APTT TEST কি এবং কেন করা হয়? APTT TEST এর সকল কিছু জেনে নিন।

কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন । আজকে আমরা APTT TEST নিয়ে আলোচনা করব। এই টেস্ট কি ও কেন করা হয়? টেস্ট প্রিপারেশন,স্যাম্পল সংগ্রহ,টেস্ট এর দাম এবং রিপোর্ট ডেলিভারি সহ বিস্তারিত পাবেন একই পোস্টে।

APTT TEST কি ?

APTT বা অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম (Activated Partial Thromboplastin Time) পরীক্ষা হল একটি রক্ত ​​পরীক্ষা যা রক্ত ​​জমাট বাঁধতে কতটা সময় নেয় তা পরিমাপ করে। APTT দীর্ঘায়িত রক্তপাতের ব্যাধি বা অ্যান্টিকোয়াগুল্যান্ট থেরাপি পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা নির্দেশ করতে পারে। এই পরীক্ষাটি প্রায়শই একজন ব্যক্তির সামগ্রিক হেমোস্ট্যাসিস নির্ণয় করতে এবং রক্তপাত বা জমাট বাঁধার ঝুঁকি নির্ণয় করতে অন্যান্য রক্ত পরীক্ষার সাথে করা হয়।

aptt test কেন করা হয়?

APTT (অ্যাক্টিভেটেড আংশিক থ্রম্বোপ্লাস্টিন টাইম) পরীক্ষাটি বিভিন্ন কারণে করা হয়ে থাকে:

aptt test কেন করা হয়?
aptt test কেন করা হয়?
  1.  অ্যান্টিকোয়াগুল্যান্ট থেরাপি মনিটরিং: এটি হেপারিনের মতো অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধের কার্যকারিতা নির্ণয় করতে ব্যবহৃত হয়, যা প্রায়শই রক্তের জমাট বাঁধা প্রতিরোধ বা চিকিৎসা করার জন্য করা হয়ে থাকে। APTT পরিমাপ করে, ডাক্তার নিশ্চিত করতে পারেন যে রোগী ওষুধের যথাযথ ডোজ পাচ্ছেন কিনা।
  2. ব্লিডিং ডিসঅর্ডারস অ্যাসেসিং:একটি উচ্চ APTT হিমোফিলিয়া বা ভন উইলেব্র্যান্ড রোগের মতো রক্তপাতের মত ব্যাধির সংকেত দিতে পারে। এই পরীক্ষাটি এই অবস্থাগুলি নির্ণয় করতে সাহায্য করে।
  3. প্রিঅপারেটিভ ইভালুয়েশন: সার্জারির সময় রোগীর রক্তপাতের ঝুঁকি নির্ণয়ের জন্য aptt অপারেটিভ মূল্যায়নের অংশ হতে পারে। এটি নিশ্চিত করে যে অপারেশন করার আগে রক্ত জমাট বাঁধা নিরাপদ সীমার মধ্যে রয়েছে।
  4. হেমোস্ট্যাসিস মনিটরিং: PT (প্রথ্রোমবিন টাইম) এবং প্লেটলেট কাউন্টের মতো অন্যান্য রক্ত জমাট বাঁধার পরীক্ষার সাথে APTT, একজন রোগীর সামগ্রিক হেমোস্ট্যাসিস নির্ণয় করতে ব্যবহৃত হয়।
  5. গবেষণা এবং তদন্ত: এটি জমাট বাধা এবং জমাট বাঁধার প্রক্রিয়া সম্পর্কিত গবেষণাতেও ব্যবহৃত হয়।

APTT পরীক্ষা রোগীর জমাট বাঁধার ক্ষমতা সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে এবং ডাক্তারকে চিকিৎসা ও রোগ নির্ণয়ের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

APTT test price in bangladesh:

APTT টেস্ট এর দাম ডায়াগনষ্টিক সেন্টার ভেদে কম বেশি হতে পারে। তবে এই টেস্ট গুলি গ্রামাঞ্চলের ল্যাব গুলিতে তেমন করা হয় না। আমরা এই টেস্ট এর দামের ধরণা পেতে শহর অঞ্চল এর দাম নিয়ে আলোচনা করবো।

APTT test এর দাম পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এ হেড অফিস অনুযায়ী : 1000 BDT.

তবে এটি সময় এর সাথে সাথে পরিবর্তন হতে পারে।

লাস্ট আপডেট: 08/11/2023

সরকারি হাসপতাল গুলোতে aptt test এর দাম তুলনমূলকভাবে কম হয়ে থাকে । তবে অনেক সময় এখানে এই টেস্ট গুলি করে না।
২০২০ সালের আপডেট অনুযায়ী সরকারি হসপিটাল এর APTT টেস্ট এর দাম ১৫০ টাকা ।
সময় এর সাথে দাম কম বেশি হতে পারে তাই যাচাই করে নিন।

আরও পড়ুনঃ Prothombin time test কেন করা হয়? Prothombin time test এর সকল কিছু একই পোস্টে।

APTT test preparetion:

Pt test এর মত এই টেস্টের জন্যে তেমন কোন স্পেশাল প্রস্তুতি নাই। তবে ডাক্তার যদি কোন প্রিপারেশন দেয় সেটি খেয়াল রাখতে হবে। Fasting থাকতে হবে না।

APTT test স্যাম্পল প্রিপারেশন:

এই টেস্ট টি করতে অ্যান্টিকোয়াগুল্যান্ট (anticoagulant) টিউব লাগবে । টিউবের মধ্যে সোডিয়াম সাইট্রেট (sodium citrate) অ্যান্টিকোয়াগুল্যান্ট দেয়া থাকবে। সোডিয়াম সাইট্রেট এর রাসায়নিক সংকেত (Na3C6H5O7)। টিউব টি হালকা নীল রঙের হয়ে থাকে এবং টেস্ট করতে Sample হিসাবে প্লাজমা লাগবে ।

APTT TEST স্যাম্পল সংগ্রহ করবার সতর্কতা:

এই টেস্ট টি করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করে স্যাম্পল সংগ্রহ করতে হবে। অ্যান্টিকোয়াগুল্যান্ট দেয়া টিউব এ স্যাম্পল সংগ্রহ করবার পরে ক্লোট করতে কিছু সময় রেখে দিতে হয়। ক্লোটিং হবার পরে সেন্ট্রিফিউজ দিতে হবে ১০ মিনিট ৪০০০ RPM এ। সেন্ট্রিফিউজ দেবার পরে ৩০ মিনিট এর মধ্যেই টেস্ট করলে ফলাফল ভালো পাওয়া যায় ।

দেরি করে টেস্ট করলে রেজাল্ট পরিবর্তন হতে পারে। তাই অন্যান্য ল্যাব এ যদি টেস্ট করবার জন্য পাঠানো হয় , সেই ক্ষেত্রে এপেনডর্ফ (eppendorf )এর মধ্যে প্লাজমা তুলে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে । বরফ দিয়ে স্যাম্পল বক্স এ ভালো ভাবে প্যাক করে স্যাম্পল পাঠাতে হবে।

আরও পড়ুনঃ d-dimer test কি এবং কেন করা হয় ?d-dimer test এর সকল কিছু জেনে নিন ।খরচ কত, স্যাম্পল কালেকশন, প্রিপারেশন, ডেলিভারি সময় কত?

রিপোর্ট ডেলিভারি সময়:

Aptt টেস্ট করবার সময় নির্ভর করে ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টার এর উপরে। ভাল বা উন্নত ডায়গনস্টিক সেন্টার নিজ ল্যাব এই টেস্ট করে থাকেন। সেই জন্য ডেলিভারি সময় কম লাগে এবং রিপোর্ট এর মান ভালো হয় । তবে গ্রামের বা ছোট শহর অঞ্চল এর এই টেস্ট এর ডেলিভারি সময় বেশি লেগে থাকে। ফলাফল ভালো পাবার জন্য অবশ্যই টেস্টটি দ্রুত করা উচিৎ। সেন্ট্রিফিউজ হবার পরে মেশিনে টেস্ট চালানোর পরে ১০-১৫ মিনিট সময় এর মধ্যেই ফলাফল দিয়ে দেয়।

sysmex CA600

বাংলাদেশ এ বেশির ভাগ উন্নত ডায়গনস্টিক সেন্টার গুলিতে sysmex এর CA50 এবং CA600 তে এই টেস্ট গুলি করা হয়ে থাকে । এছাড়াও অন্যান্য মেশিনগুলোতেও এই টেস্ট করা হয়ে থাকে।

  • তাই আর্জেন্ট রিপোর্ট ডেলিভারি সময় ২ ঘণ্টা।
  • নরমাল রিপোর্ট ডেলিভারি সময় ৭-৮ ঘণ্টা বা ১ দিন।

APTT test normal range:

APTT টেস্ট এর নরমাল রেঞ্জ কম বেশি হয়ে থাকে। তবে ধারণা পাবার জন্য আমরা একটি স্ট্যান্ডার্ড নরমাল ভেলু তুলে ধরছি। যাতে রিপোর্ট বুঝতে সুবিধা হয়।

APTT test normal range

APTT test normal level: 28-36 second

রিপোর্টিং ইউনিট: second.

উপসংহার:

APTT test করবার সময় অবশ্যই ভালো মান সম্মত ডায়াগনস্টিক সেন্টার দেখে এই টেস্ট করা উচিৎ। আর এই টেস্ট করবার জন্য সময় এর বিষয় গুলি লক্ষ রাখা দরকার ।

আজকের পোস্ট এই পর্যন্তই আমাদের পোস্ট ভালো লাগলে বা আমাদের পোস্ট থাকে উপকৃত হলে পোস্টটি share করে অন্যদেরও উপকার করতে পারবেন ।
আমাদের সকল পোস্ট এর আপডেট পেতে oviggobd ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।

Leave a Comment