Lab Calculation Bd Apps Review in Bangla

কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করবো একটি দুর্দান্ত অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে । আমাদের ল্যাব বা হসপিটাল এ কাজ করতে অনেক সময় বিভিন্ন টেস্ট এর ক্যালকুলেশন করতে হয়। মেশিন এর কোয়ালিটি এবং টেস্ট এর গুণগত মান চেক করতে আমরা অনেক ধরনের গাণিতিক সমাধান করে ফলাফল বের করে থাকি। যা করতে অনেক সময় খাতা কলম এবং ক্যালকুলেটর ব্যাবহার করে করতে হয় যা অনেক বিরক্তিকর এবং কিছু ক্ষেত্রে ঝামেলাও। আবার ফলাফল ভুল ও হয়ে থাকে। তাই অনেক দিন ধরেই আমাদের মাথায় ঘুর-পাক খাচ্ছিল, কেমন হত ? যদি হতে থাকা মোবাইল টি দিয়ে এক ক্লিক এই ক্যালকুলেশন গুলি করা যেত।যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিলাম অ্যাপস ডেভলপমেন্ট।”Lab Calculation BD” অ্যাপস্ টির নাম। তো চলুন দেখা নেয়া যাক অ্যাপস টিতে কি কি আছে ও কাদের প্রয়োজন এবং কেন এটি ব্যাবহার করা দরকার ।

Lab calculation Bd Apps কাদের জন্য :

Lab Calculation Bd Apps
Lab Calculation Bd Apps

প্রথমে আলোচনা করি কাদের এই অ্যাপস টি কাজে লাগবে । এই অ্যাপটি মূলত মেডিক্যাল এবং নন মেডিক্যাল যে কেউ অ্যাপস টি ব্যাবহার করতে পারবে তবে মেডিক্যাল এ কর্মরত ব্যাক্তি দের বেশি কাজে লাগবে।

Lab calculation Bd Apps এর কার্যকারিতা:

Lab Calculation Bd Apps open screen

এটি মূলত বিভিন্ন ডায়গনস্টিক টেস্ট যেমন eGFR, urine Albumin creating ratio,urine protein Creatinine ratio, creatinine clearance rate, prothome bin time INR এছাড়াও সর্বমোট ২৪টির বেশি ক্যালকুলেশন করবার জন্যে ব্যাবহার করা যেতে পারে। এবং এটি সেই ক্যালকুলেশন এর কাজ গুলিকে একদম সহজ ও দ্রুত করতে সাহায্য করে।

মূলত যারা ল্যাব এ কাজ করে যেমন ,মেডিক্যাল টেকনোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান,বায়োকেমিস্ট, প্যাথলজিস্ট,নার্স, এছাড়াও নন মেডিক্যাল ব্যাক্তিদের নিত্য প্রয়োজনীয় টেস্ট এর ক্যালকুলেট করতে কাজে লাগবে।

তো চলুন এবার আমরা অ্যাপস টির মেইন মেনু এর ফিচারস গুলি দেখে নেই।

Lab Calculation Bd Apps test tab
Lab Calculation Bd Apps About tab
Lab Calculation Bd Apps more tab
eGFFR(MDRD) test tab

আপনারা ছবিতে অ্যাপস টির মেইন মেনু দেখতে পাচ্ছেন।

Lab Calculation Bd Apps ইনস্টল করবার পদ্ধতি:

Lab Calculation Bd Apps on google play store

এই অ্যাপস্ টি বর্তমান এ গুগল প্লে স্টোর৫.০ রেটিং পেয়েছে যা একটি অসম্ভব বিষয়।

 

types lab calculation bd
apps appear on first position after search
click on install .

আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে এ গিয়ে সার্চ দিবেন “Lab Calculation Bd” লিখে তাহলে আমাদের অ্যাপস টি প্রথমে দেখতে পারবেন ।

নির্দ্বিধায় অ্যাপস টি ইন্সটল করে ব্যাবহার করতে থাকুন।

Lab Calculation Bd Apps দিয়ে কি কি টেস্ট এর ক্যালকুলেশন করা যাবে?

এখানে এপসটি তে যেই ক্যালকুলেশন গুলি বর্তমান এ দেয়া আছে তার লিস্ট নিম্নে দেয়া হল:

Lab Calculation Bd Apps test tab
Lab Calculation Bd Apps test list
Lab Calculation Bd Apps test list 2
  1. eGFR (MDRD)
  2. eGFR for 1-17 Ages
  3. Prothrombin Time
  4. Urinary Osmolality
  5. Blood Osmolality
  6. Creatinine Clearance Rate
  7. STP AG ratio
  8. Albumin Creating Ratio
  9. Protein Creatinine Ratio
  10. LDL cholesterol (if TG <400)
  11. LDL cholesterol (if TG >400)
  12. 24 HRS Urinary Sodium (Na+)
  13. 24 HRS Urinary Potassium (K+)
  14. 24 HRS Urinary Chloride (cl-)
  15. 24 HRS Urinary PO4
  16. 24 HRS Urinary Uric Acid
  17. 24 HRS Urinary Urea
  18. 24 HRS Urinary Calcium
  19. Blood Urea Nitrogen (BUN)
  20. Corrected Calcium Level
  21. Carbon dioxide (CO2) (If electrolytes is normal)
  22. Transferrin Saturation Rate
  23. Bilirubin (Direct/Indirect)
  24. Urinary Total Protein

Lab Calculation Bd Apps ব্যাবহার বিধি:

এই অ্যাপস এর মাধ্যমে ক্যালকুলেশন করা খুবই সহজ।

click on any test


অ্যাপস এর মধ্যে লিস্ট আছে ক্যালকুলেশন এর ।
নিজের পছন্দ অনুযায়ী টেস্ট নির্বাচন করুন।

test calculation process


ফাঁকা ঘর গুলিতে টেস্ট গুলির ফলাফল বসিয়ে দিন।
সব ঠিক মত বসানো হলে CALCULATE বাটন টি ক্লিক করলেই ফলাফল দেখাবে ।

Lab Calculation Bd Apps এর উপকারি দিক :

এই অ্যাপস এর অসংখ্য উপকারী দিক রয়েছে তার মধ্যে কিছু হচ্ছে –

  1. অ্যাপটি দিয়ে সহজে ফলাফল নির্ণয় করা যায়।
  2. ক্যালকুলেটর এর প্র়োজনীয়তা নেই।
  3. যাদের ক্যালকুলেশন মনে রাখতে অসুবিধা তাদের জন্য খুবই উপকারী।
  4. নির্ভুল ফলাফল দেয়া।
  5. মেশিন এবং কোয়ালিটি গত গুণাগুণ চেক করা যায়।
  6. হাতে থাকা মোবাইলে দিয়েই সব জায়গায় টেস্ট করা যায়।
  7. ইউজার ফ্রেন্ডলি অ্যাপস ডিজাইন।

Lab Calculation Bd Apps এর অপকারী দিক:

এই অ্যাপস এর তেমন কোন অপকারী দিক নেই। তবে আপনি নিজে রেজাল্ট বসাতে ভুল করলে এবং টেস্ট এর ইউনিট সম্পর্কে আইডিয়া না থাকলে ভুল ফলাফল পেতে পারেন। এবং অবশ্যই এপসটি শিক্ষণীয় দিকগুলো বিবেচনা করে কাজে লাগাবেন।

উপসংহার

অবশ্যই অ্যাপসটি ভালো লাগলে আপনার পরিচিত বন্ধ বান্ধব এর সাথে শেয়ার করবেন তাতে তারাও এই অ্যাপস্ টির উপকারিতা সম্পর্কে জানতে পারবে এবং তাদের ব্যক্তিগত জীবনে অনেক উপকারে আসবে। আর অবশ্যই আমাদের অ্যাপস টি ভালো লাগলে একটি ভালো রেটিং দিতে ভুলবেন না।
আমাদের পরবর্তী টেস্ট এর আপডেট পেতে oviggobd এর ফেসবুক পেজ এ লাইক দিয়ে একটিভ থাকুন ধন্যবাদ।

Leave a Comment