Fbs বা fasting blood sugar কি এবং কেন করা হয়? Fbs টেস্ট সম্পর্কে সকল কিছু জেনে নিন।

কেমন আছেন সবাই । আজকে আমরা fbs টেস্ট নিয়ে আলোচনা করবো। এই টেস্ট কেন করা হয় ,টেস্ট করতে কি জানা দরকার ,টেস্ট এর দাম কত,সকল বিষয় থাকবে আজকের পোস্টে।

Fbs বা fasting blood sugar কি ?

fasting blood sugar (FBS) পরীক্ষা খালিপেটে রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করেতে ব্যাবহৃত হয় । এই পরীক্ষাটি সাধারণত ডায়াবেটিস নির্ণয় করতে বা সম্ভাব্য গ্লুকোজ-সম্পর্কিত সমস্যাগুলির জন্য ধারণা পেতে ব্যবহৃত হয়। সাধারণত, সঠিক  গ্লুকোজের মাত্রা পেতে রক্তের নমুনা নেওয়ার আগে কমপক্ষে ৮-১০ ঘন্টা উপবাস থাকতে হয়। রক্তে উচ্চ শর্করার মাত্রা ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস নির্দেশ করতে পারে।

Fbs বা fasting blood sugar  কেন করা হয় ?

fasting blood sugar (FBS) পরীক্ষাটি সাধারণত নিম্নলিখিত কারণে সঞ্চালিত হয়:

fasting blood sugar কেন করা হয়
fasting blood sugar কেন করা হয়
  1. ডায়াবেটিস নির্ণয় এবং ব্যবস্থাপনা: FBS হল ডায়াবেটিস রোগ নির্ণয়ের একটি মূল হাতিয়ার।  খালিপেটে  রক্তে উচ্চ শর্করার মাত্রা ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস রোগ নির্দেশ করে। শরীর কতটা ভালভাবে গ্লুকোজ নিয়ন্ত্রণ করছে , এই টেস্ট একজন ডাক্তারকে সঠিক মূল্যায়ন করতে সাহায্য করে ।
  2. স্ক্রিনিং: পরীক্ষাটি একটি স্ক্রীনিং টুল হিসাবে করা হয়ে থাকে, বিশেষ করে উচ্চ ঝুঁকিতে থাকা ডায়াবেটিসের  রোগীদের জন্য। যেমন ঘন ঘন প্রস্রাবের মতো লক্ষণ রয়েছে।
  3. মনিটরিং ট্রিটমেন্ট:  ডায়াবেটিস শনাক্ত হয়েছে এমন ব্যক্তিদের জন্য, FBS পরীক্ষাটি ওষুধ, খাদ্য, এবং জীবনধারা পরিবর্তন সহ ডায়াবেটিস ব্যবস্থাপনা পরিকল্পনার কার্যকারিতা নির্ণয় করতে ব্যবহৃত হয়।
  4. স্বাস্থ্য পরীক্ষা: FBS সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের মূল্যায়ন করতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণের সাথে কোনো সম্ভাব্য সমস্যা চিহ্নিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে করা যেতে পারে।

Fbs test price in bangladesh:

গ্রাম ও শহর ভেদে টেস্ট এর দাম কম বেশি দেখতে পাওয়া যায়। তবে সেটি সামান্য কম বেশি হতে পারে । Fbs টেস্ট সাধারণত সকল ডায়াগনস্টিক সেন্টারে হয়ে থাকে । এমন কি এটি বাসায় গ্লুকোমিটার এর সাহায্যেও করা যায়। তবে গ্লুকোমিটার এর থেকে অটো মেশিন এর ফলাফল বেশি নির্ভর যোগ্য। আমরা এখানে অটো মেশিন এর টেস্ট এর দাম ধারণা পাবার জন্য দিচ্ছি।

আমরা এখানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হেড অফিস এর দাম শেয়ার করছি।

Fasting Plasma glucose = 200 BDT

Corresponding Urine Sugar with Fasting = 50 BDT

লাস্ট আপডেট ২০/১১/২০২৩.

এখানে কিছু ক্ষেত্রে ব্লাড এর সাথে  প্রসাব এর সুগার টি অটো এন্ট্রি হয় । আবার আলাদা ও এন্ট্রি করা হয়।
তাই একটি টেস্ট করলে দুইটাই করতে হয় । তাহলে  গ্লুকোজ এর একটি ভালো ধারণা পাওয়া যায়।

সরকারি হাসপাতাল এ এই টেস্ট এর দাম কম হয়ে থাকে ।

সরকারি হাসপাতাল এ fbs টেস্ট ৬০ টাকা

২০২০ এর দাম অনুযায়ী।

আরও পড়ুনঃ rbs test কি এবং কেন করা হয়? rbs টেস্ট নরমাল কত ? rbs বেড়ে গেলে কি হয়?rbs test খরচ কত?

Fbs test preparation:

Fbs বা fasting blood glucose টেস্ট করবার জন্য কমপক্ষে ৭-১০ ঘণ্টা খালিপেটে থাকা ভালো।
তাহলে ফলাফল ভালো হয়। আর সকালে এসে রক্ত দিলে একদম সঠিক ফলাফল পাওয়া যায়।

এই সময় কাজ কর্ম থেকে বিরত থাকা উচিৎ। কারণ কাজ করলে শরীরে গ্লুকোজ এর পরিমাণ কমতে থাকে । তাই সঠিক ফলাফল পাওয়া যায় না।

আবার অনেক রোগী ৭-৮ ঘণ্টা না খেয়ে দুপুরে অথবা রাত্রে রক্ত দিতে আসে । সেই ক্ষেত্রেও ফলাফল এর তারতম্য দেখতে পাওয়া যায়।
তাই সব থেকে ভালো হয় রাত্রে খাবার পরে থেকে সকাল অব্দি না খেয়ে রক্ত দেয়া।

তবে রোগীর স্যালাইন চললে বা অন্য কোন জরুরী অবস্থা তে ডাক্তার এর পরামর্শ মোতাবেক sample নেয়া উচিৎ।

Fbs test স্যাম্পল সংগ্রহ :

এই টেস্ট করতে প্লাজমা লাগে ।তবে সিরাম দিয়েও করা যায়। প্লাজমা টিউবে গ্লুকোজ এর মান ভালো থাকে।

Fbs test সাধারণত plasma টিউব দিয়ে কালেকশন করা হয়। Red tube এ কালেকশন করেও করা যায়, কিন্তু বেশি সময় অপেক্ষা করলে রেড টিউব থেকে সুগার এর পরিমাণ কমতে থাকে। তাই fbs টেস্ট করবার জন্যে অবশ্যই সুগার টিউব ব্যাবহার করতে হবে।

সোডিয়াম ফ্লোরাইড এবং পটাসিয়াম অক্সালেট সহ টিউবগুলিতে একটি গ্লুকোজ স্টেবিলাইজার থাকে, যা আপনাকে ঘরের তাপমাত্রায় 24 ঘন্টা পর্যন্ত গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটিকে অবরুদ্ধ করে রাখে তাই গ্লুকোজের পরিমাণ একই থাকে।

Fbs test এর সতর্কতা:

Fbs টেস্ট করতে অনেক সময় ডায়াবেটিস এর ওষুধ খেয়ে অথবা না খেয়ে করবার পরমার্শ দেন ডাক্তার। সেটি অবশ্যই জেনে নেয়া ভালো ডাক্তার এর কাছে থেকে।

আর যদি প্রথম বার বা আপনার ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে ওষুধ এর কোন দরকার পরে না।

আরও পড়ুনঃ ppbs blood test কি এবং কেন করা হয়? সতর্কতা,প্রস্তুতি ও খরচ কত? | PPBS Full form.

Fbs test রিপোর্ট ডেলিভারি সময়:

Fbs টেস্ট করতে মেশিন এ বেশি সময় লাগে না তবে ডায়াগনস্টিক সেন্টারে উপরে নির্ভর করে ,কত দ্রুত তারা এটির ব্যাবস্থা করে।

সেন্ট্রিফিউজ করে মেশিন এ চালানোর পরে ৮-১৫ মিনিট পরে ফলাফল দেয়। তবে ফলাফল বেশি বা কম হলে অন্য মেশিন এ চেক করা হয় । এর সাথে ইউরিন বা প্রসাব এর রিপোর্ট একত্রিত করে দেয়া হয়।

  • আর্জেন্ট রিপোর্ট ডেলিভারি সময়
    ২-৩ ঘণ্টা।
  • নরমাল ডেলিভারি সময় ৮-১০ ঘণ্টা বা ১ দিন।

তবে রিপোর্ট ডেলিভারি সময় নির্ভর করে হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার এর কাজের চাপের উপরে। সেই জন্য অবস্থান ভেদে সময় এর কম বেশি হতে পারে।

FBS test normal level :

Unit বা একক এর উপরে ভিত্তি করে নরমাল ভেলু কম বেশি হতে পারে।  আমরা রিপোর্ট সহ একটি নরমাল ভ্যালু দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়।

fasting blood sugar report

Fbs নরমাল ভ্যালু :

কোন কোন রিপোর্ট এ ইউনিট mmol/L এ হয় আবার কোন টায় mg/dl এ হয়।

Fbs normal 3.33-6.11 mmol/L

এখানে 3.33-6.11 এর মধ্যে থাকলে নরমাল ধরা হয় । এছাড়াও কখন বেশি হলে এটি ডায়াবেটিস এর লক্ষণ সেটা ডাক্তার এর কাছে থেকে জেনে নেয়া ভালো।
কারণ প্রেগন্যানসিতে সুগার লেভেল বেড়ে যেতে পারে।
এছাড়াও বিভিন্ন কারণে সুগার লেভেল বেড়ে যায়।

  • এখানে রিপোর্টিং ইউনিট mmol/L এ আছে।
  • অনেকে জায়গাতেই mg/dl এ রিপোর্ট  হয় সেই ক্ষেত্রে রেঞ্জ অনেক বেশি হতে পারে ।
  • Mg/dl এর রিপোর্ট কে ১৮ দ্বারা ভাগ করলে mmol/L এ রিপোর্ট পাওয়া যায়।

উপসংহার :

আজকের পোস্ট এই পর্যন্তই। আমরা fbs টেস্ট সম্পর্কে যেই সকল বিষয় গুলি জানা দরকার সে বিষয় এ ধারণা দেবার চেষ্টা করেছি। এর মধ্যেও কিছু বাদ থাকতে পারে। নতুন কিছু সংযোজন করার থাকলে আমরা সেটি করবো। ডায়াবেটিস নির্ণয়ের জন্য fbs একটি গুরুত্বপূর্ণ টেস্ট তবে এছাড়াও আরো অন্যান্য টেস্ট এর পাশাপাশি করা যেতে পারে।
আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়বার জন্য আপনাকে ধন্যবাদ।পোস্ট টি ভালো লাগলে বা উপকার এ আসলে আপনি পোস্টটি শেয়ার করে অন্যদের উপকার করতে পারেন।

নিয়মিত টেস্ট এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ oviggobd তে লাইক দিয়ে একটিভ থাকুন।

Leave a Comment