দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান কে? ১০ টি প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হল :
১.দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান –
ক. বিচারপতি সুলতান হোসেন খান
খ. হাসান মশহুদ চৌররী
গ. বিচারপতি হাবিবুর রহমান
ঘ. প্রফেসর মনিরুজ্জামান মিয়া
উত্তরঃ ক
২.জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় –
ক. ১লা জানুয়ারি, ২০০৮
খ. ১লা এপ্রিল ,২০০৮
গ. ১লা সেপ্টেম্বর ,২০০৮
ঘ. ১লা ডিসেম্বর, ২০০৮
উত্তরঃগ
৩. কোন পদটি সাংবিধানিক পদ নয়?
ক. প্রধান নির্বাচন কমিশনার
খ. চেয়ারম্যান, সরকারি কর্ম কমিশন
গ. চেয়ারম্যান , মানবাধিকার কমিশন
ঘ. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তরঃ গ
৪.ঢাকা সেনানিবাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি ?
ক. বিজয় স্তম্ভ
খ.বিজয় নিকেতন
গ. রক্ত সোপান
ঘ. স্বাধীনতা সোপান
উত্তরঃ খ
৫.ব্লুহাউস কী ?
ক.গানের দল
খ. অনাথ আশ্রম
গ. চারাগাছের কাঁচঘর
ঘ. কোরিয়ার রাষ্ট্রপতির ভবন
উত্তরঃ ঘ
৬.সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিষ্ঠাতা কে ?
ক. পল জুলিয়াস রয়টার
খ.আলবার্তো রয়টার
গ. এম রয়টার
ঘ. স্ট্যালোন রয়টার
উত্তরঃ ক
৭.প্রথম ক্রীড়াবিদ হিসেবে ভারতরত্ন খেতাব বিজয়ী কে ?
ক.শচীন টেন্ডুলকার
খ.গৌতম গম্ভীর
গ.মহেন্দ্র সিং ধোনি
ঘ.বীরেন্দ্র সেবাগ
উত্তরঃ ক
৮.পদার্থবিদ্যায় কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন –
ক.জগদীশ চন্দ্র বসু
খ.মেঘনাথ সাহা
গ.আব্দুস সালাম
ঘ.চন্দ্রশেখর ভেকটর রমন
উত্তরঃ ঘ
৯. যে বাংলাদেশি সর্বশেষ ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন –
ক. আব্দুল্লাহ আবু সায়ীদ
খ.নোমান খান
গ. তাহেরুন্নেসা আব্দুল্লাহ
ঘ. সৈয়দা রিজওয়ানা হাসান
উত্তরঃঘ
১০.ভারতের কোন রাষ্ট্রপতি ভারতরত্ন সম্মানে ভূষিত হন?
ক. ড.রাজেন্দ্রপ্রসাদ
খ.ড.রাধাকৃষ্ণন
গ. ড. জাকির হোসেন
ঘ. ড. আবুল কালাম
উত্তরঃ ঘ
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।