বাংলাদেশ এর কৃষি ও খনিজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ McQ।। Online Gk Quiq post 7

 বাংলাদেশ এর কৃষি ও খনিজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ McQ 

Online GK Quiz about Bangladesh Agriculture 


কেমন আছেন সবাই । আশা করি সবাই  ভালো আছেন । অনলাইন McQ শেখার জন্যে আরও ৩০ টি কৃষি ও খনিজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ McQ দেয়া হলো:- 

১. আলুর একটি জাত-

ক. ডায়মন্ড
খ. রূপালী
গ. ড্রামহেড
ঘ. ব্রিশাইল

২. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় –

ক. আউশ ধান
খ. আমন ধান
গ. বোরো ধান
ঘ.ইরি ধান

৩. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-

ক. সিলেটের মালনিছড়ায়
খ. সিলেটের তামাবিলে
গ. খাগডা ছড়িতে   
ঘ. সিলেটের জাফনায়

৪.ইরাটম কী?

ক. উন্নত জাতের ধান
খ. উন্নত জাতের ইক্ষু
গ. উন্নত জাতের পাট
ঘ. উন্নত জাতের চা

৫. প্রধান বীজ উৎপানেকারী সরকারি প্রতিষ্ঠান –

ক. BARI
খ. BRRI
গ. BADC
ঘ. BINA

৬. বর্নালী ও শুদ্র কী?

ক. উন্নত জাতের ভুট্টা
খ. উন্নত জাতের তামাক
গ. উন্নত জাতের ধান
ঘ. উন্নত জাতের বেগুন

৭. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক. দিনাজপুর
খ .গোপালপুর
গ. পাকশী
ঘ. ঈশ্বরদী

৮. বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক. দিনাজপুর
খ.রংপুর
গ. ঈশ্বরদী
ঘ. যশোর

৯. খুলনা হার্ডবোর্ড মিলেক কাঁচামাল হিসেবে ব্যবহত হয় কোন ধরনের কাঠ?

ক. চাপালিশ
খ. কেওড়া
গ. গেওয়া
ঘ. সুন্দরী

১০. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

ক. সিলেট
খ. ভাওয়াল ও মধুপুর
গ.পার্বত্য চট্টগ্রাম
ঘ. খুলনা, বরিশাল ও পটুয়াখালী

১২. ম্যানাগ্রোভ কী?

ক. কেওড়া বন
খ. শালবন
গ. উপকূলীয় বন
ঘ.চিরহরিৎ বন

১৩. সুন্দরবনে বাঘ গননায় ব্যবহৃত হয় –
ক. পাগ-মার্ক
খ. ফুটমার্ক
গ. GIS
ঘ. কোয়ার্ড বেট

১৪. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি ?

ক. কয়লা
খ. চুনাপাথর
গ.সাদামাটি
ঘ গ্যাস

১৫. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে –

ক.রানীগঞ্জ
খ. বিজরপুর
গ টেকেরহাট
ঘ. বাগালী বাজার

১৬. সুরমা ও কুশিয়ারা নদী মেঘনা নাম করণ করার পূর্বে কোন জেলার সাথে পরস্পরের সাথে মিলিত হয়েছে?

ক.কিশোরগঞ্জ
খ.সিলেট
গ. সুনামগঞ্জ
ঘ.ব্রাহ্মণবাড়িয়া

ব্যাখ্যা : সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমিরীগঞ্জে মিলিত হয়ে কালনি নাম ধারণ করে এবং কিশোরগঞ্জের ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে
পতিত হয়েছে। উল্লেখ্য, সুরমা ও কুশিয়ারা আসামের বরাক নদীর দুটি শাখা। বরাক নদী সিলেট সীমান্তে এসে এ দুটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

১৭. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?

ক. সাভার
খ.চট্টগ্রাম
গ. মংলা
ঘ. ঈশ্বরদী

১৮. বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

ক. নারায়ানগঞ্জ
খ. কক্সবাজার
গ.চট্টগ্রাম
ঘ. খুলনা

১৯. খুলনা নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে?

ক. সেগুন কাঠ
খ. সুন্দরী কাঠ
গ. গেওয়া কাঠ
ঘ. বাঁশ

২০. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?

ক. অ্যামেনিয়া
খ.টিএসপি
গ. ইউরিয়া
ঘ. সুপার ফসফেট

উত্তর:
১. ক
২. গ
৩.ক
৪.ক
৫.গ
৬. ক
৭.ঘ
৮. গ
৯.ঘ
১০ .খ

১২. গ
১৩. ক
১৪. ঘ
১৫. খ
১৬. ক
১৭. খ
১৮.ঘ
১৯. খ
২০. গ 

 
 
১১. ২০১১ সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী-পুরুষের অনুপাত কত?

ক. ১০০ : ১০৬
খ. ১০০ : ১০০.৩
গ. ১০০ : ১০০.৬
ঘ. ১০০ : ১০০

উত্তর: খ

১২. বিশ্ব আদিবাসী দিবস কবে?

ক. ২৯ মে
খ. ৮ সেপ্টেম্বর
গ. ২২ অক্টোবর
ঘ. ৯ আগস্ট

উত্তর: ঘ

১৩. বাংলাপিডিয়ার প্রকাশক-

ক. ইউপিএল
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. বাংলা একাডেমি
ঘ. এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ

উত্তর: ঘ

১৪. আমি বাংলার গান গাই- গানটির গীতিকার কে?

ক. গোবিন্দ হালদার
খ. সুপন কান্তি ঘোষ
গ. ভূপেন হাজারিকা
ঘ. প্রতুল মুখোপাধ্যায়

উত্তর: ঘ

১৫. জাতীয় অধ্যাপক নিয়োগ দেন কে?

ক. ইউজিসি চেয়ারম্যান
খ. রাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি

উত্তর: খ

১৬. বাংলাদেশে প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয় কোথায়?

ক. চাঁদপুর
খ. গোপালগঞ্জ
গ. মেহেরপুর
ঘ. চাঁপাইনবাগঞ্জ

উত্তর: খ
 
১৭. বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?

ক. ড. এ কে আজাদ
খ. আব্দুল মান্নান
গ. ড. জামিলুর রেজা চৌধুরী
ঘ. প্রফেসর কাজী শহীদুল্লাহ
উত্তর: ঘ

১৯. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

ক. কুষ্টিয়া গ্রেড
খ. চুয়াডাঙ্গা গ্রেড
গ. ঝিনাইদহ গ্রেড
ঘ. মেহেরপুর গ্রেড

 উত্তর: ক

২০. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?

ক. চার্টার্ড ব্যাংক
খ. গ্রামীণ ব্যাংক
গ. ন্যাশনাল ব্যাংক
ঘ. এ.বি ব্যাংক

 উত্তর: খ

Leave a Comment