলাম। প্রথমে টাই নিলাম।
একদম নিচে কুইজ শুরু করুন বাটন এ ক্লিক করুন।
পরবর্তী বাটন সিলেক্ট করে সামনে এগিয়ে যান।
কুইজ শুরু এর বাটন এ ক্লিক করুন
কুইজ এ ক্লিক করার পরে গ্রীন টিক আশবে এবং ভিডিও আশবে।
ভিডিও দেখা সম্পূর্ণ হিলে কুইজ আশবে যেকোনো একটি সঠিক উত্তর দিন। ভুল হলে আবার দিতে পারবেন।
আপনি চাইলে ভিডিওটি ডাউনলোড করে সেভ করতে পারবেন। তাতে করে ভাল করে দেখতে পারবেন।
এভাবে সব গুলি দেখে সম্পন্ন করতে হবে।
মুক্ত পাঠ সার্টিফিকেট সম্পন্ন করা ঃ
প্রোফাইল থেকে সার্টিফিকেট এ ক্লিক দিবেন।
এরকম আসবে তারপরে সার্টিফিকেট আবেদন করুণ এ ক্লিক করুণ। সার্টিফিকেট তৈরি করুণ এ ক্লিক করুণ। একটু দেরি করতে হবে।
সার্টিফিকেট ডাউনলোড করুণ এ ক্লিক করুণ। এবার ডাউনলোড হলে সেটি সেভ করে রখে দিবেন।।
সেটি পরে প্রিন্ট করে নিবেন।
আশা করছি সমস্ত কিছু আপনারা বুঝতে পেরেছেন । আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো সকল কিছু ক্লিয়ার করতে। আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন নিত্য নতুন পোষ্ট এর জন্য। ধন্যবাদ সবাইকে।
পোষ্ট বুঝতে কোন সমস্যা হলে ভিডিও টি আপনারা দেখতে পারেন।
ভিডিও
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।