মেট্রোরেলের প্রথম মহিলা চালক কে? ১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ দেয়া হল:-
১. ২৩ জুন ২০২২ পদ্মা সেতুর কাছে সমাপ্ত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মকন্যা উপাধিতে ভূষিত করেন কে?
ক. আব্দুল রহমান
খ. আব্দুল আকবর
গ. গোলাম কবির
ঘ. গোলাম ফারুকি
উত্তরঃ ক
২.পদ্মা সেতুর নিরাপত্তার জন্য শেখ রাসেল সেনানিবাস নির্মাণ করা হয়েছে কোথায় ?
ক. জাজিরা, শরীয়তপুর
খ. মাওয়া
গ. মুন্সিগঞ্জ
ঘ. গোপালগঞ্জ
উত্তরঃ ক
৩. মেট্রোরেলের প্রথম মহিলা চালক-
ক. ইশরাত জাহান
খ. মরিয়ম আফিজা
গ. মরিয়ম খাতুন
ঘ. শেখ সাদিয়া
উত্তরঃ খ
৪. মেট্রারেলের প্রথম ফেজ উদ্বোধন করা হয় কবে?
ক. ২৬ সেপ্টেম্বর, ২০২২
খ. ২৬ ডিসেম্বর, ২০২২
গ. ২৮ ডিসেম্বর, ২০২২
ঘ. ২৭ ডিসেম্বর, ২০২২
উত্তরঃ গ
৫.মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড এর রচয়িতা কে?
ক. আমজাদ হোসেন
খ.সৈয়দ শামসুল হক
গ. সেলিনা হোসেন
ঘ. আনিসুল হক
উত্তরঃ গ
৬.ক্ষুদ্র – নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন ?
ক. আরূপ মারমা
খ. সুকান্ত মারমা
গ. ঝিলংজা মারমা
ঘ. উক্যাচিং মারমা
উত্তরঃ ঘ
৭.১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় ?
ক. টাইমস স্কোরার
খ. রেড স্কয়ার
গ. ট্রাফালকার স্কোরার
ঘ. ম্যাডিসন স্কোয়ার গার্ডেন
উত্তরঃ ঘ
৮.দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান কে ?
ক. বিচারপতি সুলতান হোসেন খান
খ. প্রফেসর মনিরুজ্জামান মিয়া
গ.হাসান মশহুদ চৌধুরী
ঘ.বিচারপতি হাবিবুর রহমান
উত্তরঃ ক
৯.জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে ?
ক.হুমায়ুন কবীর
খ. মাসুদ বিন মোমেন
গ.মুহাম্মদ জমির
ঘ. দেবপ্রিয় ভট্টাচার্য
উত্তরঃ খ
১০ .বাংলাদেশ সোর্ড অব অনার পুরস্কার প্রাপ্ত প্রথম নারী –
ক.রাজিয়া সুলতানা
খ.তারামন বিবি
গ. মরিয়ম ইসলাম
ঘ. মারজিয়া ইসলাম
উত্তরঃ ঘ
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।