আজকে আমরা আলোচনা করবো h pylori test নিয়ে। এই টেস্ট কেন করা হয় । কি কি টেস্ট থাকে এর মধ্যে । কোন প্রিপারেশন আছে কিনা। সকল কিছু আলোচনা করা হবে আজকের পোস্ট এ।
h pylori test কি ?
h pylori test হল একটি মেডিকেল পরীক্ষা যা হেলিকোব্যাক্টর পাইলোরির উপস্থিতি সনাক্ত করতে ব্যবহৃত হয়, এটি এক ধরনের ব্যাকটেরিয়া যা পাকস্থলীকে সংক্রমিত করতে পারে। এই ব্যাকটেরিয়া পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস এবং কিছু ক্ষেত্রে পেটের ক্যান্সার সহ বিভিন্ন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অবস্থার লক্ষণ প্রকাশ করে।
আলোচ্য বিষয়বলি
h pylori test কেন করা হয় ?
হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া নির্ণয়ের জন্য ডাক্তাররা h pylori test পরীক্ষার পরামর্শ দেন।
- পেপটিক আলসার রোগের লক্ষণ: পেটে ব্যথা, ফোলাভাব, বমি বমি ভাব, এবং ঘন ঘন ফুসকুড়ির মতো উপসর্গগুলি থাকলে এইচ. পাইলোরির পরীক্ষা করতে দিতে পারে, কারণ এটি পেপটিক আলসারের একটি সাধারণ কারণ।
- দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিস: H. পাইলোরি সংক্রমণের কারণে পেটের আস্তরণে প্রদাহ হতে পারে, এই পরীক্ষা কারণ শনাক্ত করতে সাহায্য করে।
- পেটের সমস্যা: যদি রোগীর ক্রমাগত পেটের সমস্যা থাকে যা অন্য কোন পরীক্ষার বা লক্ষণ দ্বারা প্রকাশ পায় না, h pylori test সংক্রমণকে নিশ্চিত করতে সাহায্য করতে পারে।
- NSAIDs শুরু করার আগে: যেসব রোগীদের দীর্ঘমেয়াদী ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস (NSAIDs) প্রয়োজন এবং আলসারের পারিবারিক ইতিহাস রয়েছে, ডাক্তাররা আলসার হওয়ার ঝুঁকি কমাতে H. pylori-এর জন্য পরীক্ষা দিতে পারেন।
- আলসার চিকিৎসার পরে: আলসারের চিকিৎসার পরে h pylori নির্মূল হয়েছে কিনা তা নিশ্চিত করতে, একটি ফলো-আপ পরীক্ষা হিসাবে করা যেতে পারে।
- পাকস্থলীর ক্যান্সারের পারিবারিক ইতিহাস: যেহেতু এইচ. পাইলোরি সংক্রমণ পাকস্থলীর ক্যান্সারের জন্য একটি ঝুঁকির কারণ, তাই রোগীর পারিবারিক ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের সতর্কতার জন্য এই পরীক্ষা করা যেতে পারে।
H pylori test price :
H pylori test ব্লাড এর মাধ্যমে দুইটি টেস্ট আছে
H pylori antibody এবং H pylori IgG ।
স্টুল থেকে করা যায় h pylori antigen
এই টেস্ট এর দামের ধারণা পেতে আমরা popular ডায়াগনস্টিক সেন্টারের টেস্ট এর দাম নিম্নে উল্লেখ্য করছি।
- H. Pylori – IgG 1400 Taka
- H. Pylori Antibody 1400 Taka
অঞ্চল ভেদে এই টেস্টের দাম কম বেশি হতে পারে । শুধু ধারণা পেতে আমরা এই টেস্ট এর দাম দিলাম।
সরকারি হসপিটাল এর দাম পেলে পোস্ট এ আপডেট করে দেয়া হবে।
Last update : ০২/০৬/২০২৪
আরও পড়ুনঃ amylase test কি এবং কেন করা হয়? Amylase টেস্ট এর দাম কত এবং বিস্তারিত জেনে নিন।
টেস্ট প্রস্তুতি :
রক্ত পরীক্ষার ক্ষেত্রে তেমন কোন স্পেশাল প্রিপারেশন নেই। তবে ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক নিতে বন্ধ করতে বলে সেই ক্ষেত্রে সেটি অনুসরণ করতে হবে। আপনার প্রশ্ন থাকলে ডাক্তার এর পরামর্শ নিন।
Sample সংগ্রহ:
ব্লাড টেস্ট করতে serum লাগবে যা রেড টিউব এ সংগ্রহ করতে হবে।
H pylori antigen টেস্ট এর জন্য stool লাগবে এবং সেটি সংগ্রহ করতে লক্ষ রাখা দরকার যেন কন্টামিনেশন না হয়।
স্যাম্পল সংগ্রহ করে অবশ্যই ৩০ মিনিট ক্লোটিং করতে রাখা হয়।
রিপোর্ট ডেলিভারি সময় :
এই টেস্ট আইসিটি ডিভাইস দিয়েও হয়ে থাকে আবার অটো মেশিন ও হয়ে থাকে।
Device দিয়ে করতে বেশি সময় লাগবে না।
তবে মেশিন করতে গেলে সময় একটু বেশি লাগবে ।
Diasorin কোম্পানির LIAISON মেশিন এ বেশির ভাগ ল্যাব h pylori igg টেস্ট করে থাকে। এছাড়াও অন্যান্য অটো মেশিন গুলিতে এই টেস্ট হয়ে থাকে।
ল্যাব এর ডেলিভারি সময় অনুযায়ী টেস্ট এর রিপোর্ট ডেলিভারি সময় নির্ধারণ করা হয়ে থাকে।
আইসিটি ডিভাইস দিয়ে ডেলিভারি সময় ৪ ঘণ্টা। Device এ টেস্ট করতে ইউজার ম্যানুয়াল অনুযায়ী ৩০ মিনিট সময় লেগে থাকে।
তবে মেশিন এ প্রায় ১ ঘণ্টা সময় লেগে থাকে।
নরমাল রিপোর্ট ডেলিভারি সময় ১ দিন ।
আরও পড়ুনঃLipase test কি এবং কেন করা হয়? দাম কত,প্রস্তুতি এবং রিপোর্ট ডেলিভারি সময় সহ সকল কিছু একই পোস্ট এ।
H pylori টেস্ট নরমাল ভ্যালু :
এই টেস্ট এর ল্যাব অনুযায়ী রিপোর্ট এর মান ভিন্ন হতে পারে। তবে h pylori igg টেস্ট এ cut off ভ্যালু থাকে।
Example: ০.৯০ এর নিচে হলে নেগেটিভ, এর বেশি হলে পজিটিভ।
H pylori antibody টেস্ট এ শুধু নেগটিভ এবং পজিটিভ লিখা থাকে।
উপসংহার :
এই পোস্টটি শুধু শিক্ষার জন্য। আপনার এই টেস্ট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এর লক্ষ্যে আমাদের এই পোস্ট। উপকৃত হলে পোস্ট টি অবশ্যই শেয়ার করুন । একটি share এর মাধ্যমে আপনিও অন্যদের উপকার করতে পারবেন । আর আমাদের পোস্ট এর আপডেট পেতে oviggobd fb পেজটিতে লাইক দিয়ে একটিভ থাকুন। ধন্যবাদ আপনাকে সময় নিয়ে পোস্ট টি পড়বার জন্য।
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।