hb electrophoresis test কেন করা হয়? টেস্ট এর সতর্কতা ও খরচ কত? hb electrophoresis test details in bangla.

hb electrophoresis test কেন করতে হয় এবং ডাক্তার কেন এই টেস্ট দেয়। ডায়াগনসটিক সেন্টার এই টেস্ট এর খরচ কত এবং কি কি সতর্কতা জানা দরকার সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব।

hb electrophoresis test কি ?

হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস বা এইচ.বি ইলেক্ট্রোফোরেসিস(hb electrophoresis) হল একটি পরীক্ষা যেটা রক্তে বিভিন্ন ধরণের হিমোগ্লোবিন সনাক্ত করতে এবং শ্রেণীবদ্ধ করতে সাহায্য করে।
হিমোগ্লোবিন হল লোহিত রক্তকণিকার প্রোটিন যা শরীরে অক্সিজেন বহন করে।

hb electrophoresis পরীক্ষার ফলাফল রক্তে উপস্থিত হিমোগ্লোবিন এর বিভিন্ন ভ্যারিয়েন্ট সম্পর্কে তথ্য প্রদান করে।

হিমোগ্লোবিন সাধারণ ভ্যারিয়েন্টগুলি নিম্নরূপঃ

  1. হিমোগ্লোবিন A (HbA): এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের হিমোগ্লোবিন, যা দুইটি আলফা এবং দুইটি বিটা চেইন (α₂β₂) নিয়ে গঠিত।
  2. হিমোগ্লোবিন A2 (HbA2): এটি প্রাপ্তবয়স্কদের মধ্যে কম পরিমাণ থাকে, যা দুইটি আলফা এবং দুইটি ডেল্টা চেইন (α₂δ₂) নিয়ে গঠিত। HbA2 এর বর্ধিত মাত্রা নির্দিষ্ট ধরণের থ্যালাসেমিয়া নির্দেশ করতে পারে, যেমন বেটা থ্যালাসেমিয়া মাইনর।
  3. Capillary octa 3 mechine for hb electrophoresis test .
    Capillary octa 3 machine for hb electrophoresis test .
  4. হিমোগ্লোবিন F (HbF): এটি ভ্রূণের হিমোগ্লোবিন, যা নবজাতকদের মধ্যে পাওয়া যায় এবং জন্মের পর ধীরে ধীরে কমে যেতে থাকে । এটি দুটি আলফা এবং দুটি গামা চেইন (α₂γ₂) নিয়ে গঠিত। প্রাপ্তবয়স্কদের মধ্যে HbF এর উচ্চ মাত্রা নির্দিষ্ট ধরনের হিমোগ্লোবিনোপ্যাথির (hemoglobinopathies) সম্ভবনা হতে পারে।
  5. হিমোগ্লোবিন এস (HbS): এই ভ্যারিয়েন্ট সিকেল সেল রোগের সাথে যুক্ত, এটি জেনেটিক ব্যাধি যেখানে লোহিত রক্তকণিকা কাস্তে আকৃতির হয়ে ওঠে, যা বিভিন্ন স্বাস্থ্য জটিলতার জন্য দায়ী।

hb electrophoresis test কেন করা হয়:

হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস (hb electrophoresis) test করার জন্য এখানে কিছু নির্দিষ্ট কারণ নিম্নে দেয়া হল:

  • হিমোগ্লোবিনোপ্যাথি(Hemoglobinopathies): পরীক্ষাটি সাধারণত বিভিন্ন ধরনের হিমোগ্লোবিনোপ্যাথি যেমন সিকেল সেল ডিজিজ, থ্যালাসেমিয়া নির্নয় এবং হিমোগ্লোবিনগুলির মধ্যে পার্থক্য নির্ণয় করতে ব্যবহৃত হয়। এই রোগগুলি হিমোগ্লোবিনের গঠন বা সংশ্লেষণে অস্বাভাবিকতার সাথে সম্পৃক্ত, যে কারণে অক্সিজেন পরিবহন এবং সম্ভাব্য জটিলতা দেখা দিতে পারে।
  • ক্যারিয়ার স্ক্রীনিং: হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস (hb electrophoresis) এমন ব্যক্তিদের সনাক্ত করতে পারে যারা অস্বাভাবিক হিমোগ্লোবিন জিন বহন করে চলেছেন কিন্তু উক্ত রোগের কোন লক্ষণ তাদের মধ্যে নেই । এই তথ্য জেনেটিক কাউন্সেলিং, পরিবার পরিকল্পনা, এবং সন্তানদের মধ্যে এই রোগের উত্তরণের ঝুঁকি সনাক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • নবজাতকের স্ক্রীনিং: কিছু স্থান বা দেশ এ হিমোগ্লোবিনোপ্যাথির প্রাথমিক লক্ষণ সনাক্ত করতে তাদের নবজাতকের স্ক্রীনিং প্রোগ্রামে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস টেস্ট করা হয়। প্রাথমিক সনাক্তকরণ জটিলতা প্রতিরোধ করতে এবং যথাযথ পদক্ষেপ নিতে দ্রুত চিকিৎসা করার জন্য এবং ব্যবস্থাপনার আওতায় আনা যায়।
  • মনিটরিং করা: যাদের আগে থেকেই হিমোগ্লোবিন এ সমস্যা বা আক্রান্ত ব্যক্তিদের জন্য, রক্ত ​​সঞ্চালন, আয়রন চিলেশন থেরাপি(iron chelation therapy), বা অস্থি মজ্জা প্রতিস্থাপনের মতো চিকিত্সার কার্যকারিতা জানার জন্য পর্যায়ক্রমে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস টেস্ট করা যেতে পারে।
  • রক্তস্বল্পতা যাচাইকরণ: একজন ব্যক্তি অ্যানিমিয়ায় (anemia) আক্রান্ত হলে hb electrophoresis ডায়গনিস্টিক টেস্ট করা যেতে পারে । অস্বাভাবিক হিমোগ্লোবিন ভেরিয়ান্ট শনাক্ত করে, পরীক্ষাটি নির্দিষ্ট কারণ নির্ধারণে সাহায্য করতে পারে এবং আরও পদক্ষেপ নেবার জন্যে ধারণা দিতে সাহায্য করে।

তবে সব থেকে ভালো বিষয় হচ্ছে একজন ভালো ডাক্তার এর কাছে থেকে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আপনারা নিজে থেকে কোন প্রকার টেস্ট বা চিকিৎসা না নেয়াই ভালো।

আরও পড়ুনঃ electrolytes test কি এবং কেন করা হয়? নরমাল কত, খরচ কত?electrolytes test all details in bangla.

hb electrophoresis এর দাম কত – hb electrophoresis test price in Bangladesh:

এই টেস্ট খুবই দুষ্প্রাপ্য বা কম হয় এবং ছোট বা গ্রাম অঞ্চল এর ল্যাব গুলিতে তেমন হয় না বললেই চলে।
এই টেস্ট এর দাম অঞ্চল ভেদে কম বেশি হতে পারে।

ঢাকা বা বিভাগীয় শহর গুলোতে নামকরা প্রায় সব ডায়াগনস্টিক সেন্টার hb electrophoresis test করে থাকে।

আমরা ধারণা পাবার জন্য একটি দাম দিচ্ছি যেটা জানলে আপনারা টেস্ট এর দাম সম্পর্কে আইডিয়া পেতে পারেন। এই দাম থেকে কিছু কম বেশি হতে পারে।

হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস পরীক্ষার দাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ২৫০০ টাকা ।
ডিসকাউন্ট ছাড়া ২০২৩ এর দাম।

২০২০ সাল এর সরকারি দাম অনুযায়ী ৫০০ টাকা সরকারি হসপিটাল গুলিতে। এখন এর থেকে বেশি হবে।

hb electrophoresis test এর সতর্কতা:

বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্ত সল্পতা দেখা দেয় বা নির্দিষ্ট সময় পর পর শরীরে রক্ত নিতে হয়। তাই ব্লাড বা রক্ত সংগ্রহ করবার সময় অবশ্যই রোগীর হিস্টোরি বা রক্ত নেবার ইতিহাস জানতে হবে।

রোগী শেষ কত দিন আগে কত ব্যাগ রক্ত শরীরে এ নিয়েছন বা গ্রহণ করেছেন ,সেই বিষয়টি লিখে রাখতে হয়,কারণ এই টেস্ট করবার সময় রোগীর রক্ত নেবার ইতিহাস এর দরকার পড়ে।

আরও পড়ুনঃ cbc test কি?cbc test এর দাম কত? cbc test কেন করা হয়? cbc test এর সকল কিছু একই পোস্টে।

hb electrophoresis test করতে কি স্যাম্পল লাগে:

hb electrophoresis টেস্ট (হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস) করতে এন্টি-কোগুলান্ট EDTA (Ethylenediaminetetraacetic acid) দেয়া ব্লাড লাগে ।

hb electrophoresis test sample tube

এই রক্ত অবশ্যই ক্লোটিং হতে দেয়া যাবে না।
অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লেভেন্ডার টিউব এ কালো দাগ দেয়া এর উপরে বা বেশি যেন রক্ত নেয়া না হয় আবার কম ও যেন না হয়।

এই হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস টেস্ট করতে EDTA (Ethylenediaminetetraacetic acid) দেয়া ভায়াল বা lavender tube লাগে ।

hb electrophoresis test রিপোর্ট ডেলিভারি সময়:

hb electrophoresis এই পরীক্ষাটি খুবই দুষ্প্রাপ্য ও ব্যায় বহুল এবং সময় সাপেক্ষ হয় যার কারণে সব ল্যাব বা হসপিটাল এ এই টেস্টটি করে না।

ডায়াগনস্টিক সেন্টারগুলো অনেক সময় খরচ এবং সময় সাপেক্ষ হবার কারণে একটি নির্দিষ্ট সময় নিয়ে করে থাকে।
যার কারণে এই রিপোর্ট গুলি আর্জেন্ট হয় না।

তবে কোন কোন ল্যাব চাইলেই আর্জেন্ট করে দিতে পারে। আবার অনেক ল্যাব নিজে করে না এই টেস্ট অন্য বড় ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে টেস্ট করিয়ে নিয়ে আসে।
যার কারণে সময় বেশি লাগে।

  • তবে আর্জেন্ট হিসাবে hb electrophoresis test একদিন সময় নিয়ে থাকে ।
  • নরমাল ডেলিভারি হিসাবে ২-৩ দিন সময় নিতে পারে।

তবে কিছু কিছু বড় ল্যাব এ ৬-৭ ঘণ্টার মধেও দিয়ে থাকে।

এই টেস্ট টি capillarys 3 octa ,sebia capillarys 2 তে রান করে রেজাল্ট পেতে ৩০ মিনিট লাগে তবে এই টেস্ট এর জন্যে কমেন্ট দিতে হয় । cbc স্লাইড করে সেটি আবার একজন হেমাটলজিস্ট দ্বারা চেক করে ছাড়তে অনেক সময় লেগে যায়। এই সকল কাজ করতে প্রতি টেস্ট এ ২ ঘণ্টা সময় লেগে যায়।

তাই ডেলিভারি সময় ওই প্রতিষ্ঠান এর কাজ বা লোকবল এবং বিভিন্ন বিষয় এর উপরে নির্ভর করে কম বেশি হয়ে থাকে তাই আর্জেন্ট রিপোর্ট পাবার সম্ভবনা খুবই কম হয়ে থাকে।

hb electrophoresis test এর নরমাল রিপোর্ট:

hb electrophoresis test normal report

এই hb electrophoresis test এর রিপোর্ট বুঝা একটু কঠিন হবে তবে সাধারণ ভাব যেই সকল রিপোর্ট এর কমেন্টnormal study লিখা থাকে সেইগুলি নরমাল রিপোর্ট।

আরো অনেক ধরনের কমেন্ট থাকতে পারে,ভয় বা ঘাবড়ে যাবার কিছু নাই। তবে রিপোর্ট যেমনি আসুক না কেন অবশ্যই ভালো ডাক্তার এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

আজকের পোষ্ট এই পর্যন্তই , পোষ্টটি ভালো লাগলে বা আপনার উপকার এ আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ oviggobd তে একটি লাইক অথবা ফলো দিয়ে আসবেন ধন্যবাদ।

১ thought on “hb electrophoresis test কেন করা হয়? টেস্ট এর সতর্কতা ও খরচ কত? hb electrophoresis test details in bangla.”

Leave a Comment