ldtax gov bd online Registration Process 2023 – ঘড়ে বসেই অনলাইনে জমির খাজনা দেবার পদ্ধতি

 ldtax gov bd ঘড়ে  বসেই অনলাইনে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দেবার নিয়ম জনে নিন।

ভূমির খাজনা দেয়া নিয়ে আর নয় হয়রানি। এখন আপনি সহজেই আপনার কাজটি অনলাইনে এর মাধ্যমে ঘরে বসেই করতে পারবেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনলাইনের এর মাধ্যমে খুব সহজেই জমির খাজনা দেবার পদ্ধতি চালু করেছে ।

আজকে আমরা সেই পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করবো।

রেজিস্ট্রেশন পদ্ধতি

প্রথমে আপনাকে ভূমি উন্নয়ন এর ওয়েব সাইটে অনলাইন এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

এর জন্যে আপনি ওয়েব সাইট অথবা মোবাইল অ্যাপস এর মাধ্যমে রেজিষ্টেশন করতে পারবেন।

রেজিষ্টেশন করতে এই লিংক এই লিংক এ প্রবেশ করতে হবে। অথবা এই লিংক এই লিংক এ প্রবেশ করতে হবে।

অথবা ভূমি উন্নয়ন মোবাইল অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন।

Screenshot 20230403 165943 Google Play Store ldtax gov bd online Registration Process 2023 - ঘড়ে বসেই অনলাইনে জমির খাজনা দেবার পদ্ধতি
ভূমি উন্নয়ন মোবাইল অ্যাপস

ওয়েব সাইট এ আপনার মোবাইল নাম্বার, NID নাম্বার ও জন্ম তারিখ দিলে আপনার মোবাইল নাম্বার এ একটি ৬ সংখ্যার otp নাম্বার যাবে।

৬ ডিজিট এর otp নাম্বার টি দিলেই আপনার রেজিষ্টেশন টি সম্পূর্ণ হবে ।

এর পরে প্রোফাইল অপশন টি তে ক্লিক করে ,আপনার জমির হালনাগাদ খতিয়ান এর তথ্য দিয়ে প্রোফাইল টি সম্পূর্ণ করতে হবে।

 

ইউনিয়ন ডিজিটাল সেন্টার এ থেকেও একই ভাবে আপনার নিবন্ধন টি সম্পূর্ণ করতে পারবেন।

 

এছাড়াও যেকোনো মোবাইল থেকে ৩৩৩ অথবা ১৬১২২ নম্বর এ কল দিয়ে এজেন্ট এর মাধ্যেমে তথ্য গুলো দিয়ে আপনি আপনার রেজিষ্টেশন সম্পূর্ণ করতে পারবেন।

Ldtax gov bd registration step by step :

গুগল ক্রোম ব্রাউজার ব্যাবহার করে দেখানো হল:

প্রথমে আপনারা ldtax gov bd ওয়েবসাইট এ যাবেন উপরে লিঙ্ক দেয়া আছে ।

 

সাইন আপ ছবি

 

ldtax gov bd  ওয়েব সাইট নাগরিক কর্নার এ ক্লিক করবেন।

নাগরিক নিবন্ধন

নাগরিক নিবন্ধন এ ক্লিক করে আপনার মোবাইল নাম্বার,nid নাম্বার এবং জন্ম তারিখ ( nid অনুযায়ী) দিয়ে পরবর্তী পদক্ষেপ বাটন টি তে ক্লিক করুন।

Otp নাম্বার টি বসান

সব কিছু ঠিক থাকলে আপনার দেয়া মোবাইল নাম্বার এ একটি ৬ সংখ্যার কোড যাবে সেটি দিয়ে যাচাই করুন এ ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

আপনার আইডি সহ তথ্য দেখতে পাবেন।

 

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার দেয়া nid এর তথ্য দেখতে পাবেন। তার পরে পরবর্তী পদক্ষেপ এ ক্লিক করুন।

পাসওয়ার্ড দিন

উপরে দেখানো ছবি এর মত আপনার পাসওয়ার্ড সেট করুন এবং সংরক্ষণ করুন।

খতিয়ান সম্পূর্ণ করুন

এখন উপরে ছবির মত আসল প্রফাইল টি ১০০% করতে হবে তার জন্যে খতিয়ান এ ক্লিক করুন।

এখন খতিয়ান যুক্ত করুন

এখন খতিয়ান যুক্তি করতে বিভাগ ,জেলা ,উপজেলা ,মৌজা যুক্ত করুন ,সর্বশেষ খতিয়ান যুক্ত করুন, হোল্ডিং দিতে পারেন , সংযুক্তি অপশন এ আপনরা সর্বশেষ খতিয়ান ছবি তুলে যোগ করুন, উক্ত ছবি এর সর্বোচ্চ সাইজ ১ এমবি এর কম হতে হবে।

 

মালিক এর ধরন নির্বাচন করুন ,নিজে হলে নিজ এবং উত্তরাধিকার সূত্রে হলে সেটি তে ক্লিক করুন।

সব গুলি সম্পূর্ণ হলে সংরক্ষণ বাটন এ ক্লিক করুন।

 

 

তার পরে আপনার খতিয়ান তালিকা দেখাবে ,একাধিক জমির জন্যে সব গুলি একে একে যোগ করুন।

সব খতিয়ান যুক্ত সম্পূর্ণ হলে অপেক্ষা মান বাটন এ ক্লিক করুন।

আপনার সকল পদক্ষেপ ঠিক থাকলে কিছু দিন অপেক্ষা করতে হবে তাদের সার্ভার এ আপডেট হবার জন্যে।

 

নাগরিক লগইন

 

কিছুদিন পরে আপডেট হল কিনা চেক করতে নাগরিক লগইন এ রেজিষ্টার করার সময় যেই নাম্বার দিয়েছেন সেটি দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটন এ ক্লিক করবেন।

প্রফাইল ১০০% দেখাচ্ছে কিনা

প্রফাইল যদি ১০০% না দেখায় তাহলে আবারও প্রফাইল বাটন এ ক্লিক করুন এবং আপনার বর্তমান ঠিকানা ইমেইল এড্রেস দিয়ে প্রফাইল সম্পূর্ণ করুন।

অনুমোদিত চেক করুন

এবার খাজনা দেবার জন্যে হোল্ডিং এ ক্লিক করে স্ট্যাটাস অনুমোদিত আছে কিনা চেক করুন।

অনুমোদিত থাকলে বিস্তারিত বাটন এ ক্লিক করুন আর না থাকলে আরো কিছুদিন অপেক্ষা করুন।

Ldtax এর সকল তথ্য

এখানে আপনি সকল তথ্য দেখতে পারবেন কত টাকা দিতে হবে।

এবার অনলাইন পেমেন্ট বাটন এ ক্লিক করুন।

 

পেমেন্ট অপশনটি দেখুন

এখন আপনি আপনার ইচ্ছে মত পেমেন্ট অপশন সিলেক্ট করে নিন আমরা বিকাশ এর মাধ্যমে দেখাচ্ছি।

 

ই পেমেন্ট

এখানে আপনার টাকার পরিমাণ এর অপশন আসবে এবং ই পেমেন্ট এ ক্লিক করুন।

 

বিকাশ নাম্বার দিন

বিকাশ দিয়ে পেমেন্ট এর জন্যে আপনার বিকাশ নম্বরটি দিন।

 

Otp টি বসান

আপনার বিকাশ নম্বর এ otp নম্বর যাবে সেটি এখানে প্রবেশ করুন।

বিকাশ পেমেন্ট করুন

এর পরে আপনার পিন দিয়ে পেমেন্ট কনফার্ম করুন।

অভিনন্দন মেসেজ

এখান আপনার দাখিলা টি ৭২ ঘণ্টার মধ্যে অনুমোদিত হবে।

এবং অনুমোদিত হলে দাখিলা অপশন থেকে আপনার রশিদটি দেখতে পারবেন।

দাখিলা রশিদ

 

এখন ldtax gov bd এর এই রশিদটি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিবেন এটি থাকলে ভূমি অফিস এ যেতে হবেনা এবং সম্পূর্ণ কাজটি আপনি ঘরে বসেই করতে পারলেন।

আশা করছি আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আর ছবি গুলি AFR Technology ইউটিউব চ্যানেল থেকে নেয়া । আপনার বুঝতে অসুবিধা হলে ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে দেখে নিতে পারেন সেই ভিডিও টি দেয়া হল:

 

এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পোস্ট পেতে আমাদের সাথে থাকুন আর oviggobd এর social সাইট গুলিতে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ

Leave a Comment