ভিটমেট ডাউনলো করব কিভাবে – How to download Vidmate app [09 simple steps]

ইন্টারনেট এ অনেকেই ভিটমেট অ্যাপস বা Vidmate App ডাউনলোড করতে চান । কিন্তু কিছু জটিলতার কারণে অনেকেই আসল ভিটমেট ডাউনলোড করতে পারেন না। আমরা একদম পানির মত সহজ পদ্ধতি আপনার সাথে শেয়ার করবো,যাতে সহজেই আপনি ভিটমেট অ্যাপস বা Vidmate App ডাউনলোড করতে পারেন।

ভিটমেট বা Vidmate apps কি?

Vidmate বা ভিটমেট
Vidmate বা ভিটমেট

আমরা অনেকেই ইউটিউব,ফেসবুক বা TikTok থেকে ভিডিও বা গানের অডিও ডাউনলোড করতে চাই । কিন্তু অফিসিয়াল অ্যাপস এ ভিডিও গুলো ফোনমেমরি তে সেভ হয় না তাই ডাউনলোড করে রাখা যায় না । Vidmate অ্যাপস সেই সমস্যা টি সমাধান করায় এটি বহুল পরিচিত হয়েছে। আর গুগল প্লে স্টোর এর নীতিমালা ভঙ্গের কারণে এই অ্যাপস টি প্লে স্টোর থেকে ব্যান করেছে গুগল।

ভিটমেট ডাউনলোড করব কিভাবে?

আজকে আমরা আপনাদেরকে সহজভাবে ছবি সহ বুঝিয়ে দিব কিভাবে Vidmate বা ভিটমেট ডাউনলোড করতে হয়।

প্রথমে আপনি আপনার ব্রাউজার এ অথবা গুগলে সার্চবার এ ক্লিক করবেন । এখানে আমরা Google chrome ব্রাউজার ব্যাবহার করছি ,পরবর্তী পদক্ষেপ অনুসরণ করুন।

গুগল এ click করুণ Vidmate বা ভিটমেট সার্চ করুণ

google সার্চ বার এ ক্লিক করুন

Vidmate লিখুন

তারপরে লিখুন ইংরেজিতে Vidmate

Download এ ক্লিক করতে হবে

গুগলে ছবির মত আসবে। আপনারা ছবিতে যে ভাবে দেখানো আছে সেই ভাবে আসলে download বাটন এ ক্লিক করুন। অন্য কোথাও ক্লিক করতে হবে না।

vidmate Download anyway তে ক্লিক করুণ

Download এ ক্লিক করার পরে এরকম আসলে Download anyway তে চাপ দিবেন তাহলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।

আরও পরুন- মুক্তপাঠ কি? মুক্ত পাঠ অনলাইন রেজিষ্ট্রেশন, প্রফাইল 100%,কুইজ সম্পন্ন এবং সার্টিফিকেট গ্রহণ এর পদ্ধতি জেনে নিন

vidmate open এ ক্লিক করুণ

ডাউনলোড শেষ হলে open এ ক্লিক করুণ। আর এখানে ক্লিক করতে মিস করলে নিচের ছবি দেখুন।

ভিটমেট ওপেন করুণ।

crome browser এর ডাউনলোড এ ক্লিক করুণ তাহলে ফাইল টি দেখতে পারবেন এবং ভিটমেট ওপেন করুণ।

Just once অথবা Always এ ক্লিক করুণ

Just once অথবা Always এ যে কোন একটা তে ক্লিক করুণ সমস্যা নেই।

install button এ ক্লিক করুণ

install button এ ক্লিক করার পরে install হবে। আপনার যদি আগে থেকে unknown source অপশন টি তে চেক করা থাকে তাহলে আর কোন সমস্যা আশার কথা না । আর যদি আগে থেকে unknown source অপশন টি তে চেক করা না থাকে তাহলে চেক করে দিন।

Device permission allow  এ দিয়ে দিন।

আপনার সামনে এরকম আসলে allow করে দিন। কাজ শেষ আপানার ভিটমেট ডাউনলোড হয়ে গেল।

এখন আরামছে  ভিটমেট ব্যবহার করুণ, আর পছন্দের ভিডিও উপভোগ করুণ। আর আজকের পোষ্ট টি ভাল লাগলে, যে ডাউনলোড করতে পারছে না তার সাথে শেয়ার করুণ।

আরও পরুন – TSH পরীক্ষা কেন ও কোথায় করবেন? নরমাল রেঞ্জ ও খরচ কত?

Vidmate বা ভিটমেট গুগল প্লে স্টোরে পাওয়া যায় না কেন?

গুগল প্লে পলিসি ভঙ্গ করার কারণে Vidmate বা ভিটমেট গুগল প্লে স্টোরে পাওয়া যায় না

আমি কি অন্য যে কোন জায়গা থেকে Vidmate বা ভিটমেট ডাউনলোড করতে পারব?

অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া Vidmate বা ভিটমেট ডাউনলোড করা ঠিক নয়। কারণ অন্য জাইগা থেকে ডাউনলোড দিলে ভাইরাস থাকার সম্ভবনা থাকতে পারে।

আসল Vidmate বা ভিটমেট কোনটি ?

Vidmate বা ভিটমেট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেঁই ভিটমেট ডাউনলোড করবেন সেটাই আসল ভিটমেট।

Vidmate বা ভিটমেট পুরাতন ভার্সন ডাউনলোড করব কোথায় থেকে।

অফিসিয়াল ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা apk pure ডাউনলোড করে নিতে পারবেন।

Leave a Comment