স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যাপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে ? উত্তর সহ পোস্ট করা হল

 স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যাপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে ? সর্বমোট ১০ টি উত্তর সহ McQ দেয়া হল:

Mcq
১০ টি mcq

 

১.স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যাপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে ?

ক.ইউনিয়ন পরিষদ
খ. উপজেলা পরিষদ
গ. জেলা পরিষদ
ঘ.গ্রাম সরকার

উত্তরঃ ক

২.মহামেডার লিটারেরী সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ?

ক. নওয়াব আব্দুল লতিফ
খ.হাজী মুহম্মদ মুহসীন
গ. সৈয়দ আমির আলী
ঘ.  স্যার সলিমুল্লাহ

উত্তরঃ ক

৩.আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন কে করেন?

ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. স্যার সৈয়দ আহমেদ
ঘ. লর্ড মেকলে

উত্তরঃ ঘ

৪.বাংলা – ভারতের প্রথম আধুনিক মানুষ –

ক. চিত্তরঞ্জন দাস
খ. রাজা শশাঙ্ক
গ.অতীশ দীপঙ্কর
ঘ.রাজা রামমোহন রায়

উত্তরঃ ঘ

৫.বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক কে?

ক. নীলিমা ইব্রাহিম
খ.বেগম সুফিয়া কামাল
গ.সানজিদা খাতুন
ঘ. লিলি ইসলাম

উত্তরঃ ক

৬.কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান ?

ক.বেগম সুফিয়া কামাল
খ. ডা. নীলিমা ইব্রাহিম
গ. ডা.সেতারা বেগম
ঘ.আঞ্জুমান আরা

উত্তরঃগ

৭.১৯৭১- এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন ?

ক. জর্জ হ্যারিসন
খ. সাইমন ড্রিং
গ. পন্ডিত রবি শঙ্কর
ঘ.এদের সবাই

উত্তরঃ ঘ

৮.মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড – এর রচয়িতা কে?

ক. খলিল জিবরান
খ. রবার্ট ফ্রস্ট
গ. ওয়াল্ট হোয়াইটম্যান
ঘ.  অ্যালেন গিনসবার্গ

উত্তরঃঘ

৯.সর্বপ্রথম কোন দেশে মহিলাদের ভোট অধিকার প্রদান করা হয় ?

ক.ব্রিটেন
খ.যুক্তরাষ্ট্র
গ.নেদারল্যান্ডস
ঘ.নিউজিল্যান্ড

উত্তরঃ ঘ

১০.গ্রেট বেরিয়ার  রীফ কোথায় অবস্থিত?

ক. আটলান্টিক মহাসাগরে
খ. প্রশান্ত মহাসাগরে
গ.ভারত মহাসাগরে
ঘ.পারস্য উপসাগরে

উত্তরঃ খ

Leave a Comment