আপনি যদি এইচ এস সি পাশ করে থাকেন তাহলে জীবন বীমা কর্পোরেশন ( সেলস্ অফিস) পদে চাকরির জন্যে আবেদন করতে পারেন।
আবেদন করতে সম্পূর্ণ পোষ্ট পড়ুন এবং অনলাইন আর মাধ্যমেও এপ্লাই করতে পারবেন ।
জীবন বীমা কর্পোরেশনের কাজঃ
জীবন বীমা কর্পোরেশনের কাজ হবে সমগ্র বাংলাদেশে ০১ বছরের শিশু হতে শুরু করে ৬০ বছর বয়স্ক পুরুষ অথবা মহিলাদের সামর্থানুযায়ী উপযুক্ত বীমা করানো ও বীমা সেবা দেওয়া ৷
বিমার প্রকারভেদ ও পরিধিঃ
সরকারি জীবন বিমায় ৩০ প্রকারের অধিক বীমা স্কিম চালু রয়েছে ৷ যেমনঃ
- শিশু নিরাপত্তা বীমা
- শিক্ষা বীমা
- ম্যারেজ এন্ডাওমেন্ট বীমা
- তিন কিস্তি বীমা
- বহু কিস্তি বীমা
- বিভিন্ন মেয়াদী বীমা
- পেনশন বীমা
- সার্বজনীন পেনশন বীমা
- আজীবন বীমা
- বিবিধ ডি পি এস
- প্রবাসী কল্যাণ বীমা
- ওভারসিজ এসুরেন্স প্লান
- ট্রিপল প্রকেটশন পলিসি
- দ্বৈত নিরাপত্তা বীমা
- দারিদ্র বিমোচনে জীবন বীমা স্কিম
- হজ্জ বীমা
- গ্রুপ বীমা
ইত্যাদি বহুল প্রচলিত বীমা ৷
বীমার মাধ্যামে সমগ্র বাংলাদেশের মানব- মানবীকে উপযুক্ত বীমা সেবার দেওয়া হয় ৷বাংলাদেশি যারা বিদেশে অবস্থান করছেন তারাও সরকারি জীবন বীমা কর্পোরেশনে বীমা করতে পারবেন ৷
আরও পরুনঃ স্নাতক পাশ ৩০ হাজার টাকা বেতন এর চাকরি,রূপালী বাংলা জুট মিলস্ লিমিটেড | নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
চাকরির ধরন
চাকরির ধরন হবে ফুল টাইম ।
শিক্ষাগত যোগ্যতাঃ
পার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচ এস সি অথবা সমমান পাস ৷ অনার্স, ডিগ্রী ,মাস্টার্স বা এমবিএ পাস বা যে কোন স্পেশাল চাকরিজীবী ও ব্যবসায়ীগণও পার্ট টাইম হিসেবে বীমা প্রতিনিধির কাজ চালিয়ে যেতে পারবেন ৷
ভাল পারকরমেন্স করলে যোগ্যতা অনুযায়ী তিন মাসের মধ্যে ডেভেলপমেন্ট অফিসার ও পরবর্তীতে ম্যানেজার হওয়ার সুযোগ আছে ৷
কর্মস্থলঃ
কর্মস্থল ঢাকা এর মধ্যে।
বেতন
আলোচনা সাপেক্ষ
আবদানের শেষ তারিখ ৮ জুন ২০২৩
খালি পদ আছে ৫০ টি।
চাকরি প্রয়োজনীয় বিষয় সমূহঃ
পার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে
কোম্পানির সুযোগ সুবিধাদি
বিধি অনুযায়ী কমিশন ও অন্যান্য ভাতাদি।
অ্যাপ্লিকেন্টরা ছবি, শিক্ষাগত সনদ, NID সহ CV পাঠাবে ৷ অ্যাপ্লিকেন্টদের ভিডিও রিজিউমি সাবমিট করতে হবে ৷
চাকরির উৎসঃ bdjobs.com
অনলাইন এর মাধ্যমে অ্যাপ্লাই করতে লিঙ্ক এ ক্লিক করুন ।
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।