বাংলাদেশ , বর্তমান বিশ্ব, জ্বালানি তেল এবং সুন্দরবন এর গুরুত্বপুর্ণ ১০ টি সাম্প্রতিক McQ যা আপনার জেনে রাখা দরকার।

 বাংলাদেশ , বর্তমান বিশ্ব, জ্বালানি তেল এবং সুন্দরবন এর গুরুত্বপূর্ণ ১০ টি সাম্প্রতিক McQ নিম্নে উত্তর সহ দেয়া হল:

Imoportant mcq
বাংলা important mcq

১. World Happiness Report 2023 এর তথ্যানুযায়ী, বর্তমানে পৃথিবীর শীর্ষ সুখী দেশ কোনটি ?

ক. জার্মানি
খ. ডেনমার্ক
গ. ফিনল্যান্ড
ঘ. অস্ট্রিয়া

উত্তরঃ গ

২.বর্তমানে পৃথিবীর শীর্ষ সুখী  দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

ক. ১১৫
খ. ১২৭
গ.১১৮
ঘ. ১২৮

উত্তরঃ গ

৩.সুন্দরবনের জলদস্যু পরিবারগুলোকে পূর্ণবাসনের র‍্যাবের তত্ত্বাবধানে বাস্তবায়িত কর্মচারীর নাম কি ?

ক.সুন্দরবনের দুঃখ
খ.সুন্দরবনের হাসি
গ.সুখের হাসি
ঘ. সুন্দরবনের কথা

উত্তরঃ খ

৪.অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এর প্রতিপাদ্য কি?

ক. পড়ো বই, গড়ো দেশ ,বঙ্গবন্ধুর বাংলাদেশ
খ. শিক্ষাই জাতির মেরুদন্ড
গ. জ্ঞানই শক্তি
ঘ. গ্রন্থ আলোর সম্ভার

উত্তরঃ ক

৫.শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করেন কত তারিখে?

ক. ১৬ মার্চ ২০২৩
খ. ১৮ মার্চ ২০২৩
গ. ২০ মার্চ ২০২৩
ঘ. ২১ মার্চ ২০২৩

উত্তরঃ খ

৬. রিসেপ তাইয়েপ এরদোয়ান ( তুরস্কের প্রেসিডেন্ট) সম্প্রতি কোন দেশকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার ঘোষনা দিয়েছেন ?

ক. ফিনল্যান্ড
খ. চিলি
গ. ফিলিপাইন
ঘ. আফগানিস্তান

উত্তরঃ ক

৭.১৭ মার্চ ২০২৩ বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালিত হয় ?

ক. ১০১
খ. ১০২
গ. ১০৩
ঘ. ১০৪

উত্তরঃ গ

৮.বর্তমানে রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ?

ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. বাংলাদেশ

উত্তরঃ ক

৯.ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম চিত্রকর্ম ‘রক্তাক্ত ২১’-এর চিত্রশিল্পী কে?

ক. নিতুন কুন্ড
খ. আনোয়ার পাশা
গ. মতুর্জা বশির
ঘ. জহির রায়হান

উত্তরঃ গ

১০.বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকার মূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়েছে?

ক. ভূটান
খ. ভারত
গ. মায়ানমার
ঘ. চীন

উত্তরঃ ক

Leave a Comment