ব্ৰজবুলি বলতে কী বোঝায়? ১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ নিম্নে দেয়া হল :
১. ব্ৰজবুলি বলতে কী বোঝায়?
ক. একরকম কৃত্রিম কবি ভাষা
খ. বাংলা ও হিন্দির যোগফল
গ. মৈথিলি ভাষার একটি উপভাষা
ঘ. ব্রজধামে কথিত ভাষা
উত্তরঃ ক
২.সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় –
ক.সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
খ.সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
উত্তরঃ ক
৩. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থান সমূহকে যোগকারী রেখাকে বলা হয় –
ক.আইসোথার্ম
খ. আইসোহাইট
গ. আইসোবার
ঘ. আইসোহেলাইন
উত্তরঃ খ
৪.বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি ?
ক. ক্রান্তীয় চিরহরিৎ, আধা- চিরহরিৎ জাতীয়
খ. পত্র পতনশীল জাতীয়
গ. ক্রান্তীয় আদ্রর্তা পত্র পতনশীল জাতীয়
ঘ. ম্যানগ্রোভ জাতীয়
উত্তরঃ ক
৫.বিখ্যাত ওয়াশিংটন কনমেনসাস কোন বিষয় সঙ্গে জড়িত?
ক. আন্তর্জাতিক অভিবাসন নীতি
খ.নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন গ.অস্ত্র নিয়ন্ত্রণ
ঘ. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
উত্তরঃ খ
৬.সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় ?
ক. জেনেভা
খ. জেদ্দা
গ. ভিয়েনা
ঘ. বাগদাদ
উত্তরঃ ক
৭.আইন প্রণয়নের ক্ষমতা –
ক.আইন মন্ত্রণালয়ের
খ.রাষ্ট্রপতির
গ.স্পিকারের
ঘ. জাতীয় সংসদের
উত্তরঃ ঘ
৮.নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত ?
ক. প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
খ. পরিবেশ সংরক্ষণ
গ. মানবাধিকার সংরক্ষণ
ঘ. ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
উত্তরঃ গ
৯.পূর্ববঙ্গ গীতিকার লোক-পালা সমূহের সংগ্রাহক কে ?
ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ.হরপ্রসাদ শাস্ত্রী
গ.চন্দ্র কুমার দে
ঘ.দীনেশচন্দ্র সেন
উত্তরঃ গ
১০.ড. মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
ক. চর্যাগীতিকা
খ. চর্যাগীতিকোষ
গ. হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধমান ও দোহা
ঘ. বৌদ্ধ মাইস্টিক সং
উত্তরঃ ঘ
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।