বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে ? জানতে দেখুন উত্তর সহ ।

নিম্নে সঠিক উত্তর সহ ১০ টি McQ দেয়া হল।

 

 

 

 ১. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে ?

ক.আয়কর
খ.ভূমিকর
গ.আমদানি -রপ্তানি শুল্ক
ঘ.মূল্য সংযোজন কর

উত্তরঃ ঘ

২.চীন থেকে ক্রয়কৃত  বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর ?

ক. কিলো – ক্লাস
খ. মিং – ক্লাস
গ.ডলফিন ক্লাস
ঘ. শ্যাং-ক্লাস

উত্তরঃ খ

৩.মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম –

ক.এনএলডি সরকার
খ. ন্যাশনাল ইউনিটি সরকার
গ. বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
খ. অং সান সু চি সরকার

উত্তরঃ খ

৪.কোভিড- ১৯ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফামাসিউটিক্যাল কোম্পানি চুক্তি স্বাক্ষরিত হয় ?

ক. একমি
খ.বেক্সিমকো
গ. স্কয়ার
ঘ. ইনসেপটা

উত্তরঃ ঘ

৫.মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় –

ক.উত্তর আমেরিকায়
খ. দক্ষিণ আমেরিকায়
গ.মধ্য আফ্রিকায়
ঘ.মধ্য আমেরিকায়

উত্তরঃ ঘ

৬.বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন ?

ক. ১৯৭২, কায়রো
খ.১৯৭৪, নয়াদিল্লি
গ. ১৯৭৫, বেলগ্রেড
ঘ. ১৯৭৩,আলজিয়ার্স

উত্তরঃ ঘ

৭.মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক. নেকড়ে অরণ্য
খ.বন্দী শিবির থেকে
গ.নিষিদ্ধ লোবান
ঘ. প্রিয়যোদ্ধা প্রিয়তম

উত্তরঃ খ

৮.নিম্নের কোন নিয়মকটি  একটি অঞ্চলের বা দেশের জলবাযু নির্ধারণ করে না?

ক. অক্ষরেখা
খ. দ্রাঘিমারেখা
গ. উচ্চতা
ঘ. সমুদ্র স্রোত

উত্তরঃ খ
৯.ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

ক. আফ্রিকার জোহানসেনবার্গে
খ. ব্রাজিলের রিওডিজেনিরোতে
গ.ইতালির রোমে
ঘ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে

উত্তরঃখ
১০.নিমোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোওর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?

ক.  দেবেশ রায়ের তিস্তাপাড়ের বৃত্তান্ত
খ. সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম
গ. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যাও পাখি
ঘ. অভিজিৎ সেনের রুহচণ্ডালের হাড়

উত্তরঃ খ

Leave a Comment