বাংলা ভাষা এবং সাহিত্য কুইজ ১০ টি উত্তর সহ
আজকে আমরা কুইজ শিখব সাথে একটি টেস্ট কুইজ এর অংশগ্রহণ করবো।
১.বাংলা সাহিত্যে প্রথম কমেডি নাটক কোনটি?
ক. কৃষ্ণকুমারী
খ. নীলদর্পণ
গ. পদ্মাবতী
ঘ.শর্মিষ্ঠা
উত্তরঃগ
২. ণ-ত্ব বিধান কোন শব্দে বর্তমান ?
ক. অনুষ্ঠান
খ.দর্পণ
গ. বিসর্জন
ঘ. শ্রদ্ধাবান
উত্তরঃ ক
৩.শেষ সপ্তক কার লেখা কাব্যগ্রন্থ ?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ
৪.বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা এ কবিতার কবি কে ?
ক.আহসান হাবীব
খ. শামসুর রহমান
গ. নির্মলেন্দু গুণ
ঘ.আল মাহমুদ
উত্তরঃ খ
৫. দুর্দিনের যাত্রী কার লেখা গ্রন্থ ?
ক.শামসুর রহমান
খ.আহসান হাবীব
গ. জসীমউদ্দীন
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ
৬.সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ?
ক. হুমায়ুন আজাদ
খ.রামপ্রসাদ সেন
গ.হাসান হাফিজুর রহমান
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঘ
৭.ধনুর্বিদ্যা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ধনু + বিদ্যা
খ. ধনুঃ + বিদ্যা
গ. ধন+বিদ্যা
ঘ. ধনঃ + বিদ্যা
উত্তরঃ খ
৮.দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
ক.মদনমোহন তর্কালঙ্কার
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ
৯.মধুসখা শব্দের অর্থ কি ?
ক. লোটন
খ.কবুতর
গ.কলঘোষ
ঘ.বায়োস
উত্তরঃ গ
১০. ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
ক. চিলেকোঠার সেপাই
খ.চোখের বালি
গ.স্মৃতি স্তম্ভ
ঘ.মুনি দত্ত
উত্তরঃ ক
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।