বাংলা একাডেমি এবং বাংলাদেশ নিয়ে গুরত্বপূর্ন ১০ টি McQ নিম্নে দেয়া হল:
১.বাংলা একাডেমির পুরাতন ভবনের নাম কি ?
ক. কার্জন হল
খ.বর্ধমান হাউস
গ. মেয়র ভবন
ঘ. আহসান মঞ্জিল
উত্তরঃ খ
২.বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে ?
ক. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
খ.শামসুর রহমান
গ.ভাষা শহীদ বরকত
ঘ.আব্দুল করিম সাহিত্য বিশারদ
উত্তরঃ ঘ
৩.নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
ক.এশিয়াটিক সোসাইটিতে
খ.কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে
গ. বাংলা একাডেমিতে
ঘ.ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ গ
৪.প্রথমবারের মতো দেশে বেসরকারি উদ্যোগে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোথায় ?
ক.বড়পুকুরিয়া
খ.বাঘাবাড়ি
গ.ভেড়ামারা
ঘ.মধ্যপাড়া
উত্তরঃক
৫.বর্তমান গ্রামীণ ব্যাংক ‘গ্রামীণ ব্যাংক ‘ রূপে কবে কাজ শুরু করে ?
ক.১৯৮৩ সালে
খ.১৯৭২ সালে
গ.১৯৭৬ সালে
ঘ.১৯৭৩ সালে
উওরঃ গ
৬.ব্যাংক রেট কি ?
ক.বিনিয়োগ রেট
খ.কেন্দ্রীয় ব্যাংকের রেট
গ. বাণিজ্যিক ব্যাংকের রেট
ঘ. বিশেষায়িত ব্যাংকের রেট
উত্তরঃ খ
৭.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান কে ?
ক.প্রধান বিচারপতি
খ.স্পিকার
গ.প্রধানমন্ত্রী
ঘ.আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক
উত্তরঃ খ
৮.বাংলাদেশের সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া আছে কোন অনুচ্ছেদে ?
ক.১০৭ ধারা
খ.৮২ ধারা
গ.১৫২ ধারা
ঘ. ১৫৩ ধারা
উত্তরঃগ
৯.পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
ক.এ কে ফজলুল হক
খ.চৌধুরী খালেকুজ্জামান
গ. মোহাম্মদ আলী
ঘ.ইস্কান্দার মির্জা
উত্তরঃ ক
১০.১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল –
ক.ধানের শীষ
খ.নৌকা
গ.লাঙ্গল
ঘ. বাইসাইকেল
উত্তরঃ খ
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।