বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত পদসমূহের আবেদন করার নিয়ম || motj gov bd job circular 2023

motj gov bd job circular 2023 বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৬ মে ২০২৩

অনলাইনে  আবেদন  ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ২২-৫-২০২৩ ,সোমবার সকাল ১০ ঘটিকা

অনলাইন এ আবেদন  এর শেষ তারিখ ২১/৬/২০২৩, বুধবার বিকাল ৪.০০ঘটিকা।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত পদসমূহের আবেদন করার নিয়ম বা যোগ্যতা নিয়ে আলোচনা করবো। আবেদন করার জন্য পোস্টটি ভাল করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

motj gov bd job circular 2023
নিয়োগ বিজ্ঞপ্তি ১৬ মে ২০২৩ – বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের

বস্তু ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩ তম ১৪ তম ১৬ তম ও ২০ তম  গ্রেটভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে ৷

১. সাঁট – মুদ্রাক্ষরিক  কাম -কম্পিউটার অপারেটর

১৩ তম গ্রেড ৷বেতন স্কেল ১১০০০- ২৬৫৯০ টাকা ৷ পদ  সংখ্যা আছে ০১ টি ।

নিয়োগ বিজ্ঞপ্তি ১৬ মে ২০২৩ – বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের

শিক্ষাগত যোগ্যতা ও  অভিজ্ঞতা জানতে নিচের নিয়োগ বিজ্ঞপ্তি ছবি দেখুন-

২ পাতা
৩ পাতা
৪ পাতা

২.ক্যাশিয়ার

১৪ তম গ্রেড ৷বেতন স্কেল ১০২০০ -২৪৬৮০ টাকা পদ সংখ্যা আছে ০১ টি

বিস্তারিত জানতে  নিয়োগ বিজ্ঞপ্তি ছবি দেখুন-

আরও পড়ুনঃ পোস্টম্যান জেনারাল ,মেইল ক্যারিয়ার, অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মী পদের মৌখিক পরীক্ষার তারিখ।

৩.অফিস সহকারী কাম -কম্পিউটার মুদ্রক্ষরিক

১৬ তম গ্রেড ৷বেতন স্কেল ৯৩০০ – ২২ ৪৯০ টাকা। পদ সংখ্যা আছে ২টি ৷

১, ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে

  • ঢাকা বিভাগের মাদারীপুর , কিশোরগঞ্জ
  • ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ,জামালপুর, ও নেত্রকোনা
  • চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী  লক্ষ্মীপুর ও নোয়াখালী
  • রাজশাহী বিভাগের পাবনা,সিরাজগঞ্জ, নওগাঁ ও বগুড়া
  • রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও পঞ্চগড়
  • খুলনা বিভাগের যশোর ও কুষ্টিয়া
  • বরিশাল বিভাগের পটুয়াখালী
  • সিলেট বিভাগের মৌলভীবাজার

এর প্রার্থীগন আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ৷

৪.অফিস সহায়ক

২০ তম গ্রেড৷বেতন স্কেল ৮২৫০-২০০১০ টাকা৷
পদ সংখ্যা ১২ টি I

  • ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি, শরীয়তপুর ,কিশোরগঞ্জ ও টাঙ্গাইল
  • ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ,নেত্রকোনা ও শেরপুর
  • চট্টগ্রাম বিভাগের কুমিল্লার
  • রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁ
  • রংপুর বিভাগের রংপুর ,গাইবান্ধা, ও কুড়িগ্রাম
  • খুলনা বিভাগের ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট ও কুষ্টিয়া
  • বরিশাল বিভাগের বরিশাল ও ভোলা জেলার

পার্থীগন আবেদন করতে পারবেন না ৷তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগনের  ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ৷

আরোও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন –

আরও পড়ুনঃ স্নাতক পাশ ৩০ হাজার টাকা বেতন এর চাকরি,রূপালী বাংলা জুট মিলস্ লিমিটেড | নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায়  অংশগ্রহণের  ক্ষেত্রে যে শর্তাবলি অবশ্যই অনুসরন করতে হবে তা জানতে নিচে দেখুন –

SMS এর মাধ্যমে যেভাবে আবেদন করতে হবে –

প্রথম SMS:

প্রথমে টাইপ করতে হবে MOTJ space দিয়ে User ID লিখে send করতে হবে 16222 নম্বরে ৷

Reply আসবে:
Applicant’s Name,TK-223/112 will be changed as application fee.Your PIN is 12345678.To pay fee Type MOJI space Yes space PIN and send to 16222 নম্বরে

দ্বিতীয় SMS:

প্রথমে টাইপ করতে হবে MOJI space Yes space PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে ৷

Reply আসবে:

Congratulations applicant’s name, payment completed successfully for MOTJ application for (post name) user ID is lA
( ABCDEF )and password (xxxxxxxx)

প্রবেশপত্র ডাউনলোডের পদ্ধতি

SMS এ প্রেরিত User ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নস্বর,পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের / কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংঘটিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিবেন ৷ প্রাথী এই প্রবেশ পত্রটি  লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করাতে হবে ৷

নিয়োগ বিজ্ঞপ্তি এর অফিসিয়াল ওয়েবসাইট www.motj.gov.bd

আরও নতুন জব নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন

Leave a Comment