নেমেসিস গ্রন্থের লেখক কে?১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ l

নেমেসিস গ্রন্থের লেখক কে?১০ টি গুরুত্বপূর্ণ McQ উত্তর সহ l

 

 

mcq
bangla mcq

 

১.নেমেসিস গ্রন্থের লেখক –

ক.নুরুল মোমেন
খ.ইব্রাহিম খাঁ
গ. মুনীর  চৌধুরী
ঘ. আনিস চৌধুরী

উত্তরঃ ক

২.আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত ?

ক. মহেশখালী
খ. সোনাদিয়া
গ.  মনপুরা
ঘ. ভোলা

উত্তরঃ ক

৩.ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি?

ক. আবার তোরা মানুষ হও
খ.জীবন থেকে নেয়া
গ. কখনো আসেনি
ঘ. সংকল্প

উত্তরঃখ

৪.মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে ?

ক. জর্ডান
খ.বাহরাইন
গ. ইরান
ঘ. জর্জিয়া

উত্তরঃ গ

৫.ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিগ ওয়ান বলতে বোঝায় –

ক.চূড়ান্ত ভূমিকম্প
খ. শেয়ার বাজারের পতন
গ. বাৎসরিক মোটর চালনা উৎসব
ঘ.আণবিক যুদ্ধ

উত্তরঃ ক

৬.পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে ?

ক.আটলান্টিক ও ভারত মহাসাগর
খ.আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
গ. ভারত ও প্রশান্ত মহাসাগর
ঘ. প্রশান্ত ও উত্তর মহাসাগর

উত্তরঃ খ

৭.কোন তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা দেয়া হয়েছিল?

ক. ১০ এপ্রিল ১৯৭১
খ. ১৭ এপ্রিল ১৯৭১
গ. ২৬ মার্চ ১৯৭১
ঘ. ১০ জানুয়ারি ১৯৭১

উত্তরঃক

৮.হালদা নদী কেন বিখ্যাত?

ক. এটি পর্যটনকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়
খ. এর মোহনায় সমুদ্র বন্দ গড়ে উঠেছে
গ. এর নিচ দিয়ে টানেল স্থাপন করা হচ্ছে
ঘ. এখান থেকে মাছের ডিম সংগ্রহ করা হয়

উত্তরঃ ঘ

৯. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত?

ক. কুমিল্লা
খ. রাজশাহী
গ. দিনাজপুর
ঘ. পাবনা

উত্তরঃ ক

১০.পাকিস্তানের কারাগার  থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মুক্তি লাভ করেন ?

ক. ১৯৭১ সালের ২০ ডিসেম্বর
খ. ১৯৭১ সালের ২৭ জানুয়ারি
গ. ১৯৭২ সালে ৬ ফেব্রুয়ারি
ঘ. ১৯৭২ সালের ৮ই জানুয়ারি

উত্তরঃ ঘ

Leave a Comment