বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গরুত্বপূর্ণ ১০ টি mcq
১.বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর ৷ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর -কার কবিতার অংশ?
ক. চন্ডীদাস
খ.বিদ্যাপতি
গ. কাজী নজরুল ইসলাম
ঘ.সুফিয়া কামাল
উত্তরঃগ
২.মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন কি ?
ক. বৈষ্ণব পদাবলী
খ. রোমান্টিক প্রণয়োপাখ্যান
গ.শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. নাথ সাহিত্য
উত্তরঃ গ
৩.সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত ?
ক.কুমিল্লা
খ. রংপুর
গ.চাঁপাইনবাবগঞ্জ
ঘ.রাজশাহী
উত্তরঃগ
৪.বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস কোনটি?
ক. হুতোম প্যাঁচার নকশা
খ.ফুলমনি ও করুণার বিবরণ
গ. আলালের ঘরের দুলাল
ঘ. নববাবু বিলাস
উত্তরঃগ
৫.কলকাতা নদী বন্দরের নতুন নাম কি ?
ক.জ্যোতিবসু বন্দর
খ.শ্যামাপ্রসাদ বন্দর
গ. সুভাষ বোস বন্দর
ঘ.নলিনী বিহার বন্দর
উত্তরঃ খ
৬.বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে ?
ক. জেসিন্দা অর্ডেন
খ.সেবাস্তিয়ান কুর্জ
গ. ওলেসি হংচাবুক
ঘ. সানা মেরিন
উত্তরঃ খ
৭. রোহিঙ্গাদের আদি বাসভূমি নাম কোনটি?
ক. থাইল্যান্ড
খ.আরাকান
গ.ত্রিপুরা
ঘ.আফগানিস্তান
উত্তরঃখ
৮.বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
ক. মেঘনা
খ. যমুনা
গ.কর্ণফুলী
ঘ. পদ্মা
উত্তরঃক
৯.দুবলার চর কোথায় অবস্থিত?
ক. ভোলার মনপুরায়
খ. রামগতি উপজেলা দক্ষিণে
গ.সুন্দরবনের দক্ষিণ উপকূলে
ঘ. কুয়াকাটার দক্ষিণে
উত্তরঃ গ
১০.নিরাপদ মাতৃত্ব দিবস কবে ?
ক. ২৪ মে
খ.২৬ মে
গ.২৮মে
ঘ. ৩০মে
উত্তরঃগ
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।