বাংলাদেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত || ১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ জেনে নিন

 ১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ নিম্নে দেয়া হলঃ

Mcq কুইজ
Mcq

 

১.দ্বিতীয় নারী হিসেবে ২০১২ সালে ফিল্ডস পদক লাভ করেন কে ?

ক.মারিনা মির্জাখালি
খ. মারিয়া সোলে
গ. মারিনা  ভিয়াজোভঙ্কা
ঘ. সিওমারা কাস্ত্রো

উত্তরঃ গ

২. দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা  সেতু কোন নদীর উপর নির্মিত ?

ক. বাঙালি
খ.মধুমতি
গ.পায়রা
ঘ.কর্ণফুলী

উত্তরঃ খ

৩.২০২২ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে লিঙ্গ সমতায় সর্বনিম্ন দেশ কোনটি?

ক. বাংলাদেশ
খ. আফগানিস্তান
গ.পাকিস্তান
ঘ.আইসল্যান্ড

উত্তরঃ খ

৪.বিশ্বের সর্বোচ্চ ১৪ টি পর্বতশৃঙ্গের প্রতিটির চূড়ায় দুবার করে আরোহণকারী একমাত্র ব্যক্তি কে ?

ফ. সানু শেরপা (নেপাল)
খ. ইয়াদ লাপিদ (আফগানিস্তান)
গ. ইতো নাওকি (জাপান)
ঘ. ওয়াসফিয়া নাজরীন (বাংলাদেশ)

উত্তরঃ ক

৫.মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন ?

ক.দি টাইমস
খ. দি হেরাল্ডা
গ. ইন্ডিয়ান অপিনিয়ন
ঘ. দি ক্রনিকেল

উত্তরঃ গ

৬. ভ্যাটিক্যান কী?

ক.উত্তর আমেরিকার পর্বতমালা
খ. ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা
গ. বস্তুবাদী নাস্তিক ইউরোপীয় সংগঠন
ঘ. যুক্তরাষ্ট্রের পপ সঙ্গীত গোষ্ঠী

উত্তরঃ খ

৭.বাংলাদেশের কোন অঞ্চলে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় ?

ক.সিলেট
খ.ঢাকা
গ.খুলনা
ঘ.চট্টগ্রাম

উত্তরঃ ঘ

৮.সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি?

ক. নারিকেল জিঞ্জিরা
খ. নারিকেল বাতাসা
গ.নারিকেল মঞ্জিরা
ঘ. নারিকেল বাগান

উত্তরঃ ক

৯.বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে ?

ক. ওলেসি হংচারুক ( ইউক্রেন)
খ. সানা মেরিন (ফিনল্যান্ড)
গ. জেসিন্ডা আর্ডেন (নিউজিল্যান্ড)
ঘ. সেবাস্তিয়ান কুর্জ ( অস্ট্রিয়া)

উত্তরঃ ঘ

১০. মুজিব  শতবর্ষের লোগোটির  ডিজাইন কে ?

ক. শাহাবুদ্দিন আহমেদ
খ.হাসান খান
গ.সব্যসাচী হাজরা
ঘ. মুস্তফা মনোয়ার

উত্তরঃ গ

Leave a Comment