কুইজ প্রতিযোগীতা ২০২২ সেপ্টেম্বর||OviggoBd Online GK quiz September 25/09/2022

 কুইজ প্রতিযোগীতা ২০২২ সেপ্টেম্বর ২৫/০৯/২০২২

প্রতিদিনের নিয়মিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে অভিজ্ঞ বিডি তে।
দুঃখের বিষয় কেউ বিজয়ী হবার পরেও শেয়ার দিচ্ছেন না । সবার কাছে বিনীত অনুরোধ সবাই বন্ধু দের সাথে শেয়ার করবেন।

কুইজ ছবি

কুইজ প্রতিযোগীতা ২০২২
কুইজ প্রতিযোগীতা ২০২২

 

কুইজ এর নিয়ম :

 
কুইজ এ অবশ্যই একবারই অংশগ্রহণ করতে পারবেন। কুইজ এ অংশগ্রহণ করতে আমাদের এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর মাধ্যমে অংশগ্রহণ করবেন।কুইজ সকাল ১১ টা থেকে রাত ৯ টা অব্দি চালু থাকে।
বিস্তারিত নিয়ম অ্যাপস এ দেয়া হচ্ছে।
কুইজ বিজয়ী :
আজকে আমরা ৩ জনের মধ্যে থেকে ১ জন প্রতিযোগী কে বিজয়ী হিসাবে পেয়েছি।
কুইজ বিজয়ী এর নাম  হল :
১. Arihat Hasan
quiz winner

বিজয়ী ভাই কে আমরা পুরস্কার মোবাইল রিচার্জ দিয়ে দেয়া হয়েছে।

 

ধন্যবাদ সবাইকে কুইজ এ অংশ নেবার জন্যে।
কুইজ টেস্ট
১০ টি কুইজ টেস্ট এর সাথে দেয়া হল:

১.পৃথিবীর বৃহৎ কৃত্রিম খাল কোনটি?

ক. সুয়েজ খাল
খ.পানামা খাল
গ. বাল্টিক খাল
ঘ.গ্র্যান্ড খাল

২ .নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি ?

ক.১২টি
খ.১৩ টি
গ. ১৪ টি
ঘ.১৫ টি

৩.শিক্ষা বলতে কী বোঝায় ?

ক.জ্ঞান আহরণ
খ. ডিগ্রী অর্জন
গ.দক্ষতা অর্জন
ঘ. পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের উপকারে তার পূর্ণ গঠন করার দক্ষতা আয়ত্ত করা

৪.পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফিত আকার ধারণ করার কারণ –

ক.মধ্যাকর্ষণ শক্তি
খ.মহাকর্ষ শক্তি
গ.প্রচন্ড উত্তাপ
ঘ. অবিরাম আবর্তন

৫. কোন নদীর অপর নাম কীর্তননাশা ?

ক.পদ্মা
খ.মেঘনা
গ.যমুনা
ঘ.ধরলা

৬. কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট ?

ক. যুক্তরাষ্ট্রের
খ. কানাডার
গ.জাপানের
ঘ. ভারতের

৭.মোনালিসা চিত্রটির চিত্রকর কে ?

ক. পাবলো পিকাসো
খ. ভিনসেন্ট ভ্যানগন
গ. কামরুল হাসান
ঘ. লিওনার্দো দ্য ভিঞ্চি

৮.বাংলাদেশের কোন নির্দিষ্টির উৎসব সাংগ্রাই ?

ক. গারো
খ.সাঁওতাল
গ.মারমা
ঘ. চাকমা

৯.সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে –

ক. একটি খেলার মাঠ
খ.একটি প্লাবন ভূমির নাম
গ.বঙ্গোপসাগরের একটি খাদের নাম
ঘ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম

১০.মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল ?

ক.তিন নম্বর সেক্টর
খ. দুই নম্বর সেক্টর
গ. চার নম্বর সেক্টর
ঘ. এক নম্বর সেক্টর

উত্তর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার পরে দেয়া হবে।

Leave a Comment