ana test সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো।ana টেস্ট সম্পর্কে যে সকল বিষয় জানা দরকার। যেমন ana টেস্ট কি ,ana test কেন করা হয়, খরচ কত হয়,নরমাল কত থেকে কত।
ana test কি?
ana test, যা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি (Anti nuclear Antibody)পরীক্ষা নামেও পরিচিত।
এটি একটি ল্যাবরেটরি পরীক্ষা যা একজন ব্যক্তির রক্তে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডির(Antinuclear Antibody) পরিমাণ নির্ণয় করতে ব্যবহৃত হয়।
অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিগুলি হল অটোঅ্যান্টিবডি (autoantibodies) যা ভুলবশত শরীরের কোষের নিউক্লিয়াসকে আক্রমণ করে।
আলোচ্য বিষয়বলি
ana test কেন করা হয়:
একজন ডাক্তার ANA পরীক্ষা বিভিন্ন কারণে দিতে পারে:
- অটোইমিউন (autoimmune diseases)রোগ নির্ণয়: ANA test করার প্রাথমিক কারণ হল অটোইমিউন রোগ নির্ণয়ে সহায়তা করা। যখন ইমিউন সিস্টেম ভুলবশত শরীরের নিজস্ব কোষ এবং টিস্যুকে আক্রমণ করে তখন এই রোগগুলি ঘটে। ana পরীক্ষা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিগুলির উপস্থিতি সনাক্ত করতে করা হয়, যা সাধারণত অটোইমিউন অবস্থা যেমন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস ( systemic lupus erythematosus) বা সংক্ষেপে (SLE), রিউমাটয়েড আর্থ্রাইটিস(rheumatoid arthritis), সজোগ্রেন সিনড্রোম (Sjögren’s syndrome)এবং সিস্টেমিক স্ক্লেরোসিসে (systemic sclerosis) পাওয়া যায়।
- উপসর্গের মূল্যায়ন করা: যখন একজন ব্যক্তির অটোইমিউন রোগের উপসর্গ দেখা দেয় ,যেমন জয়েন্টে ব্যথা, ক্লান্তি, ত্বকে ফুসকুড়ি বা জ্বর।তখন অটোইমিউন রোগের কারণে হচ্ছে কিনা তা যাচাই করার জন্য একটি ANA টেস্ট করতে হতে পারে।
- রোগের ক্রিয়াকলাপ নিরীক্ষণ: যে রোগীদের সাম্প্রতিক অটোইমিউন রোগ নির্ণয় করা হয়েছে, তাদের জন্য ANA পরীক্ষাটি অবস্থার অগ্রগতি বোঝার জন্য ব্যবহার করা যেতে পারে। একজন ডাক্তার সময়ের সাথে সাথে ANA টেস্ট করানোর মাধ্যমে রোগীর আরও কোন টেস্ট দিতে হবে কিনা বা মেডিসিন দিতে হবে কিনা সে বিষয়টি জানতে পারেন।
- অটোইমিউন এবং অন্যান্য অবস্থার মধ্যে পার্থক্য: ANA পরীক্ষা যেগুলির অনুরূপ লক্ষণ থাকতে পারে সেই অবস্থা থেকে অটোইমিউন রোগগুলিকে আলাদা করতে সাহায্য করতে পারে । এটি একজন রোগীর উপসর্গগুলির জন্য আরও ভালো চিকিৎসা দিতে ডাক্তার কে সাহায্য করে।
এরকম আরও অসংখ্য কারণে ana টেস্ট করা হয়ে থাকে তবে এগুলা শুধু ধারণা পাবার জন্যে পোস্ট করা। আপনার যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তার এর সাথে পরামর্শ নিয়ে চিকিৎসা নেয়া উচিৎ।
আরও পড়ুনঃ TSH পরীক্ষা কেন ও কোথায় করবেন? নরমাল রেঞ্জ ও খরচ কত?
ANA টেস্ট এর দাম কত – ana test price in bangladesh:
আমরা এখানে ANA টেস্ট এর দাম উল্লেখ্য করব তবে অঞ্চল ভেদে এই পরীক্ষার দাম কম বেশি হয়ে থাকে । আবার আমরা যখন পোস্ট করছি পরে সেটির দাম বাড়তে বা কমতেও পারে ।
তবে আপনারা যেন একটি ধারণা পান সেই জন্যে আমরা কিছু ডায়াগনসটিক সেন্টার এর দাম উল্লেখ করছি।
ana test and ANA-HEp-2 price in popular diagnostic center:
ANA টেস্ট এর দাম পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ ১২০০ টাকা
ANA-HEp-2 টেস্ট এর দাম পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ ১৫০০ টাকা।
কিছু কিছু ক্ষেত্রে ANA-HEp-2 টেস্ট দিয়ে থাকে ডাক্তার।
সরকারি হাসপাতাল এর দাম ২৫০ টাকা অথবা সামান্য কম বেশি হতে পারে ।
আরও পড়ুনঃ ft4 test কি এবং Ft4 test কেন করা হয়?নরমাল কত,খরচ কত?ft4 বেশি বা কম হবার কারণ?
ana টেস্ট করতে কি স্যাম্পল এবং টিউব লাগে -Ana test sample collection and tube:
ana test করতে স্যাম্পল রেড টিউব (red tube)এ কালেকশন করতে হয়। স্পিসমান হিসাবে সিরাম (serum) লাগে।
ana টেস্ট রিপোর্ট ডেলিভারি সময়:
ANA টেস্ট একটি ইমিউনোলজিকাল টেস্ট। liaison diasorin মেশিন এ ল্যাবে করতে মোটামুটি অটো মেশিন গুলোতে ১ ঘন্টার উপরে লাগে । liaison diasorin মেশিন সাধারণতো বড় বড় ল্যাব এবং হাসপাতাল গুলোতে থাকে ।
তবে ছোট ল্যাব গুলোতে ELISA মেথডে হয়ে থাকে ,সেখানে টেস্ট গুলি করতে অনেক সময় লেগে থাকে ।
আবার বড় ল্যাব গুলোতেও ব্যাচ হিসাবে বা একবার এ অনেক টেস্ট একসাথে বসানো হয় তাই সময় বেশি লেগে থাকে।
এই টেস্ট গুলি তুলনমূলকভাবে কম হয়ে থাকে তাই সব ল্যাব এই টেস্ট নিজেরা করে না।
যদি ল্যাব বা হসপিটাল নিজেদের মেশিন এ ana টেস্ট করে তাহলে,
- আর্জেন্ট রিপোর্ট ডেলিভারি সময় ৬ ঘণ্টা মিনিমাম।
- নরমাল ডেলভারি সময় ১-২ দিন ।
ana টেস্ট নরমাল লেভেল:
Anti nuclear ab বা ana টেস্ট এর রিপোর্ট বিভিন্ন ল্যাব এর মেশিন বা নরমাল cut of ভেলু থাকে তার উপরে নির্ভর করে পজিটিভ বা নেগেটিভ ধরা হয়।
যদি liaison diasorin মেশিন এ করা হয় তাহলে তার
cut of ভ্যালু হচ্ছে ১.৫০০।
তাহলে ana রিপোর্ট এর ভ্যালু বা ফলাফল যদি ১.৫০০ এর নিচে হয় তাহলে সেটা নেগেটিভ বা তার শরীর আক্রান্ত হয়নি বুঝাবে।
আর যদি ana test এর ফলাফল ১.৫০০ এর উপরে থাকে তার মানে রিপোর্ট পজিটিভ বা উপস্থিত আছে।
এখানে বিভিন্ন ল্যাব বা মেশিন ভেদে cut of value ভিন্ন ভিন্ন হতে পারে । তবে cut of ভ্যালু থেকে ফলাফল কম আসলে নেগেটিভ বেশি আসলে পজিটিভ। রিপোর্ট বুঝার নিয়ম একই।
এখন যেমন ফলাফল ই আসুক নিজে থেকে কোন ট্রিটমেন্ট নিতে যাবেন না। অবশ্যই একজন ডাক্তার এর পরামর্শ অনুযয়ী চিকিৎসা নিবেন।
আরও পড়ুনঃ HBsAG test কি ও কেন করা হয়? HBsAG test positive মানে কি? HBsAG test এর খরচ কত?
ana টেস্ট বেড়ে গেলে কি হয়:
এখানে ANA মাত্রা বৃদ্ধির কিছু সম্ভাব্য কারণ রয়েছে:
- অটোইমিউন রোগ: ANA সাধারণত অটোইমিউন রোগের সাথে যুক্ত যেমন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস (SLE), রিউমাটয়েড আর্থ্রাইটিস, Sjögren’s syndrome এবং অন্যান্য। এই অবস্থাতে ইমিউন সিস্টেম ভুলবশত স্বাভাবিক কোষকে শত্রু কোষ হিসাবে চিহ্নিত করে এবং তাদের সাথে যুদ্ধ করে ANA তৈরি করে।
- দীর্ঘস্থায়ী সংক্রমণ: ANA লেভেল বেড়ে যাবার কারণ হতে পারে কিছু দীর্ঘস্থায়ী সংক্রমণ, যেমন হেপাটাইটিস সি।
- ওষুধ: কিছু ওষুধ, যেমন রক্তচাপের ওষুধ (যেমন, হাইড্রালজিন) এবং খিঁচুনি বিরোধী ওষুধ (যেমন, ফেনাইটোইন), ANA লেভেল বাড়াতে পারে। এটি সাধারণত ওষুধ বন্ধ হয়ে গেলে সমাধান হয়।
- বয়স: ANA মাত্রা কিছু রোগীর বা ব্যাক্তির বয়সের সাথে বৃদ্ধি পেতে থাকে। এমনকি অটোইমিউন রোগ বা অন্যান্য রোগ এর অনুপস্থিতিতেও বেড়ে যেতে পারে।
- জেনেটিক রোগের উপস্থিতি: অটোইমিউন রোগের উপস্থিতি ব্যতীতও কিছু ব্যক্তির মধ্যে উচ্চ ANA লেভেল বিদ্যমান থাকে জেনেটিক বা বংশপরম্পরায় রোগের উপসর্গ থাকার কারণে।
আশা করছি এই পোস্ট টি আপনাদের উপকার এ আসবে। এইরকম আরও পোষ্ট পেতে অবশ্যই আমদের ফেসবুক পেজ oviggobd তে লাইক দিবেন ধন্যবাদ।
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।
Good
Thank you
Thank you
You are welcome