দেশ ও বিদেশের ১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ দেয়া হল:
১.বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন ?
ক. শাহ ওলিউল্লাহ
খ.পীর মুহসীনুদ্দিন
গ. মাওলানা কেয়ামত আলী
ঘ.হাজী শরীয়ত উল্লাহ
উত্তরঃ ঘ
২.বাংলা গভর্নর ভারতের গভর্নর জেনারেল পরিণত হন –
ক.১৭৮৪ সালে পিটের ভারত শাসন আইন
খ. ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্টে
গ. ১৮৩৩ সালের সনদ আইনে
ঘ. ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনে
উত্তরঃ খ
৩.বাংলা মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করে?
ক. নওয়াব আব্দুল লতিফ
খ.স্যার সৈয়দ আহমেদ খান
গ.সৈয়দ আমীর আলী
ঘ. নবাব স্যার সলিমুল্লাহ
উত্তরঃ খ
৪.মহামেডার লিটারেরী সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ?
ক.হাজী মুহাম্মদ মহসীন
খ. সৈয়দ আমীর আলী
গ.স্যার সলিমুল্লাহ
ঘ.নওয়াব আব্দুল লতিফ
উত্তরঃ ঘ
৫. লর্ড কার্জন কবে কার্জল হল প্রতিষ্ঠা করেন ?
ক. ১৯০৬ সালে
খ. ১৯০৪ সালে
গ.১৯১৪ সালে
ঘ.১৯০৮ সালে
উত্তরঃ খ
৬.বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদ কোনটি?
ক. বীরশ্রেষ্ঠ
খ. বীর উত্তম
গ.বীর বিক্রম
ঘ. বীর প্রতীক
উত্তরঃ খ
৭.একাত্তরের চিঠি -কোন জাতীয় রচনা?
ক. মুক্তিযুদ্ধের বিবরণ
খ. ভিন্নধর্মী ডায়েরী
গ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
ঘ. মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
উত্তরঃ ঘ
৮.যুক্তরাষ্ট্রের নির্বাচনী কলেজ ভোটের সংখ্যা কত ?
ক. ৫৩৮
খ. ৫২০
গ. ৫৯০
ঘ.৫২৯
উত্তরঃ ক
৯.যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি নিম্নের কোন দেশ উপহার দেয় ?
ক.বেলজিয়াম
খ. যুক্তরাজ্য
গ. ইতালি
ঘ. ফ্রান্স
উত্তরঃ ঘ
১০.কোন মার্কেট প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি ?
ক. আব্রাহাম লিংকন
খ. বেঞ্জামিন হ্যারিসন
গ.জর্জ ওয়াশিংটন
ঘ. থিওডর রুজভেল্ট
উত্তরঃগ
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।