বাংলাদেশের আয়তন ,সীমা রেখা, জেলা সমুহ এর গুরুত্তপূর্ণ McQ Post 6
ইম্পর্টেন্ট ৩০ টি McQ answers সহ দেয়া হলো
ক. ৩৬ টি
খ.৫৪ টি
গ ৬৪ টি
ঘ. ৬৫ টি
০২. বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ১,৪৭,৫৭০
খ.১,৪৭ ,৬১০
গ. ১,৫৫,৫৭০
ঘ.১,৫৭,৫৬০
০৩. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
ক. ময়মনসিংহ
খ. বরিশাল
গ. রাজশাহী
ঘ. রাঙামাটি
০৪. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে?
ক. কক্সবাজার
খ.বন্দারবান
গ. খাগড়াছড়ি
ঘ. রাঙামাটি
০৫. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
ক. ২৪.৭ কি. মি
খ. ২১.০ কি. মি
গ. ১৯.৩ মাইল
ঘ. ১৬.৫ কি. মি
০৬. ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার? [
ক. ২০১৫
খ. ৩৭১৫
গ. ৫০০০
ঘ. ৭০১৫
০৭. ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?
ক. মেঘালয়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. মণিপুর
০৮. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
খ. ৬ টি
ক. ৭ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
০৯. কতটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে?
ক. ৪ টি
খ. ৩ টি
গ. ২ টি
ঘ. ১ টি
১০. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
ক. বিষুব রেখা
খ. কর্কটক্রান্তি রেখা
গ. মকরক্রান্তি রেখা
ঘ. সুমেরুবৃত্ত
১১.উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল ?
ক. ১২
খ.২০০
গ.২২০
ঘ. ১২০
১২. বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান?
ক.মিজোরাম
খ.মেঘালয়
গ.ত্রিপুরা
ঘ.মায়ানমার
১৩. টেকনাফ ও তেঁতুলিয়া কোন দু’টি জেলায় অবস্থিত?
ক. বান্দরবান ও নীলফামারী
খ.কক্সবাজার ও দিনাজপুর
গ.চট্টগ্রাম ও কুড়িগ্রাম
ঘ.কক্সবাজার ও পঞ্চগড়
১৪. ‘বিলোনিয়া সীমান্ত’ কোন জেলার অন্তর্গত?
ক. নীলফামারী
খ. ফেনী
গ. দিনাজপুর
ঘ. বগুড়া
১৫. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ক. দিনাজপুর
খ. ঠাকুরগাঁও
গ. লালমনিরহাট
ঘ. পঞ্চগড়
১৬.ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ?
ক. ২৮টি
খ. ৩০টি
গ. ৩১টি
ঘ. ৩৫টি
১৭.বাংলাদেশের রাজধানী কোথায় ?
ক. দক্ষিণ ঢাকা
খ.উত্তর ঢাকা
গ . ঢাকা
ঘ.শেরে বাংলা নগর
১৮.তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?
ক.দিনাজপুর
খ.পঞ্চগড়
গ.জয়পুরহাট
ঘ.রাঙ্গামাটি
১৯.বাংলাদেশের উত্তরের অবস্থিত ভারতের –
ক.নেপাল ,ভুটান
খ.পশ্চিমবঙ্গ ,মেঘালয় ,আসাম
গ.পশ্চিম বঙ্গ ,আসাম
ঘ.পশ্চিমবঙ্গ , কুচবিহার
২০.পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে ?
ক. ৩টি
খ.৫টি
গ.৭টি
ঘ. ৯টি
উত্তর:
১. গ
২.খ
৩. ঘ
৪. ঘ
৫. ঘ
৬. খ
৭. ঘ
৮.ঘ
৯. গ
১০.খ
১১. খ
১২ খ
১৩. ঘ
১৪.খ
১৫.ঘ
১৬. খ
১৭. গ
১৮. খ
১৯.খ
২০. ক
ক. প্রেসিডেন্ট মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ.প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান গ.প্রেসিডেন্ট মরহুম বিচারপতি আব্দুস সাত্তার ঘ.প্রেসিডেন্ট মরহুম মোহাম্মদ উল্লাহ
উত্তরঃ খ
১৩.বাংলাদেশ কমনওয়েলথ সদস্য পদ লাভ করে ?
ক. ১৮ এপ্রিল ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর ১৯৭১
গ. ১৫ আগস্ট ১৯৭৫
ঘ.২৫ মার্চ ১৯৮২
উত্তরঃ ক
১৪.বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?
ক.৩০ তম
খ. ৩২ তম
গ.৩৪ তম
ঘ. ৩৬ তম
উত্তরঃ খ
১৫.বাংলাদেশ কত সালে ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)এর সদস্য পদ লাভ করে ?
ক. ১৯৭২ সালে
খ.১৯৭৩ সালে
গ.১৯৭৪ সালে
ঘ.১৯৭৫ সালে
উত্তরঃ গ
১৬.বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?
ক.১৭ সেপ্টেম্বর , ১৯৭৪
খ.২৩ মার্চ ,১৯৭৫
গ.২১ ফেব্রুয়ারি ,১৯৭৬
ঘ.১ ডিসেম্বর ১৯৭৭
উত্তরঃ ক
১৭.জাতিসংঘে কততম অধিবেশনে বাংলাদেশ সদস্য পদ লাভ করে ?
ক.২৭ তম
খ.২৮তম
গ.২৯ তম
ঘ. ৩০ তম
উত্তরঃ গ
১৮.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
ক. ১৩২ তম
খ.১৩৪তম
গ.১৩৫ তম
ঘ. ১৩৬ তম
উত্তরঃ ঘ
১৯.জাতিসংঘের সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ প্রদান করেন ?
ক.বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ.জনাব হোসেন মোহাম্মদ এরশাদ
ঘ.বেগম খালেদা জিয়া
উত্তরঃ খ
২০. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন ?
ক.স্বস্তি পরিষদ
খ.সাধারন পরিষদের অধিবেশন
গ. ইকোসোকে
ঘ. ইউনেস্কোতে
উত্তরঃ খ
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।