Comments on: HBsAG test কি ও কেন করা হয়? HBsAG test positive মানে কি? HBsAG test এর খরচ কত? https://www.oviggobd.com/hbsag-test-all-details-for-bangladesh.html Do you want to know all information about laboratory tests? OviggoBD is the best option for explaining laboratory tests. Wed, 23 Aug 2023 19:31:27 +0000 hourly 1 By: OviggoBD https://www.oviggobd.com/hbsag-test-all-details-for-bangladesh.html#comment-122 Wed, 23 Aug 2023 19:31:27 +0000 https://www.oviggobd.com/?p=729#comment-122 In reply to মো: নাইম.

ভ্যাকসিন দিলেই যে আপনি পুরোপুরি নিরপাদ সেটি কিন্তু নয়। এই ভ্যাকসিন এর কোর্স আছে যেটি ১ মাস পর পর ৩ টি এবং প্রথম ডোজ থেকে ১ বছর পরে বুস্টার ডোজ দিতে হয়। তার পরে anti hbs টেস্ট করার মাধ্যমে শরীরে ইমিউনিটি তৈরি হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়। অনেকেরই অ্যান্টিবডি তৈরি হয় আবার অনেকের ক্ষেত্রে ব্যাতিক্রম দেখা দেয়। দেখা যায় তার শরীরে কোন ইমিউনিটি বা অ্যান্টিবডি তৈরি হয় নাই। তাই ডাক্তার এর পরামর্শ অনুযায়ী সাবধানতা অবলম্বন করতে হবে। আর বি ভাইরাস এর ভ্যাকসিন দেবার পূর্বে অবশ্যই hbsag টেস্ট করে নেয়া উচিৎ।টেস্ট এ ফলাফল negative আসলে তবেই ভ্যাকসিন এর পরামর্শ দেন ডাক্তার।

]]>
By: মো: নাইম https://www.oviggobd.com/hbsag-test-all-details-for-bangladesh.html#comment-121 Wed, 23 Aug 2023 11:53:36 +0000 https://www.oviggobd.com/?p=729#comment-121 আমার বান্ধবী বি ভাইরাসে আক্রান্ত তার সাথে এযাবৎ কাল আমার দুইবার অরক্ষিত মেলামেশা হয়েছে ।প্রথম বার মেলামেশার ৩মাস পর আবার আমরা মেলামেশা করি।৩মাস পর সে হটাৎ অসুস্থ হয়ে গেলে ডাক্তার কিছু টেস্ট দেয় তাকে তাতে তার বি ভাইরাস পজিটিভ আসে।এটা জানার ১৫ দিনের মাথায় আমি বি ভাইরাসের টিকা গ্রহণ করি।এখন আমার কি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কি না একটু জানাবেন।

]]>