আজকে আমরা ইসিজি নিয়ে আলোচনা করবো। ইসিজি কি এবং কেন এই টেস্ট ডাক্তার এডভাইস করেন।এই টেস্ট করতে কত খরচ হয়,টেস্ট করবার জন্য প্রিপারেশন কি থাকবে , রিপোর্ট ডেলিভারি সময় কত হতে পারে? ইসিজি নিয়ে যেই সকল বিষয় আপনার জানা দরকার সেই বিষয়গুলি জানানো হবে এই পোস্টে।
তো চলুন শুরু করা যাক।
ইসিজি কি:
ইসিজি পরীক্ষা, যা ইলেক্ট্রোকার্ডিওগ্রাম(electrocardiogram)নামেও পরিচিত, ,এটি একটি চিকিৎসা পদ্ধতি যা হৃৎপিণ্ডের বৈদ্যুতিক প্রক্রিয়া রেকর্ড এবং বিশ্লেষণ করতে সাহায্য করে।
ইসিজি পরীক্ষার সময়, ইলেক্ট্রোডগুলি রোগীর ত্বকের নির্দিষ্ট স্থানে, সাধারণত বুকে, বাহুতে এবং পায়ে লাগানো হয়। এই ইলেক্ট্রোডগুলি হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে সাথে সৃষ্ঠ বৈদ্যুতিক সংকেতগুলি সনাক্ত করে এবং তুলে নেয়।
আলোচ্য বিষয়বলি
ইসিজি কেন করা হয়:
ডাক্তাররা বিভিন্ন কারণে ইসিজি পরীক্ষার পরামর্শ দিতে পারেন যেমন:
- উপসর্গ নির্ণয়: একজন রোগী যদি বুকে ব্যথা, ধড়ফড়, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ অনুভব করেন, তাহলে ইসিজি পরীক্ষা এই লক্ষণগুলোর জন্য শরীরে ভিতরে হৃদরোগ সম্পর্কিত কোন কারণ আছে কিনা তা নির্ণয় করতে সাহায্য করতে পারে।
- রুটিন চেক-আপ: রুটিন চেক আপ এর অংশ হিসাবে, চিকিৎসকরা হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ নির্ণয় করতে এবং শরীরের ইন্টারনাল হৃদরোগ বা ঝুঁকির কারণগুলি সনাক্ত করতে একটি স্ক্রিনিং টুল হিসাবে ইসিজি পরীক্ষা অন্তর্ভুক্ত করতে পারেন।
- হার্টের অবস্থা দেখতে: একজন রোগীর যদি আগে থেকে হার্টের সমস্যা থাকে, যেমন করোনারি আর্টারি ডিজিজ(coronary artery disease), হার্ট ফেইলিওর(heart failure), বা অ্যারিথমিয়াস(arrhythmias), তাহলে হার্টের বৈদ্যুতিক কার্যকারিতা নির্ণয় অথবা চিকিৎসা কার্যকারিতা নির্ণয় বা কোনো পরিবর্তন বা জটিলতা সনাক্ত করতে নিয়মিত ইসিজি পরীক্ষা করা যেতে পারে।
- প্রি-অপারেটিভ ঝুঁকি : নির্দিষ্ট সার্জারি বিশেষ করে যেগুলি অ্যানেস্থেশিয়া বা কার্ডিওভাসকুলার স্ট্রেস জড়িত, তার জন্য ইসিজি রোগীর হৃদযন্ত্রের কার্যকারিতা নির্ণয় করতে এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার জন্য করতে দিতে পারে।
- চিকিৎসার পরে ফলো-আপ: কার্ডিয়াক পদ্ধতি, সার্জারি, বা নতুন ওষুধ শুরু করার মতো কাজে , ডাক্তার রোগীর প্রতিক্রিয়া নির্ণয় করতে এবং হার্ট আশানুরূপ কাজ করছে কিনা তা নিশ্চিত করতে ইসিজি পরীক্ষা করতে দিতে পারেন।
- বিশেষ ঝুঁকিতে: কিছু ক্ষেত্রে, কার্ডিওভাসকুলার ঝুঁকি নির্ণয় এর অংশ হিসাবে ইসিজি পরীক্ষা করা যেতে পারে, বিশেষ করে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস।
ইসিজি টেস্ট প্রাইস ইন বাংলাদেশ:
ইসিজি পরীক্ষা এর দাম কম বেশি হয়ে থাকতে পারে।
সারা বাংলাদেশ এ বর্তমান এ ছোট ল্যাব হসপিটাল এও এই ইসিজি টেস্ট হয়ে থাকে । তবে অঞ্চলভেদে হালকা কম বেশি হতে পারে।
তাই আমরা বর্তমান সময় এর টেস্ট এর ধারণা পেতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর দাম দিব।
অন্যান্য ল্যাব গুলিতে এই টেস্ট এর দাম এর কাছাকাছি হতে পারে।
ecg test price in popular diagnostic center:
নিম্নে ইসিজি পরীক্ষা এর বিভিন্ন টেস্ট এর নাম সহ দাম দেয়া হল।
Test Name | Test Price |
ECG | ৪০০ টাকা |
ECG (N) | ৪০০ টাকা |
ECG (N) (up to 5 years)(24) | ৪০০ টাকা |
ECG (up to 5 years) | ৪০০ টাকা |
Holter ECG 120hrs | ৮০০০ টাকা |
Holter ECG 24hrs | ৪০০০ টাকা |
Holter ECG 48hrs | ৫০০০ টাকা |
Holter ECG 72hrs | ৬০০০ টাকা |
Holter ECG 96hrs | ৭০০০ টাকা |
পপুলার হেড অফিস এর দাম।
সর্বশেষ ১৮ জুলাই ২০২৩ এর দাম অনুযায়ী।
ইসিজি পরীক্ষা এর প্রস্তুতি:
এই টেস্ট এর জন্য তেমন কোন স্পেশাল প্রিপারেশন নিতে হয় না। যদি কিছু মানতে হয় সেই ক্ষেত্রে ডাক্তার আপনাকে আগে থেকেই বলে দিবে। কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে।
ইসিজি পরীক্ষা এর সতর্কতা:
লোশন বা তেল এড়িয়ে চলুন: পরীক্ষার দিন আপনার বুকের অংশে লোশন, তেল বা পাউডার লাগাবেন না। এই পদার্থগুলি ত্বকে সঠিকভাবে ইলেক্ট্রোড চলার ক্ষমতাকে বিঘ্ন করতে পারে।
ইসিজি পরীক্ষা করতে কি কোন ব্যাথা হয়?
ইসিজি পরীক্ষা তে কোন ব্যাথা হয় না। তেমন ভয় পাবার কোন কারণ নাই।
ইসিজি পরীক্ষা রিপোর্ট ডেলিভারি সময়:
ইসিজি পরীক্ষা করতে বেশি সময় লাগে না ৫-১০ মিনিট এর মধ্যেই এই টেস্ট করা হয়ে যায়।
তবে রোগীর সিরিয়াল অনুযায়ী এই টেস্ট হয় ।
তাই রোগীর চাপ থাকলে দেরি হবে ।
আবার এখানে ইলেকট্রোড এর তার গুলি লাগতে কিছু সময় লাগতে পারে।
তাই এই রিপোর্ট এর ডেলিভারি সময় সম্পূর্ন ডায়াগনস্টিক বা হাসপাতাল এর উপরে নির্ভর করে ।
আমরা এই টেস্ট করতে কত সময় লাগে তার একটি ধারণা দিলাম।
রোগীর চাপ থাকলে রিপোর্ট পেতে সময় লাগতে পারে।
উপসংহার:
ইসিজি পরীক্ষা হার্ট এর জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা । আর এই টেস্ট করতে ভয় পাবার কিছু নেই।
ভালো ফলাফল পাবার জন্য অবশ্যই ভালো হসপিটাল অথবা ডায়াগনস্টিক সেন্টার থেকে করতে হবে।
আজকের পোস্ট এই পর্যন্তই। আমাদের পোস্ট ভালো লাগলে অথবা আপনার উপকার এ আসলে অবশ্যই সামাজিক মাধ্যমে share করতে পারেন । তাতে করে অন্যদেরও উপকার হবে।
আমাদের পোস্ট এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ oviggobd তে ফলো করতে পারেন । সবাইকে ধন্যবাদ সময় নিয়ে পোস্ট পড়বার জন্যে।
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।
Good initiative
thank you sir