১০ টি গুরুত্বপূর্ণ gk কুইজ উত্তর সহ জেনে নিন ।
অনেক দিন পরে আবার ১০ টি গুরুত্বপূর্ণ mcq নিয়ে হাজির হলাম ।
১. জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের দক্ষিণ এশিয়ার গর জিডিপি কত হবে?
ক. ৪.৮ শতাংশ
খ. ৪.৯ শতাংশ
গ. ৫.১ শতাংশ
ঘ. ৫.৮ শতাংশ
উত্তরঃ ক
২.বাংলাদেশের নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?
ক. বেকি হোর্সব্রাগ
খ. অ্যালিসন ব্লেইক
গ. এলিসন ব্লেইক
ঘ.হিলারি ম্যান্টেল
উত্তরঃ খ
৩. ভারতীয় জাতীয় কংগ্রেসের আলোচিত ভারত জোড়ো যাত্রা কর্মসূচি কোথা থেকে শুরু হয় ?
ক.জম্বু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে
খ. তামিলনাড়ু রাজ্য থেকে
গ. অন্ধ প্রদেশ থেকে
ঘ. কলকাতা থেকে
উত্তরঃ খ
৪.জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে বৈশ্বিক জিডিপি কত হবে ?
ক.১.৭ শতাংশ
খ ১.৮ শতাংশ
গ. ১. ৯ শতাংশ
ঘ.১.৬ শতাংশ
উত্তরঃ গ
৫.১৪ ফেব্রুয়ারি ২০২৩ কোন ভারতীয় বংশীভূত ৬০ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন ?
ক.গীতা গোপীনাথ
খ. কমলা হ্যারিস
গ. ইন্দ্রা নুই
ঘ. নিকি হ্যালি
উত্তযোগিতা৬.মার্কিন কংগ্রেসের মুসলিম নারীর সদস্য ইলহাম ওমরের জন্ম কোন দেশে?
ক. ভারত
খ. সোমালিয়া
গ. আফ্রিকা
ঘ. আস্ট্রলিয়া
উত্তরঃ খ
৭.সর্বাধিক ভাষার দেশ কোনটি ?
ক.পাপুয়া নিউগিনি
খ.ইন্দোনেশিয়া
গ.নাইজেরিয়া
ঘ.ভারত
উওরঃ ক
৮. জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয় ?
ক. ১৫ সেপ্টেম্বর
খ. ১ সেপ্টেম্বর
গ. ৩০ সেপ্টেম্বর
ঘ. ৩১ সেপ্টেম্বর
উত্তরঃ গ
৯.Victory City উপন্যাসের লেখক কে ?
ক.সালমান রুশদি
খ. হিলারি ম্যান্টেল
গ. নাডিন গর্ডিমার
ঘ. অরুন্ধতী রায়
উত্তরঃ ক
১০.২০২৩ সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ) ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল ?
ক.কুমিল্লা ভিক্টোরিয়াল
খ.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
গ. খুলনা টাইগার্স
ঘ.ফরচুন বরিশাল
উত্তরঃ ক
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।