alkaline phosphatase test কেন করা হয়? টেস্ট এর খরচ,প্রস্তুতি, স্যাম্পল কালেকশন ও ডেলিভারি সময় সকল কিছু জেনে নিন।

কেমন আছেন সবাই , আজকে আমরা আলোচনা করবো alkaline phosphatase test নিয়ে। এই টেস্ট এর খরচ কত,কেন করা হয়, প্রস্তুতি কি , স্যাম্পল সংগ্রহ এবং ডেলিভারি সহ সকল কিছু থাকবে আজকের এই পোস্ট এ। তাহলে শুরু করা যাক আজকের টেস্ট নিয়ে আলোচনা।

alkaline phosphatase test কি ?

alkaline phosphatase test হল একটি রক্ত পরীক্ষা যা alkaline phosphatase মাত্রা পরিমাপ করে, লিভার, হাড় এবং অন্ত্র সহ শরীরের বিভিন্ন টিস্যু দ্বারা উৎপাদিত একটি এনজাইম। এটির উচ্চ মাত্রা অন্যান্য অবস্থার মধ্যে লিভার বা হাড়ের ব্যাধি নির্দেশ করে থাকে। এটি প্রায়ই routine liver function (লিভার ফাংশন )পরীক্ষার অংশ বা পেটে ব্যথা বা হাড়-সম্পর্কিত সমস্যাগুলির মতো লক্ষণগুলি শনাক্ত করতে ব্যবহৃত হয়।

alkaline phosphatase test কেন করা হয় ?

ডাক্তাররা বিভিন্ন কারণে alkaline phosphatase test দিতে পারেন:

alkaline phosphatase test কেন করা হয়
alkaline phosphatase test কেন করা হয়
  1. লিভার ফাংশন অ্যাসেসমেন্ট: এটি সাধারণত লিভারের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য liver function (লিভার ফাংশন) পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়। alkaline phosphatase এর উচ্চ মাত্রা লিভার রোগ বা ক্ষতির নির্দেশ করতে পারে।
  2. হাড়ের ব্যাধি: যেহেতু alkaline phosphatase হাড় থেকে উৎপাদিত হয়, তাই পরীক্ষাটি হাড়-সম্পর্কিত সমস্যাগুলি সনাক্ত করতে সাহায্য করতে পারে, যেমন পেজেট রোগ বা হাড়ের টিউমার।
  3. পিত্তথলি বা অগ্ন্যাশয়ের সমস্যা: উচ্চ মাত্রা গলব্লাডার বা অগ্ন্যাশয়ের সমস্যা শনাক্ত করতে পারে।
  4. মনিটরিং ট্রিটমেন্ট: লিভার বা হাড়ের অবস্থার জন্য চিকিৎসাধীন রোগীদের, alkaline phosphatase এর মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যকারিতা নির্ণয় করতে সাহায্য করে।
  5. রোগের লক্ষণ শনাক্ত করতে : যদি কোনও রোগীর পেটে ব্যথা, জন্ডিস বা হাড়ের ব্যথার মতো লক্ষণগুলি অনুভব করেন, তাহলে এর কারণ নির্ণয় করতে সাহায্য করার জন্য পরীক্ষাটি করা যেতে পারে।

alkaline phosphatase test price in Bangladesh :

এই টেস্ট টি সাধারণত সিঙ্গেল অথবা লিভার ফাংশন টেস্ট এর মধ্যে একত্রে করা হয়ে থাকে। তাই সেই ক্ষেত্রে টেস্ট এর দাম এর কম বেশি হতে পারে। অঞ্চল ভেদে টেস্ট এর দাম কিছু কম বেশি দেখা যায়। আমরা ধারণা পেতে এই টেস্ট এর দাম টি ঢাকা অঞ্চল এর দেয়ার চেষ্টা করছি। সময় এর সাথে সাথে দাম কম বেশি হতে পারে।
এখন পোস্ট করা অব্দি ,

আরও পরুনঃ sgpt test কেন করা হয়? sgpt test নরমাল কত? খরচ কত?

  • পপুলার ডায়াগনস্টিক সেন্টারে হেড অফিস অনুযায়ী Alkaline phosphatase test 400 BDT ।
  • এছাড়াও সরকারি হাসপাতাল এর টেস্ট এর দাম ২০২০ অনুযায়ী: ৭০ টাকা।
    অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে এর দাম কিছু কম বেশি হতে পারে।

প্রস্তুতি :

Alkaline phosphatase এর জন্য তেমন কোন প্রস্তুতি নাই। ডাক্তার কোন স্পেশাল প্রিপারেশন দিয়ে থাকলে সেটি অনুসরণ করতে হবে। ( যেমন : নির্দিষ্ট ঔষধ না সেবন করা )

স্যাম্পল সংগ্রহ :

এই টেস্ট টি করতে স্যাম্পল হিসাবে serum (সিরাম) লাগে এবং রেড টিউব এ সংগ্রহ করা হয়।
স্যাম্পল সংগ্রহ করবার পরে অবশ্যই ৩০ মিনিট ক্লটিং হবার জন্যে রেখে দিতে হয় ।তার পরে সেনট্রিফিউজ করবার পরে সিরাম আলাদা করা হয়।

রিপোর্ট ডেলিভারি সময়:

এই টেস্ট টি biochemistry ডিপার্টমেন্ট এর হবার কারণে সময় কম লেগে থাকে। টেস্ট টি
Beckman coulter Au480 ,
Cobas c 501, vitros 5600, এছাড়াও dimension Rxl max তে করা হয়ে থাকে বাংলাদেশের বেশির ভাগ ল্যাব গুলিতে। তাই টেস্ট এর রিপোর্ট ডেলিভারি সময়

  • আর্জেন্ট রিপোর্ট ২-৩ ঘণ্টার মধ্যে দেয়া সম্ভব।
  • নরমাল ডেলিভারি সময় ৭-৮ ঘণ্টা বা ১ দিন।

তবে রিপোর্ট ডেলিভারি সময় নির্ভর করে হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারের সময় বিধি অনুযায়ী।

আরও পরুনঃ bilirubin test কেন করা হয়? বিলিরুবিন নরমাল কত, খরচ কত? বিলিরুবিন বেড়ে বা কমে গেলে কি হয়? || bilirubin test details.

Alkaline phosphatase রিপোর্ট নরমাল লেভেল:

ডায়াগনস্টিক সেন্টারের মেশিন এর উপরে নির্ভর করে রিপোর্টিং ইউনিট বা নরমাল ভ্যালু পরিবর্তন হয়ে থাকে।
তবে যেই মেশিন এই করা হোক না কেন , রিপোর্ট এ মেশিনের নাম এবং রিপোর্টিং ইউনিট ও নরমাল ভ্যালু পাশে দেয়া থাকে। আমরা ধরণা পাবার জন্য একটি রিপোর্ট দেখিয়ে দিচ্ছি।

alkaline phosphatase test report

এখানে রিপোর্টিং ইউনিট U/L।

Reference Value :

  • Adult Males: 40-130
  • Adult Female: 35- 105
  • Children: Age group: :Males :Females
  1. 0-14 days :83-248
  2. 15d-<1 yr. :122-469 :122-469
  3. 1<10 yrs. :142-335 :142-335
  4. 10-<13 yrs. :129-417 :129-417
  5. 13-<15 yrs.: 116-468 :57-254
  6. 15-<17 yrs. :82-331 :50-117

রিপোর্ট রেঙ্গের – এর মধ্যে থাকলে নরমাল ।
এছাড়াও অন্যান্য নানা সম্ভবনা থাকতে পারে রিপোর্ট এর কম বেশি হবার ক্ষেত্রে। তাই উচ্চ মাত্রা দেখা দিলে অবশ্যই রেজিষ্টার ডাক্তার দ্বারা চিকিৎসা নিতে হবে।

উপসংহার:

সর্বশেষ বলা যায় যে অবশ্যই ভালো ডায়াগনস্টিক সেন্টারে থেকে টেস্ট করবেন এবং রিপোর্ট যাই হোক না কেন চিন্তিত না হয়ে ভালো ডাক্তার এর পরামর্শ নিন।
আজকের পোস্ট এই পর্যন্তই আশা করছি পোস্টটি ভালো লেগে থাকবে এবং আপনার উপকার হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ oviggobd তে লাইক দিয়ে একটিভ থাকুন সবাইকে ধন্যবাদ।

Leave a Comment