কুইজ প্রতিযোগীতা ২০২২ সেপ্টেম্বর ২৫/০৯/২০২২
বিজয়ী ভাই কে আমরা পুরস্কার মোবাইল রিচার্জ দিয়ে দেয়া হয়েছে।
১.পৃথিবীর বৃহৎ কৃত্রিম খাল কোনটি?
ক. সুয়েজ খাল
খ.পানামা খাল
গ. বাল্টিক খাল
ঘ.গ্র্যান্ড খাল
২ .নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি ?
ক.১২টি
খ.১৩ টি
গ. ১৪ টি
ঘ.১৫ টি
৩.শিক্ষা বলতে কী বোঝায় ?
ক.জ্ঞান আহরণ
খ. ডিগ্রী অর্জন
গ.দক্ষতা অর্জন
ঘ. পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের উপকারে তার পূর্ণ গঠন করার দক্ষতা আয়ত্ত করা
৪.পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফিত আকার ধারণ করার কারণ –
ক.মধ্যাকর্ষণ শক্তি
খ.মহাকর্ষ শক্তি
গ.প্রচন্ড উত্তাপ
ঘ. অবিরাম আবর্তন
৫. কোন নদীর অপর নাম কীর্তননাশা ?
ক.পদ্মা
খ.মেঘনা
গ.যমুনা
ঘ.ধরলা
৬. কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট ?
ক. যুক্তরাষ্ট্রের
খ. কানাডার
গ.জাপানের
ঘ. ভারতের
৭.মোনালিসা চিত্রটির চিত্রকর কে ?
ক. পাবলো পিকাসো
খ. ভিনসেন্ট ভ্যানগন
গ. কামরুল হাসান
ঘ. লিওনার্দো দ্য ভিঞ্চি
৮.বাংলাদেশের কোন নির্দিষ্টির উৎসব সাংগ্রাই ?
ক. গারো
খ.সাঁওতাল
গ.মারমা
ঘ. চাকমা
৯.সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে –
ক. একটি খেলার মাঠ
খ.একটি প্লাবন ভূমির নাম
গ.বঙ্গোপসাগরের একটি খাদের নাম
ঘ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
১০.মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল ?
ক.তিন নম্বর সেক্টর
খ. দুই নম্বর সেক্টর
গ. চার নম্বর সেক্টর
ঘ. এক নম্বর সেক্টর
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।