Aso titre সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। aso টেস্ট এর full form কি? aso টেস্ট কেন করা হয় বা ডাক্তার কেন এডভাইস করেন। Aso টেস্ট এর খরচ কত, পরীক্ষার ডেলিভারি সময় , সকল বিষয় নিয়ে আলোচনা করবো পোষ্টে।
Aso titre কি?
ASO এর full form হল অ্যান্টি-স্ট্রেপ্টোলাইসিন ও (Anti-Streptolysin O)। এই পরীক্ষাটি রক্তে অ্যান্টি-স্ট্রেপ্টোলাইসিন ও নামক অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয় করতে ব্যবহৃত হয়। স্ট্রেপ্টোলাইসিন ও হল একটি বিষাক্ত এনজাইম যা স্ট্রেপ্টোকক্কাস পাইজেনেস (Streptococcus pyogenes) ব্যাকটেরিয়া দ্বারা তৈরী হয়। যেটি বিভিন্ন সংক্রমণ যেমন স্ট্রেপ থ্রোট, স্কারলেট জ্বর , বাতজ্বর (rheumatic fever)এবং গ্লোমেরুলোনফ্রাইটিসের (glomerulonephritis)মতো রোগের সংক্রমণ এর জটিলতার জন্য দায়ী।
আলোচ্য বিষয়বলি
Aso titre কেন করা হয়:
একজন ডাক্তার বিভিন্ন কারণে ASO test পরামর্শ দিতে পারেন:
- স্ট্রেপ্টোকক্কাল (Streptococcal) সংক্রমণ: একজন রোগীর যদি স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণের লক্ষণ দেখায়, যেমন গলা ব্যথা, জ্বর, টনসিল ফোলা এবং লিম্ফ নোড বৃদ্ধি , তাহলে ডাক্তার স্ট্রেপ্টোকক্কাল (Streptococcal) সংক্রমণ নিশ্চিত করার জন্য এই ASO পরীক্ষাটি দিতে পারেন। তবে তাত্ক্ষণিক রোগ সনাক্ত করার জন্য throat c/s বা থ্রোট কালচার করা হয়। কারণ ASO পরীক্ষা অ্যান্টিবডি তৈরী হবার পরে সনাক্ত করতে পারে।
- সংক্রমণ পরবর্তী জটিলতা: স্ট্রেপ্টোকক্কাল (Streptococcal) সংক্রমণের ফলে বাতজ্বর এবং গ্লোমেরুলোনফ্রাইটিসের (glomerulonephritis) মতো রোগ দেখা দিতে পারে। এই রোগগুলির বিকাশের ঝুঁকি নির্ণয় করার জন্য, একজন ডাক্তার একটি ASO test প্রেসক্রাইব করতে পারেন। রক্তে অ্যান্টি-স্ট্রেপ্টোলাইসিন ও অ্যান্টিবডিগুলির অধিক ফলাফল পূর্ববর্তী স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণ এবং রোগের ঝুঁকিবৃদ্ধি নির্দেশ করতে পারে।
- চিকিৎসার কার্যকারিতা যাচাই : যখন একজন রোগীর স্ট্রেপ্টোকোকাল সংক্রমণ ধরা পড়ে এবং তার চিকিৎসা চলছে, চিকিৎসার কার্যকারিতা যাচাই জন্য ASO test করা যেতে পারে। পরবর্তী পরীক্ষাগুলিতে যদি অ্যান্টি-স্ট্রেপ্টোলাইসিন o অ্যান্টিবডিগুলির মাত্রা কম হয় তাহলে বুঝা যাবে যে চিকিৎসা কাজ করছে, কিন্তু ক্রমাগত উচ্চ ফলাফল চলমান বা পুনরাবৃত্ত সংক্রমণের অবস্থা বুঝায় ।
- রোগের জন্য ফলো-আপ: যদি একজন রোগীর আগে স্ট্রেপ্টোকোকাল সংক্রমণ হয় এবং পরবর্তীতে বাতজ্বর, গ্লোমেরুলোনফ্রাইটিস বা অন্যান্য পোস্ট-স্ট্রেপ্টোকোকাল অবস্থার মতো রোগ দেখা দেয়, তাহলে এই রোগের অগ্রগতি বুঝার জন্য ডাক্তার ASO পরীক্ষার দিতে পারে।
এছড়াও ডাক্তার রোগীর আরও অন্যান্য উপসর্গ বিবেচনা করে aso test প্রেসক্রাইব করতে পারেন। তাই নিজে থেকে টেস্ট না করে অবশ্যই ডাক্তার এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা উচিৎ।
Aso titre price in bangladesh-aso টেস্ট এর দাম :
aso টেস্ট প্রায় সব ল্যাব এই করে থাকে বর্তমান এ । তবে গ্রাম অঞ্চল যেখানে টেস্ট কম হয় সেইসকল ল্যাব এ এই টেস্ট নাও হতে পারে।
আমরা ধারণা পাবার জন্য Aso titre এর দাম দিচ্ছি।
Aso titre price in popular diagnostic center:
Aso titre এর দাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ৮০০ টাকা। ২০২৩ এর দাম।
Aso titre এর দাম সরকারি ভাবে ২৫০ টাকা ২০২০ সালের দাম অনুযায়ী।
Aso titre preparetion বা প্রস্তুতি:
Aso titreএর স্পেশাল কোন প্রস্তুতি নাই । তবে ডাক্তার যদি কোন স্পেশাল প্রিপারেশন দেয় তাহলে সেটি অনুসরণ করতে হবে।
Aso titre স্যাম্পল কালেকশন:
Aso titre করতে স্যাম্পল হিসাবে সিরাম ( serum) লাগে।
কালেকশন করতে রেড টিউব ( red tube ) লাগে।
সম্পল কালকেশন করার পরে ৩০ মিনিট সেটিকে রেখে দিতে হবে clot করবার জন্যে । তার পরে ১০ মিনিট ৪০০০ RPM এ ঘুরিয়ে সিরাম বের করতে হবে।
আরও পড়ুনঃ ra test কি এবং কেন করা হয় ? নরমাল কত,খরচ কত? ra test details in bangla.
Aso titre রিপোর্ট ডেলিভারি সময়:
Aso টেস্ট সাধারণত প্রায় সকল ল্যাব গুলিতেই ম্যানুয়াল পদ্ধতিতে করে হয়ে থাকে। কিছু অটো মেশিন থাকতে পারে। তবে এটি ম্যানুয়াল পদ্ধতিতে বেশি জনপ্রিয় এবং কার্যকরী ফলাফল দিতে পারে ।
ম্যানুয়াল পদ্ধতিতে যদি নেগেটিভ আসে তাহলে ২ মিনিট পরেই ফলাফল দেয়। আবার পজিটিভ আসলে সেটিকে ডাইলুউশন দিতে হয় সেক্ষেত্রে আবার টেস্ট করতে হয় এবং অনুপাত নির্ণয় করা হয়।
তাই স্ট্যান্ডার্ড aso ডেলিভারি সময়
- আর্জেন্ট রিপোর্ট ২ ঘণ্টা
- নরমাল ডেলিভারি সময় ৭-৮ ঘণ্টা বা ১-২ দিন।
তবে ল্যাব এর কাজের উপরে নির্ভর করে রিপোর্ট ডেলিভারি সময় কম বেশি হতে পারে ।
উপসংহার:
Aso টেস্ট এর ফলাফল যাই হোক না কেন সঠিক চিকিৎসাতে ভালো হয়ে যায় এই রোগ। তবে অবশ্যই ডাক্তার এর পরামর্শ অনুযায়ী সকল নিয়মকানুন মেনে চলতে হবে ।
আজকের পোস্টটি এই পর্যন্তই এর পরের পোস্ট এ আমরা Aso titre এর নরমাল রেঞ্জ এবং aso বেড়ে যাবার কারণ গুলি নিয়ে আলোচনা করব।
পরবর্তী পোষ্ট
aso titre নরমাল কত? aso বেড়ে গেলে কি হয়? বাত জ্বরের লক্ষণ কি?
আমদের পোষ্ট ভালো লাগলে অবশ্যই আমদের ফেসবুক পেজ oviggobd ফলো করতে পারেন নতুন নতুন টেস্ট সম্পর্কিত আপডেট পেতে,সবাইকে ধন্যবাদ।
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।
খুব ভালো লিখছেন। অনেককিছু জানতে পারলাম।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
খুবভাল আলোচনা আগামী দিনে আরো ভাল আলোচনা করবেন বিভিন্ন রোগ নিয়ে । ভাল থাকবেন
ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ