বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? এছাড়াও ১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ জেনেনিন।

 বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? এছাড়াও ১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ নিম্নে দেয়া হল:

কুইজ প্রতিযোগিতা
কুইজ প্রতিযোগিতা

 

 

 

 

 

১.বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে?

ক.ইন্দরমিত গিল
খ.  কৌশিক বসু
গ. গীতা গোপিনাথ
ঘ. অলিভিয়ার ব্লানচার্ড

উত্তরঃ ক

২. আবদুর রউফ তালুকদার কবে বাংলাদেশ ব্যাংকের ১২ তম গভর্নর নিযুক্ত হন ?

ক.১০ ডিসেম্বর ২০২২
খ. ১২ এপ্রিল ২০২২
গ. ১২ জুন ২০২২
ঘ. ১২ জুলাই ২০২২

উত্তরঃ ঘ

৩.বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রধান ব্যক্তি হলেন-

ক. বিচারপতি
খ.প্রধান বিচারপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. স্পিকার

উত্তরঃ খ

৪.বাংলাদেশের নবনির্বাচিত ২৩ তম প্রধান বিচারপতি হলেন –

ক.আবদুর রউফ তালুকদার
খ. হাসান ফয়েজ সিদ্দিকী
গ.আবদুল হামিদ
ঘ. বেলাল হোসেন

উত্তরঃ খ

৫.২৩ তম প্রধান বিচারপতি নিয়োগ দেন কে ?

ক. রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ
খ. প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গ.স্পিকার শিরিন শারমিন চৌধুরী
ঘ. অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

উত্তরঃ ক

৬.টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কে?

ক. জেফ বেজোস
খ. ইলন মাস্ক
গ. রিচার্ড লিংকন
ঘ.চার্লস ব্যাবেজ

উত্তরঃ খ

৭.বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে ?

ক.বাংলাদেশ
খ. ভারত
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জার্মানি

উত্তরঃ ঘ

৮.ভারতের সুপ্রিম কোর্টের ৫০ তম প্রধান বিচারপতি কে?

ক. দ্রৌপদী মুর্মু
খ. বিজয় শেখর বর্মা
গ.ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচুড়
ঘ.বিক্রম দোলায়স্বামী

উত্তরঃ গ

৯.২০২২ সালের সর্বশেষ তথ্যমতে জনসংখ্যার শীর্ষ দেশ কোনটি ?

ক.ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ.যুক্তরাজ্য
ঘ. চীন

উত্তরঃ ঘ

১০.বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল কত তম নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন ?

ক. ১০ ম
খ. ১১ তম
গ. ১২ তম
ঘ. ১৩ তম

উত্তরঃ ঘ

১ thought on “বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? এছাড়াও ১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ জেনেনিন।”

Leave a Comment