মুজিববর্ষ এবং অন্যান্য বিষয় সম্পর্কিত ১০ টি উত্তর সহ সাধারণ জ্ঞান নিম্নে দেয়া হল:
১. মুজিববর্ষের থিম সং কী ও এর গীতিকার কে?
উত্তরঃ তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর ৷
গীতিকার – ড.কামাল আবদুল নাসের চৌধুরী
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর কোনটি ?
উত্তরঃ নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০৷
৩. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমান সাময়তার হার কত?
উত্তরঃ ৭৫.৬%
৪. দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে কোথায় ?
উত্তরঃ পটুরাখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ার ৷
৫.বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতার নাম কি , এবং এর রচয়িতা কে?
উত্তরঃ বাবা
রচয়িতা – শেখ রেহানা
৬.পায়রা সমুদ্র বন্দর এর অবস্থান কোথায় ?
উত্তরঃপটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে পোতাশ্রয়ের মুখ থেকে পাঁচ মাত্র পাঁচ কিলোমিটার ভেতরে এটির অবস্থান ৷
৭. LNG বলতে কী বোঝায় ?
উত্তরঃ LNG আলাদা কোন জ্বালানি নয়, মূলত এটি প্রাকৃতিক গ্যাসেরই তরল রূপ ৷সংরক্ষণ ও পরিবহনে সুবিধার্থে শীতলীকরণ প্রযুক্তির মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের তাপমাত্রা কমিয়ে – ১৬০ ডিগ্রি সেলসিয়াসের নামিয়ে গ্যাস তরলের রূপান্তরিত হয় l এ তরল প্রাকৃতিক গ্যাসকেই LNG বলা হয় ৷
৮. হর্ন অব আফ্রিকার দেশ কয়টি ও কী কী?
উত্তরঃআফ্রিকার পূর্ব অংশের চারটি দেশ ,
যেমন- সোমালিয়া, ইথিওপিয়া,
ইরিত্রিয়া, জিবুতি ৷
৯. করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন তৈরি করে ?
উত্তরঃরাশিয়া
১০.জাতিসংঘের ওয়েস্ট ওয়াইজ সিটিজ গ্লোবাল চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান ৷
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।