এইচ এস সি পাশ এ বীমা প্রতিনিধি পদে জনবল নিয়োগ ৫০ জন || জীবন বীমা কর্পোরেশন ( সেলস্ অফিস)।

আপনি যদি এইচ এস সি পাশ করে থাকেন তাহলে জীবন বীমা কর্পোরেশন ( সেলস্ অফিস) পদে চাকরির জন্যে আবেদন করতে পারেন।

আবেদন করতে সম্পূর্ণ পোষ্ট পড়ুন এবং অনলাইন আর মাধ্যমেও এপ্লাই করতে পারবেন ।

জীবন বীমা কর্পোরেশন এ বীমা প্রতিনিধি পদে নিয়োগ।
জীবন বীমা কর্পোরেশন এ বীমা প্রতিনিধি পদে নিয়োগ।

 

জীবন বীমা কর্পোরেশনের কাজঃ

জীবন বীমা কর্পোরেশনের কাজ হবে সমগ্র বাংলাদেশে ০১ বছরের শিশু হতে শুরু করে ৬০ বছর বয়স্ক পুরুষ অথবা মহিলাদের সামর্থানুযায়ী উপযুক্ত বীমা করানো ও বীমা সেবা দেওয়া ৷

বিমার প্রকারভেদ ও পরিধিঃ

সরকারি জীবন বিমায় ৩০ প্রকারের অধিক বীমা স্কিম চালু রয়েছে ৷ যেমনঃ

  • শিশু নিরাপত্তা বীমা
  • শিক্ষা বীমা
  • ম্যারেজ এন্ডাওমেন্ট বীমা
  • তিন কিস্তি বীমা
  • বহু কিস্তি বীমা
  • বিভিন্ন মেয়াদী বীমা
  • পেনশন বীমা
  • সার্বজনীন পেনশন বীমা
  • আজীবন বীমা
  • বিবিধ ডি পি এস
  • প্রবাসী কল্যাণ বীমা
  • ওভারসিজ এসুরেন্স প্লান
  • ট্রিপল প্রকেটশন পলিসি
  • দ্বৈত নিরাপত্তা বীমা
  • দারিদ্র বিমোচনে জীবন বীমা স্কিম
  • হজ্জ বীমা
  • গ্রুপ বীমা
    ইত্যাদি বহুল প্রচলিত বীমা ৷

বীমার মাধ্যামে সমগ্র বাংলাদেশের মানব- মানবীকে উপযুক্ত বীমা সেবার দেওয়া হয় ৷বাংলাদেশি যারা বিদেশে অবস্থান করছেন তারাও সরকারি জীবন বীমা কর্পোরেশনে বীমা করতে পারবেন ৷

আরও পরুনঃ স্নাতক পাশ ৩০ হাজার টাকা বেতন এর চাকরি,রূপালী বাংলা জুট মিলস্ লিমিটেড | নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

চাকরির ধরন

চাকরির ধরন হবে ফুল টাইম ।

শিক্ষাগত যোগ্যতাঃ

পার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচ এস সি অথবা সমমান পাস ৷ অনার্স, ডিগ্রী ,মাস্টার্স বা এমবিএ পাস বা যে কোন স্পেশাল চাকরিজীবী ও ব্যবসায়ীগণও পার্ট টাইম হিসেবে বীমা প্রতিনিধির কাজ চালিয়ে যেতে পারবেন ৷

ভাল পারকরমেন্স করলে যোগ্যতা অনুযায়ী তিন মাসের মধ্যে ডেভেলপমেন্ট অফিসার ও পরবর্তীতে ম্যানেজার হওয়ার সুযোগ আছে ৷

আরও পরুনঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ২৬ ক্যাটাগরি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি || dgfp.gov.bd job circular 2023

কর্মস্থলঃ

কর্মস্থল ঢাকা এর মধ্যে।

বেতন
আলোচনা সাপেক্ষ

আবদানের শেষ তারিখ ৮ জুন ২০২৩
খালি পদ আছে ৫০ টি।

চাকরি প্রয়োজনীয় বিষয় সমূহঃ

পার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে

কোম্পানির সুযোগ সুবিধাদি

বিধি অনুযায়ী কমিশন ও অন্যান্য ভাতাদি।

অ্যাপ্লিকেন্টরা ছবি, শিক্ষাগত সনদ, NID সহ CV পাঠাবে ৷ অ্যাপ্লিকেন্টদের ভিডিও রিজিউমি সাবমিট করতে হবে ৷

চাকরির উৎসঃ bdjobs.com

অনলাইন এর মাধ্যমে অ্যাপ্লাই করতে লিঙ্ক এ ক্লিক করুন  ।

Leave a Comment