বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী ? ১০ টি গুরুত্বপূর্ণ mcq উত্তর সহ দেয়া হল:
১.আমার সোনার বাংলা গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল ?
ক.প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রচিত
খ. বঙভঙ্গ জনিত আন্দোলনকালে রচিত
গ. কলকাতা হিন্দু মুসলমান দাঙ্গা কালে রচিত
ঘ. অসহযোগ আন্দোলন চলাকালে রচিত
উত্তরঃখ
২.সম্প্রতি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ?
ক. ওয়েস্ট ইন্ডিজ
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ.অস্ট্রেলিয়া
উত্তরঃ খ
৩.হাজার হ্রদের দেশ কোনটি?
ক. নরওয়ে
খ.ফিনল্যান্ড
গ. ইন্দোনেশিয়া
ঘ.জাপান
উত্তরঃ খ
৪.পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কে?
ক. ডঃ মুহাম্মদ ইদ্রিস
খ. শাইখ সিরাজ
গ. ডঃ মাকসুদুল হক
ঘ. মোবারক হোসেন খান
উত্তরঃ গ
৫.কোন ব্যক্তির কার্যকর গ্রহণের পূর্বে শপথ নেয়া আবশ্যক নয়?
ক. ডেপুটি স্পিকার
খ. সরকারি কর্ম কমিশনের সদস্য
গ. অ্যাটর্নি জেনারেল
ঘ.মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তরঃ গ
৬.বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী ?
ক. বিকন
খ. নোয়া -১৮
গ.ব্রাক অন্বেষা
ঘ.বঙ্গবন্ধু – ১
উত্তরঃ গ
৭.বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদের কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ?
ক.চলাফেরার স্বাধীনতা স
খ. সমাবেশের স্বাধীনতা
গ.সংগঠনের স্বাধীনতা
ঘ. চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
উত্তরঃক
৮.১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?
ক. ২৪ জানুয়ারি
খ.১৫ ফেব্রুয়ারি
গ.২১ মার্চ
ঘ.২৫ মার্চ
উত্তরঃ ক
৯.বাংলা গদ্যের জনক কে ?
ক. উইলিয়াম কেরি
খ. রাজা রামমোহন রায়
গ. রাম রাম বসু
ঘ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ
১০.সংসার ভবনের স্থপতি কে?
ক. মাজহারুল হক
খ.লুই কান
গ.এফ আর খান
ঘ. নভেরা আহমেদ
উত্তরঃ খ
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।