আজকে আবার আরও ১০ টি গুরুত্বপূর্ণ McQ নিয়ে আসলাম উত্তর সহ ।
১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭ মার্চ কোথায় ঐতিহাসিক ভাষণ দেন ?
ক. মানিক মিয়া এ্যাভিনিউতে
খ.রেসকোর্স ময়দানে
গ.পল্টন ময়দানে
ঘ.যমুনা ফিউচার পার্কে
উত্তরঃখ
২.৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি ?
ক. সামরিক আইন জারি করা
খ.স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা গ. অনশন ধর্মঘট আহ্বান
ঘ. পুনরায় নির্বাচন দাবি
উত্তরঃ খ
৩.স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন –
ক. ফজলে হাসান আবেদ
খ.ড.মুহাম্মদ ইউনুস
গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ.এফ আর খান
উত্তরঃক
৪.গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাহিরে প্রথম কোন দেশ চালু করে ?
ক. মালয়েশিয়া
খ. ইন্দোনেশিয়া
গ.ফিলিপাইন
ঘ.যুক্তরাষ্ট্র
উত্তরঃক
৫.বাংলাদেশের মন্ত্রীপরিষদকে শপথ পাঠ করান –
ক. প্রধান বিচারপতি
খ.রাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ.স্পিকার প্রধান
উত্তরঃ খ
৬.রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা কে করেন ?
ক. শিল্পী ফনিভূষণ
খ.শিল্পী মুর্তজা বশীর
গ. শিল্পী নিতুন কুন্ডু
ঘ.শিল্পী মৃণাল হক
উত্তরঃ খ
৭.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাহিরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধটি নির্মিত হয় অস্ট্রেলিয়ার কোন নগরীতে ?
ক. ব্রিজবেন
খ. পার্থ
গ. সিডনি
ঘ. মেলবোর্ন
উত্তরঃ গ
৮.এখন পর্যন্ত ফারাক্কার উপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ?
ক. দুইটি
খ .তিনটি
গ.পাঁচটি
ঘ. চারটি
উত্তরঃ খ
৯.১৯৭২ এর মূল সংবিধানে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার ক্ষমতা কোন কর্তৃপক্ষের উপর অর্পণ করা হয়েছিল?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধান বিচারপতি
গ. জাতীয় সংসদ
ঘ. সুপ্রিম কোর্ট
উত্তরঃঘ
১০.কোন তারিখে ভারত-বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয় ?
ক .১২ ডিসেম্বর ১৯৯৬
খ. ২৪ ডিসেম্বর ১৯৯৬
গ .৩১ ডিসেম্বর ১৯৯৬
ঘ. ১ জানুয়ারি ১৯৯৭
উত্তরঃক
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।