আজকে আমরা bone marrow test সম্পর্কে আলোচনা করবো। এই টেস্ট কেন করা হয়,কি কি সতর্কতা পালন করতে হবে।এই টেস্ট এর খরচ কত লাগে।রিপোর্ট ডেলিভারি সময় কত লাগে। সকল বিষয় থাকবে আজকের পোস্ট এ।
এখন আজকে আমরা জেনে নিব bone marrow কি।
bone marrow test কি?
bone marrow test, যা বোন ম্যারো অস্পিরেশন(bone marrow aspiration) এবং বায়োপসি(biopsy) নামেও পরিচিত।
এটি একটি চিকিৎসা পদ্ধতি যা অস্থি মজ্জার স্বাস্থ্য এবং কার্যকারিতা নির্ণয় করতে ব্যবহৃত হয়। অস্থি মজ্জা হল স্পঞ্জি টিস্যু যা নির্দিষ্ট হাড়ের কেন্দ্রে পাওয়া যায়, যেমন নিতম্বের হাড় এবং স্তনের হাড়। এটি লোহিত রক্তকণিকা(red blood cells), শ্বেত রক্তকণিকা(white blood cells) এবং প্লেটলেট(platelets) সহ রক্তকণিকা উৎপাদনে ভূমিকা রাখে।
bone marrow test এর দুটি প্রধান উপাদান রয়েছে:
বোন ম্যারো অস্পিরেশন এবং বোন ম্যারো বায়োপসি।
- বোন ম্যারো অস্পিরেশন(bone marrow aspiration): ডাক্তার হাড় থেকে সামান্য পরিমাণ তরল অস্থি মজ্জা নিতে একটি পাতলা সুই ব্যবহার করবেন। এই প্রক্রিয়াটিতে তীক্ষ্ণ সংবেদন তৈরি করতে পারে। নিতম্বের হাড়ের পিছন থেকে অথবা বুকের হাড় থেকে নমুনা নেওয়া হয়। সংগৃহীত অস্থি মজ্জা তারপর মাইক্রোস্কোপ এ পরীক্ষা করা হয় রক্ত কোষের সংখ্যা, আকার এবং আকৃতি নির্ণয় করার জন্য।
- বোন ম্যারো বায়োপসি (bone marrow biopsy): বোন ম্যারো অস্পিরেশন অনুসরণ করে, ডাক্তার হাড় এবং মজ্জার টিস্যুর একটি ছোট কোর অপসারণের জন্য একটি সামান্য বড় সুই ব্যবহার করে থাকেন। এই বায়োপসি অস্থি মজ্জার গঠন নির্ণয় করতে সাহায্য করে। এই পদ্ধতিতে চাপ বা অস্বস্তি হতে পারে।
আলোচ্য বিষয়বলি
bone marrow test কেন করা হয়?
একজন ডাক্তার বিভিন্ন কারণে bone marrow test পরামর্শ দিতে পারেন:
- রক্তের রোগ নির্ণয়: যদি একজন ব্যক্তি ভিতরে নানা উপসর্গ যেমন ক্লান্তি, ইন্টারনাল বিল্ডিং বা রক্তপাত, বারবার সংক্রমণ, অস্বাভাবিক রক্তের সংখ্যা বা রক্তস্বল্পতা অনুভব করেন, তাহলে অন্তর্নিহিত কারণ নির্ণয় করতে সাহায্য করার জন্য bone marrow test করবার পরামর্শ দিতে পারে। এটি রক্তের বিভিন্ন রোগ যেমন লিউকেমিয়া(leukemia), লিম্ফোমা(lymphoma), মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোম (myelodysplastic syndromes) বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া (aplastic anemia)সনাক্ত করতে সাহায্য করতে পারে।
- ক্যান্সারের স্টেজিং এবং পর্যবেক্ষণ: নির্দিষ্ট ধরণের ক্যান্সারে, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, বা একাধিক মায়োলোমা, bone marrow রোগের পর্যায় নির্ধারণ করতে, এর অগ্রগতি নির্ণয় করতে বা চিকিৎসার কার্যকারিতা যাচাই করতে ভূমিকা রাখতে পারে। এটি ডাক্তারদের অস্থি মজ্জাতে ক্যান্সার কোষের অনুপ্রবেশ নির্ণয় করতে এবং চিকিৎসার কৌশল সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
- ঘন ঘন জ্বর: যদি একজন ব্যক্তির ক্রমাগত বা ঘন ঘন জ্বর, সংক্রমণ, বা অন্যান্য অব্যক্ত লক্ষণ থাকে, তাহলে সম্ভাব্য কারণ নির্ণয় করার জন্য অস্থি মজ্জা পরীক্ষা করা যেতে পারে। এটি bone marrow কে প্রভাবিত করে এমন সংক্রমণ সনাক্ত করতে সাহায্য করতে পারে, যেমন যক্ষ্মা বা ছত্রাক সংক্রমণ।
- রক্তের অস্বাভাবিকতা নির্ণয়: যদি রক্তের কোষের সংখ্যায় অস্বাভাবিকতা থাকে বা নিয়মিত রক্ত পরীক্ষায় রক্তের কোষের অস্বাভাবিক আকার পরিলক্ষিত হয়, তাহলে সেই সমস্যা জানার জন্য bone marrow পরীক্ষার এডভাইস করতে পারে। এটি রক্তের কোষের উৎপাদন, পরিপক্কতা এবং কার্যকারিতা সম্পর্কে ধারণা প্রদান করতে পারে।
- চিকিৎসার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ: কিছু ক্ষেত্রে, কেমোথেরাপি বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের মতো নির্দিষ্ট চিকিৎসার প্রতিক্রিয়া নির্ণয় করতে bone marrow টেস্ট করতে দিতে পারে। এটি চিকিৎসার কার্যকারিতা নির্ধারণে সাহায্য করে এবং পরবর্তী কোন পদক্ষেপ নিতে হবে সেটি নির্ণয় করতে সাহায্য করে।
bone marrow test price in bangladesh:
Bone marrow টেস্ট করতে অবশ্যই একজন ভালো ডাক্তার এর প্রযোজন হয়। এখনে টেস্ট এর আলদা কালেকশন চার্জ থাকে। এখনে অঞ্চল ভেদে বা ডায়গনস্টিক সেন্টার ভেদে মূল্যমান কম বেশি হতে পারে। আমরা শহরের টেস্ট এর ধারণা দিচ্ছি।
bone marrow test price in popular diagnostic center:
বোন ম্যারো টেস্ট এর দাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারের
Test Name | Test Price |
Bone Marrow Examination | 4000 টাকা |
Bone Marrow for C/S | 2000 টাকা |
Bone Marrow for Fungus | 400 টাকা |
Bone Marrow for Fungus C/S | 1500 টাকা |
2023 এর আপডেট দাম।
bone marrow test প্রিপারেশন:
এই টেস্ট করতে বুকের হাড় অথবা হিপ জয়েন্ট এর পিছনে থেকে সামান্য পরিমাণ ব্লাড ফ্লুইড কাঁচের স্লাইড নেয়া হয়। যার কারণে এই টেস্ট টি স্যাম্পল কালেকশন খুবই বেদনাদায়ক। চিকিৎসার জন্যে এই টেস্ট টি করতেই হবে। তবে যাই হোক ভয় পেলে চলবে না সঠিক চিকিৎসা ছাড়া রোগ ভালো হয় না।
সেই জন্যে আগে থেকে মানুষিক প্রস্তুতি নিতে হবে। আবার আগেই ভয় পেয়ে গেলে তখন আবার টেস্ট করতে চাইবে না অনেকে।
bone marrow test সতর্কতা:
এই টেস্ট এর স্যাম্পল কালেকশন করতে যেই সকল সরঞ্জাম লাগবে সেগুলি অবশ্যই টেস্ট করবার পূর্বে অটোক্লাভে এ sterilization(জীবাণুমুক্তকরণ) করে নিতে হবে।
আবার অনেক সময় দেখা যায় অনেক গ্রামে বা জেলা শহর এও অদক্ষ লোকজন ও এই টেস্ট এর স্যাম্পল কালেকশন করে থাকে। তাই সেই বিষয় এ সতর্কতা অবলম্বন করতে হবে।
একজন দক্ষ হেমাটোলজি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এই স্যাম্পল কালেকশন করা হয় ।
bone marrow test রিপোর্ট ডেলিভারি সময়:
এই টেস্ট বড় বড় ল্যাব গুলিতে বেশি হয়। ছোট ল্যাব গুলিতে কম হয়। এই স্যাম্পল সংগ্রহ করবার পরে স্লাইড স্টেইন করে সেটিকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়।
এটি সম্পূর্ণ নির্ভর করে যেই ডাক্তার স্যাম্পল সংগ্রহ করেন তার উপরে।
সচরাচর এই টেস্ট এর রিপোর্ট ডেলিভারি সময় ২-৩ দিন হয়ে থাকে ।
উপসংহার:
আমরা এই টেস্ট সম্পর্কে ধারণা দেবার জন্যে এই পোস্ট করা । বোন ম্যারো করবার সময় অবশ্যই ভালো ডাক্তার এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা উচিৎ। আর টেস্ট করবার সময় ভালো ডাক্তার ও ভালো ডায়াগনস্টিক সেন্টার থেকে করা উচিৎ।
আজকের পোস্ট এই পর্যন্তই।আমাদের পোস্ট ভালো লাগলে বা আপনার উপকার এ আসলে আপনিও share করে অন্যদের উপকার করতে পারবেন।
আমাদের পোস্ট এর আপডেট পেতে ফেসবুক পেজ oviggobd তে লাইক দিয়ে পাশে থাকুন।
ধন্যবাদ সময় নিয়ে পোস্ট টি পড়বার জন্য।
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।
Thanks Bhaiya
Welcome