Online Gk Quiz Post 10
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও উপজাতি বিষ়ভিত্তিক ২০ টি McQ উত্তর সহ দেয়া হলো।
ক) বৌদ্ধ পূর্ণিমাতে
খ) পহেলা ফাল্গুনে
গ) পহেলা বৈশাখ
ঘ) ফসল কাটার সময়
০২. বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কোন সালে করা হয়েছিল?
ক. ১৯৯৫
খ. ১৯৯৮
গ. ২০১১
ঘ. ২০০৫
০৩. ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী শতকরা কতজন বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাস
করে?
ক. ৮০%
খ. ৭৬%
গ. ৭৫%
ঘ. ৭০%
০৪. বাংলাদেশের সবচেয়ে কম লোক বাস করে-
ক. রাঙামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান
ঘ.ময়মনসিংহ
০৫. বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
ক. সাঁওতাল
খ. চাকমা
গ. মারমা
ঘ.রাখাইন
০৬. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
ক. সাঁওতাল
খ. মাউরি
গ. মুরং
ঘ. গারো
০৭. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়-
ক. গারো
খ. মণিপুরী
গ. রোহিঙ্গা
ঘ. সাঁওতাল
০৮. চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কোনটি?
ক. বিঝু
খ. ওয়ানগালা
গ. সান্দ্রে
ঘ. সাংগ্রাই
০৯. গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কী?
ক. বিঝু
খ. ওয়ানগালা
গ. সান্দ্রে
ঘ. সাংগ্রাই
১০. বাংলাদেশের কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক?
ক. গারো
খ. চাকমা
গ. সাঁওতাল
ঘ. হাজং
১১. কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে?
ক. চাকমা
খ. হাজং
গ .ত্রিপুরা
ঘ. মারমা
১২. বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয়-
ক. রাঙামাটি
খ. নেত্রকোনা
গ. যশোর
ঘ. দিনাজপুর
১৩. বাংলাদেশ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত-
ক. ঢাকা
খ. পটুয়াখালী
গ. ময়মনসিংহ
ঘ. দিনাজপুর
১৪. জলকেলি কাদের উৎসব?
ক. ত্রিপুরা
খ. চাকমা
গ. গারো
ঘ.রাখাইন
১৫. নিচের কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না?
ক. রাখাইন
খ. মনিপুরি
গ. খাসিয়া
ঘ. নাগা
১৬. বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী?
ক. বৈষ্ণব ধর্ম
খ. হিন্দু ধর্ম
গ. বৌদ্ধ ধর্ম
ঘ. খ্রিস্ট ধর্ম
১৭. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সাল
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৭ সালে
১৮. হাজংদের অধিবাস কোথায়?
ক. ময়মনসিংহ ও নেএকোনা
খ. কক্সবাজার ও রামু
গ. রংপুর ও দিনাজপুর
ঘ. সিলেট ও মণিপুর
১৯. বাংলাদশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?
ক. ১৯৯৮ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০০০ সালে
ঘ. ১৯৯৭ সালে
২০. বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতীরা মুসলমান ?
ক. রাখাইন
খ. মারমা
গ. পাঙন
ঘ.খিয়াং
উত্তরঃ
১. গ
২. গ
৩. খ
৪. গ
৫. খ
৬. খ
৭. গ
৮. ক
৯. খ
১০. ক
১১. খ
১২. খ
১৩. গ
১৪. ঘ
১৫.ঘ
১৬. খ
১৭. গ
১৮. ক
১৯. ক
২০. গ
ক.৫০ নটিকেল মাইল
খ.১০০ নটিক্যাল মাইল
গ.২০০ নটিকেল মাইল
ঘ.২৫০ নটিকের মাইল
ব্যাখ্যা :উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিকেল মাইল আর রাজনৈতিক সমুদ্রসীমা হল ১২নটিকের মাইল ৷
১৪. প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন?
ক. দশ শতাংশ
খ.দুই-দশমাংশ
গ. কিয়দাংশ
ঘ.এক শতাংশ
ব্যাখ্যা :প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের দশ শতাংশ সংসদ সদস্যদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন।
১৫.মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থান সীমান্ত আছে ?
ক.দুইটি
খ.তিনটি
গ.চারটি
ঘ.পাঁচটি
ব্যাখ্যা :বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩২ টি ভারতের সাথে ৩০ টি জেলার সীমান্ত রয়েছে আর মিয়ানমারের সাথে তিনটি জেলার সীমান্ত রয়েছে ৷ একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমারের উভয় দেশের সংযোগ রয়েছে ৷
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।