ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? গুরুত্বপূর্ণ ১০ টি McQ যা আপনার জানা দরকার

 ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?  গুরুত্বপূর্ণ ১০ টি McQ উত্তর সহ দেয়া হল:-

mcq
mcq

 

১. ” ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?” গানটির গীতিকার কে?

ক. ফজলে খোদা
খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. নাজিম মাহমুদ
ঘ. আবদুল লতিফ

উত্তরঃ খ

২. তমুদ্দিন মজলিশ ছিল একটি –

ক. রাজনৈতিক প্রতিষ্ঠান
খ. সামাজিক প্রতিষ্ঠান
গ. সাংস্কৃতিক প্রতিষ্ঠান
ঘ. দাতব্য প্রতিষ্ঠান

উত্তরঃ গ

৩.১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল?

ক. ছয়দফা কর্মসূচি : বাঙ্গালির দাবি
খ. ছয়দফা : আমাদের বাঁচার দাবি
গ. ছয়দফা : পূর্ব বাংলার বাঁচার অধিকার
ঘ. ছয়দফা : আমাদের সংগ্রামের দাবি

উত্তরঃ খ

৪.১৯৭০ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কতগুলি আসনে বিজয়ী হয়েছিল?

ক. ১৬৭
খ. ১৬৮
গ. ১৯৩
ঘ. ১৮২

উত্তরঃ ক

৫.১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন দুজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় ?
ক.সিতারা বেগম ও তারামন বিবি
খ. সিতারা বিবি ও তারামন বিবি
গ. তারামন বিবি ও জাহানারা ইমাম
ঘ. তারামন বিবি ও সেলিনা বেগম

উত্তরঃ ক

৬.২১ জুলাই ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি জেলাকে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন ?

ক. মাদারীপুর ও গোপালগঞ্জ
খ. নওগাঁ ও ফেনী
গ. পঞ্চাগড় ও মাগুরা
ঘ. রংপুর ও কুড়িগ্রাম

উত্তরঃ গ

৭.৩০ জুন ২০২২ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে ?

ক. কন্ডোলিজা রাইস
খ. কেতানজি ব্রাউন জ্যাকসন
গ. শারলি চিসম
ঘ. মায়া অ্যান্জেলো

উত্তরঃ খ

৮. ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?

ক. প্রথম
খ.দ্বিতীয়
গ.তৃতীয়
ঘ. চতুর্থ

উত্তরঃ গ

৯.মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন দেশ বাজারে স্বর্ণ মুদ্রা চালু করে ?

ক. জাপান
খ. জিম্বাবুয়ে
গ. ইংল্যান্ড
ঘ. ভারত

উত্তরঃ খ

১০.২০২২ সালে বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক লাভ করেন কে?

ক.সুলতানা লায়লা হোসেন ( বাংলাদেশ)
খ. ইতো নাওকি (জাপান )
গ. সিনজো আব(ইংল্যান্ড)
ঘ. ক ও খ উভয়ই

উত্তরঃ ঘ

Leave a Comment