motj gov bd job circular 2023 বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৬ মে ২০২৩
অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ২২-৫-২০২৩ ,সোমবার সকাল ১০ ঘটিকা
অনলাইন এ আবেদন এর শেষ তারিখ ২১/৬/২০২৩, বুধবার বিকাল ৪.০০ঘটিকা।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত পদসমূহের আবেদন করার নিয়ম বা যোগ্যতা নিয়ে আলোচনা করবো। আবেদন করার জন্য পোস্টটি ভাল করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
বস্তু ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩ তম ১৪ তম ১৬ তম ও ২০ তম গ্রেটভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে ৷
১. সাঁট – মুদ্রাক্ষরিক কাম -কম্পিউটার অপারেটর
১৩ তম গ্রেড ৷বেতন স্কেল ১১০০০- ২৬৫৯০ টাকা ৷ পদ সংখ্যা আছে ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা জানতে নিচের নিয়োগ বিজ্ঞপ্তি ছবি দেখুন-
২.ক্যাশিয়ার
১৪ তম গ্রেড ৷বেতন স্কেল ১০২০০ -২৪৬৮০ টাকা পদ সংখ্যা আছে ০১ টি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি ছবি দেখুন-
আরও পড়ুনঃ পোস্টম্যান জেনারাল ,মেইল ক্যারিয়ার, অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মী পদের মৌখিক পরীক্ষার তারিখ।
৩.অফিস সহকারী কাম -কম্পিউটার মুদ্রক্ষরিক
১৬ তম গ্রেড ৷বেতন স্কেল ৯৩০০ – ২২ ৪৯০ টাকা। পদ সংখ্যা আছে ২টি ৷
১, ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে
- ঢাকা বিভাগের মাদারীপুর , কিশোরগঞ্জ
- ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ,জামালপুর, ও নেত্রকোনা
- চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী লক্ষ্মীপুর ও নোয়াখালী
- রাজশাহী বিভাগের পাবনা,সিরাজগঞ্জ, নওগাঁ ও বগুড়া
- রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও পঞ্চগড়
- খুলনা বিভাগের যশোর ও কুষ্টিয়া
- বরিশাল বিভাগের পটুয়াখালী
- সিলেট বিভাগের মৌলভীবাজার
এর প্রার্থীগন আবেদন করতে পারবেন না ৷ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ৷
৪.অফিস সহায়ক
২০ তম গ্রেড৷বেতন স্কেল ৮২৫০-২০০১০ টাকা৷
পদ সংখ্যা ১২ টি I
- ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি, শরীয়তপুর ,কিশোরগঞ্জ ও টাঙ্গাইল
- ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ,নেত্রকোনা ও শেরপুর
- চট্টগ্রাম বিভাগের কুমিল্লার
- রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁ
- রংপুর বিভাগের রংপুর ,গাইবান্ধা, ও কুড়িগ্রাম
- খুলনা বিভাগের ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট ও কুষ্টিয়া
- বরিশাল বিভাগের বরিশাল ও ভোলা জেলার
পার্থীগন আবেদন করতে পারবেন না ৷তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ৷
আরোও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন –
আরও পড়ুনঃ স্নাতক পাশ ৩০ হাজার টাকা বেতন এর চাকরি,রূপালী বাংলা জুট মিলস্ লিমিটেড | নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে শর্তাবলি অবশ্যই অনুসরন করতে হবে তা জানতে নিচে দেখুন –
SMS এর মাধ্যমে যেভাবে আবেদন করতে হবে –
প্রথম SMS:
প্রথমে টাইপ করতে হবে MOTJ space দিয়ে User ID লিখে send করতে হবে 16222 নম্বরে ৷
Reply আসবে:
Applicant’s Name,TK-223/112 will be changed as application fee.Your PIN is 12345678.To pay fee Type MOJI space Yes space PIN and send to 16222 নম্বরে
দ্বিতীয় SMS:
প্রথমে টাইপ করতে হবে MOJI space Yes space PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে ৷
Reply আসবে:
Congratulations applicant’s name, payment completed successfully for MOTJ application for (post name) user ID is lA
( ABCDEF )and password (xxxxxxxx)
প্রবেশপত্র ডাউনলোডের পদ্ধতি
SMS এ প্রেরিত User ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নস্বর,পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের / কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংঘটিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিবেন ৷ প্রাথী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করাতে হবে ৷
নিয়োগ বিজ্ঞপ্তি এর অফিসিয়াল ওয়েবসাইট www.motj.gov.bd
আরও নতুন জব নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।