২০২৩ বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৯ বাফা কোর্স নিয়োগে যেসকল যোগ্যতা ও কাগজপত্র দরকার। || বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩

বাংলাদেশ এর বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে ৮৯ বাফা কোর্সে যোগদান করার জন্যে যেই বিষয় গুলি জানা দরকার ।


ইতিমধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৯ বাফা কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৩ এর আবেদন শুরু হয়ে গেছে ।

২০২৩ বাংলাদেশ এর বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে ৮৯ বাফা কোর্সে নিয়োগ
২০২৩ বাংলাদেশ এর বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে ৮৯ বাফা কোর্সে নিয়োগ

অফিসার ক্যাডেটে ৮৯ বাফা কোর্সে যোগদানের সম্ভাব্য তারিখ ।

এটির যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে ২৪ শে ডিসেম্বর ২০২৩ তারিখে। মূলত এইচএসসি পাশের পরেই বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়েরা এই কোর্সটিতে আবেদন করতে পারবে এবং ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা এটিতে আবেদন করতে পারবে।

বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৯ বাফা কোর্স শিক্ষাগত যোগ্যতা

এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে জিডি(পি) এর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড – “এ”। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম লাগবে ৪.৫০ জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড – “এ” ।

লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি এর ক্ষেত্রে পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম ৪.৫০ জিপিএ লাগবে এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড – “এ” লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।

ফিন্যান্স এর ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.৫০ উভয় পরীক্ষায় এবং গণিত ও হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড – “এ” থাকতে হবে।

বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৯ বাফা কোর্সে অন্যান্য যে যোগ্যতা লাগবে সেগুলো হলো :

নাগরিকত্ব: বাংলাদেশ এর পুরুষ/ মহিলা নাগরিক হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা হতে হবে।

বয়স: ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর ( ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ) বড়দের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য হবে না।

উচ্চতা:
পুরুষ প্রার্থী: পুরুষ প্রার্থী এর ক্ষেত্রে কমপক্ষে ৬.৪ ইঞ্চি, বুকের মাপ: কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ হতে হবে২ ইঞ্চি।

মহিলা প্রার্থী: জিডি(পি) – মহিলা প্রার্থী এর ক্ষেত্রে কমপক্ষে ৬৪ ইঞ্চি লাগবে , বুকের মাপ: কমপক্ষে ২৮ ইঞ্চি হতে হবে, প্রসারণ হতে হবে ২ ইঞ্চি।

অন্যান্য: কমপক্ষে ৬২ ইঞ্চি

ওজন: বয়স ও উচ্চতানুযায়ী হবে

চোখ: দু চোখের দৃষ্টিশক্তি : জিডি(পি) – ৬/৬ , এটিসি ও এডিডব্লিউসি – ৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও ফিনান্স – ৬/৬০ পর্যন্ত। সকল শাখার জন্য Colour Perception Standard-1 ।

বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৯ বাফা কোর্সে প্রশিক্ষণ/কমিশন:

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। মোট ৪ বছর মেয়াদ এর স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে, কমিশন পাওয়ার পরবর্তী ১ বছর সহ ।

প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রী: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অধীনে বিএসসি (সম্মান) অ্যারোনটিক্স/ বিবিএ/ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন।

বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৯ বাফা কোর্সে বিশেষ সুযোগ সুবিধা:

প্রশিক্ষণ চলা কালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০.০০ টাকা দেয়া হবে । এছাড়াও প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও বোনাস এর ব্যাবস্থা রয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৯ বাফা কোর্সে নির্বাচন পদ্ধতি:

(১) প্রাথমিক লিখিত পরীক্ষা: আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ বিদ্যায় লিখিত পরীক্ষায় দিতে হবে। ফিন্যান্স শাখার জন্য শুধুমাত্র আইকিউ, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা বিষয় এ হবে।
(২) প্রাথমিক ডাক্তারি পরীক্ষা
(৩) প্রাথমিক মৌখিক পরীক্ষা
(৪) আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)
(৫)চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক নেয়া হবে।
(৬) ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)


বিঃ দ্রঃ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল,ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৯ বাফা কোর্সে আবেদন

** আবেদন অনলাইনে করতে হবে এবং এর ফি ১০০০ টাকা।
** আবেদন করার পর আবেদন পত্র এবং প্রবেশপত্র অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন।
** অনলাইনে আবেদনের সময়সীমা – ১ মে ২০২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩ । * শর্ত প্রযোজ্য।

২ thoughts on “২০২৩ বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৯ বাফা কোর্স নিয়োগে যেসকল যোগ্যতা ও কাগজপত্র দরকার। || বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩”

Leave a Comment