সমুদ্রপথে প্রথম বিশ্ব ভ্রমন করেন কে? ১০ টি McQ উত্তর সহ নিম্নে দেয়া হল:
|
১. সমুদ্রপথে প্রথম বিশ্ব ভ্রমন করেন কে?
ক. কলম্বাস
খ. জর্জ ফার্নান্দেজ
গ. ফার্ডিনান্ড ম্যাগেলান
ঘ. ভাস্কো-দা-গামা
উত্তরঃ গ
২. শ্রীলঙ্কার সরকার ও তামিল গেরিলাদের মধ্যে মধ্যস্থতা করছে –
ক. সুইডেন
খ. নরওয়ে
গ. ফ্রান্স
ঘ. জার্মানি
উত্তরঃ খ
৩. কোন দেশ প্রথম জনসমকক্ষে ধূমপান নিষিদ্ধ করে ?
ক. শ্রীলঙ্কা
খ. ভুটান
গ. সুইডেন
ঘ. কানাডা
উত্তরঃ খ
৪. কুখ্যাত ইনসেন কারাগার কোথায়?
ক. ইরাক
খ. বাগদাদ
গ. আফগানিস্তান
ঘ. মায়ানমার
উত্তরঃ ঘ
৫. সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
ক. ভারত
খ. নেপাল
গ.ভুটান
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ক
৬.ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ?
ক. এস রাধাকৃষ্ণান
খ.রাজেন্দ্র প্রসাদ
গ. সি আর গোপালচারি
ঘ. ভিভিগিরি
উত্তরঃখ
৭.আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস কোনটি?
ক. ২৩ নভেম্বর
খ. ২৫ নভেম্বর
গ. ২৭ নভেম্বর
ঘ. ২৯ নভেম্বর
উত্তরঃ খ
৮. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় –
ক. রোজ গার্ডেনে
খ.সন্তোষে
গ.সুনামগঞ্জে
ঘ. সিরাজগঞ্জে
উত্তরঃ খ
৯.কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় ?
ক.লর্ড ক্লাইভ
খ. লর্ড মাউন্টব্যাটেন
গ. লর্ড কার্জন
ঘ.লর্ড কর্নওয়ালিশ
উত্তরঃগ
১০.বাংলায় ঋণ সালিশি আইন কার আমলে প্রণীত হয় ?
ক.এ.কে. ফজলুল হক
খ.নুরুল আমিন
গ.খাজা নাজিম উদ্দিন
ঘ. এইচ.এস .সোহরাওয়ার্দী
উত্তরঃক
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।