সাধারণ জ্ঞান | general knowledge ১০ টি উত্তর সহ।

 উত্তর সহ ১০ টি সাধারণ জ্ঞান নিম্নে দেয়া হল।

general knowledge
general knowledge

 

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোথায় ?

উত্তরঃ পতেঙ্গা ও আনোয়ারা, চট্টগ্রাম ।

২.চট্টগ্রাম -কক্সবাজার রেলপথ নির্মাতা প্রতিষ্ঠান কোনটি ?

উত্তরঃদোহাজারি থেকে রামু পর্যন্ত চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি ৷ রামু থেকে কক্সবাজার পর্যন্ত চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

৩. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কী?

উত্তরঃ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি  তাপ বিদ্যুৎ কেন্দ্র যার তাপ উৎস পারমাণবিক চুল্লি ৷ এ চুল্লিতে পরমাণুকে ভেঙ্গে তাপ শক্তি বের করা হয় ৷ অন্যসব প্রচলিত তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতো এর তাপ দিয়েও  জেনারেটরে সংযুক্ত স্টিম টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় ৷

৪ .বাংলাদেশ ও রাশান  ফেডারেশনের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা হয় কবে?

উত্তরঃ ২ নভেম্বর ২০১১

৫.প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে?

উত্তরঃ ২৯ নভেম্বর ২০২০

৬.এলিভেটেড এক্সপ্রেসওয়ে কী ?

উত্তরঃএটা এক ধরনের হাইওয়ে ৷ যার অবকাঠামো ফ্লাইওভারের মতই । ফ্লাইওভার শুধু নির্দিষ্ট একটি স্থানের ট্রাফিক অতিক্রম করে, অপরদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি শহর, অঞ্চল অতিক্রম করে ৷ এতে হাইওয়ের মতোই গাড়ি চলবে হাই স্পিডে , কোনো সিগন্যাল থাকবে না, ওঠা-নামার স্পট থাকবে সীমিত এবং যত্রতত্র গাড়ি থামবে না ৷

৭.তুরস্কের প্রেসিডেন্ট ইস্তানবুলে খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন কবে?

উত্তরঃ ২৬ জুন ২০২১

৮.২৫ অক্টোবর ২০ ২১ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নামে নামকরণের  নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়?

উত্তরঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ।

৯. যুক্তরাজ্যের লেখক বেন লারউইকের  লেখা ক্লাইমেট রেবেলস  বইয়ে জায়গা করে নেন কোন বাংলাদেশি ?

উত্তরঃনৌকা স্কুলের স্থপতি মোহাম্মদ রেজোরান ৷

১০.বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে ১৫০ টি দেশ ভ্রমণ করে কে ?

উত্তরঃ বাংলাদেশের নাজমুল নাহার ৷

Leave a Comment